ক্রীড়া ডেস্ক
২০২৪ আইপিএলটা দারুণ কাটিয়েছেন মোস্তাফিজুর রহমান। আইপিএল ক্যারিয়ারে উইকেটের ফিফটি, সেরা বোলিং—সবই এবার করেছেন চেন্নাই সুপার কিংসের জার্সিতে। এবারের আইপিএলে পুরোটা খেলার সুযোগ না পেলেও সেরা দশে জায়গা করে নিয়েছেন তিনি।
চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে ২২ মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-চেন্নাই সুপার কিংস ম্যাচ দিয়ে শুরু হয় ২০২৪ আইপিএল। সেই ম্যাচে ২৯ রানে নেন ৪ উইকেট। ফাফ ডু প্লেসি, বিরাট কোহলি, রজত পাতিদার, ক্যামেরন গ্রিন—বেঙ্গালুরুর সেরা চার ব্যাটারকে ফিরিয়েছেন মোস্তাফিজ। চিদম্বরমে গত রাতে সানরাইজার্স হায়দরাবাদ-কলকাতা নাইট রাইডার্স ম্যাচ দিয়ে আইপিএল শেষ হওয়ার পরও দেখা গেছে, প্রথম ম্যাচের বোলিংটা আছে সেরা বোলিংয়ের ৭ নম্বরে। এক ম্যাচে ৫ উইকেট নেওয়ার ঘটনা এবার ঘটেছে তিনবার। রাজস্থান রয়্যালসের সন্দীপ শর্মা, মুম্বাই ইন্ডিয়ানসের জসপ্রীত বুমরা, লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের যশ ঠাকুর—এই তিন বোলার নিয়েছেন ৫ উইকেট। চারে আছেন সানরাইজার্স হায়দরাবাদের টি নটরাজন। পরের তিন বোলারই চেন্নাইয়ের। পাঁচ ও ছয়ে আছেন তুষার দেশপাণ্ডে ও মাতিসা পাতিরানা।
লিগ পর্বে ১৪ ম্যাচ খেলে পয়েন্টের মারপ্যাঁচে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয় চেন্নাইকে। চেন্নাইয়ের ১৪ ম্যাচের মধ্যে খেলার সুযোগ পেয়েছেন ৯ ম্যাচ।
কারণ ১ মে পর্যন্ত আইপিএল খেলার অনুমতিপত্র বিসিবির থেকে পেয়েছিলেন মোস্তাফিজ। টুর্নামেন্ট চলার মাঝে ২ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে ভিসা প্রক্রিয়ার জন্য মোস্তাফিজকে ঢাকায় আসতে হয়েছিল। ৭ এপ্রিল ফিরেছিলেন আইপিএল খেলতে। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ৫ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে তাঁর খেলা হয়নি।
মোস্তাফিজ এবারের আইপিএলে ৯ ম্যাচ খেলে ৯.২৬ ইকোনমিতে নেন ১৪ উইকেট। আইপিএল ছাড়ার পরও বাংলাদেশের বাহাতি পেসারকে নিয়ে সামাজিক মাধ্যমে প্রায়ই পোস্ট দিতে দেখা গেছে চেন্নাইকে। বাংলাদেশের বাঁহাতি পেসারের আইপিএল ক্যারিয়ারে উইকেট এখন ৬১। আইপিএলে বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৬৩ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান।
২০২৪ আইপিএলে এক ম্যাচে সেরা দশ বোলিং
দল উইকেট রান খরচ প্রতিপক্ষ
সন্দীপ শর্মা রাজস্থান ৫ ১৮ মুম্বাই
জসপ্রীত বুমরা মুম্বাই ৫ ২১ বেঙ্গালুরু
যশ ঠাকুর লক্ষ্ণৌ ৫ ৩০ গুজরাট
সন্দীপ শর্মা হায়দারাবদ ৪ ১৯ দিল্লি
তুষার দেশপান্ডে চেন্নাই ৪ ২৭ হায়দরাবাদ
মাতিশা পাতিরানা চেন্নাই ৪ ২৮ মুম্বাই
মোস্তাফিজুর রহমান চেন্নাই ৪ ২৯ বেঙ্গালুরু
আর্শদীপ সিং পাঞ্জাব ৪ ২৯ হায়দরাবাদ
সাই কিশোর গুজরাট ৪ ৩৩ পাঞ্জাব
মিচেল স্টার্ক কলকাতা ৪ ৩৩ মুম্বাই
আরও পড়ুন:
২০২৪ আইপিএলটা দারুণ কাটিয়েছেন মোস্তাফিজুর রহমান। আইপিএল ক্যারিয়ারে উইকেটের ফিফটি, সেরা বোলিং—সবই এবার করেছেন চেন্নাই সুপার কিংসের জার্সিতে। এবারের আইপিএলে পুরোটা খেলার সুযোগ না পেলেও সেরা দশে জায়গা করে নিয়েছেন তিনি।
চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে ২২ মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-চেন্নাই সুপার কিংস ম্যাচ দিয়ে শুরু হয় ২০২৪ আইপিএল। সেই ম্যাচে ২৯ রানে নেন ৪ উইকেট। ফাফ ডু প্লেসি, বিরাট কোহলি, রজত পাতিদার, ক্যামেরন গ্রিন—বেঙ্গালুরুর সেরা চার ব্যাটারকে ফিরিয়েছেন মোস্তাফিজ। চিদম্বরমে গত রাতে সানরাইজার্স হায়দরাবাদ-কলকাতা নাইট রাইডার্স ম্যাচ দিয়ে আইপিএল শেষ হওয়ার পরও দেখা গেছে, প্রথম ম্যাচের বোলিংটা আছে সেরা বোলিংয়ের ৭ নম্বরে। এক ম্যাচে ৫ উইকেট নেওয়ার ঘটনা এবার ঘটেছে তিনবার। রাজস্থান রয়্যালসের সন্দীপ শর্মা, মুম্বাই ইন্ডিয়ানসের জসপ্রীত বুমরা, লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের যশ ঠাকুর—এই তিন বোলার নিয়েছেন ৫ উইকেট। চারে আছেন সানরাইজার্স হায়দরাবাদের টি নটরাজন। পরের তিন বোলারই চেন্নাইয়ের। পাঁচ ও ছয়ে আছেন তুষার দেশপাণ্ডে ও মাতিসা পাতিরানা।
লিগ পর্বে ১৪ ম্যাচ খেলে পয়েন্টের মারপ্যাঁচে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয় চেন্নাইকে। চেন্নাইয়ের ১৪ ম্যাচের মধ্যে খেলার সুযোগ পেয়েছেন ৯ ম্যাচ।
কারণ ১ মে পর্যন্ত আইপিএল খেলার অনুমতিপত্র বিসিবির থেকে পেয়েছিলেন মোস্তাফিজ। টুর্নামেন্ট চলার মাঝে ২ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হতে ভিসা প্রক্রিয়ার জন্য মোস্তাফিজকে ঢাকায় আসতে হয়েছিল। ৭ এপ্রিল ফিরেছিলেন আইপিএল খেলতে। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ৫ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে তাঁর খেলা হয়নি।
মোস্তাফিজ এবারের আইপিএলে ৯ ম্যাচ খেলে ৯.২৬ ইকোনমিতে নেন ১৪ উইকেট। আইপিএল ছাড়ার পরও বাংলাদেশের বাহাতি পেসারকে নিয়ে সামাজিক মাধ্যমে প্রায়ই পোস্ট দিতে দেখা গেছে চেন্নাইকে। বাংলাদেশের বাঁহাতি পেসারের আইপিএল ক্যারিয়ারে উইকেট এখন ৬১। আইপিএলে বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৬৩ উইকেট নিয়েছেন সাকিব আল হাসান।
২০২৪ আইপিএলে এক ম্যাচে সেরা দশ বোলিং
দল উইকেট রান খরচ প্রতিপক্ষ
সন্দীপ শর্মা রাজস্থান ৫ ১৮ মুম্বাই
জসপ্রীত বুমরা মুম্বাই ৫ ২১ বেঙ্গালুরু
যশ ঠাকুর লক্ষ্ণৌ ৫ ৩০ গুজরাট
সন্দীপ শর্মা হায়দারাবদ ৪ ১৯ দিল্লি
তুষার দেশপান্ডে চেন্নাই ৪ ২৭ হায়দরাবাদ
মাতিশা পাতিরানা চেন্নাই ৪ ২৮ মুম্বাই
মোস্তাফিজুর রহমান চেন্নাই ৪ ২৯ বেঙ্গালুরু
আর্শদীপ সিং পাঞ্জাব ৪ ২৯ হায়দরাবাদ
সাই কিশোর গুজরাট ৪ ৩৩ পাঞ্জাব
মিচেল স্টার্ক কলকাতা ৪ ৩৩ মুম্বাই
আরও পড়ুন:
আইসিসির ওয়ানডে সংস্করণের কোনো টুর্নামেন্টে খেলা অ্যানরিখ নরকিয়ার জন্য মরীচিকাই বলা চলে। চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে ১৬ মাস পর ওয়ানডে খেলার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে চোটে পড়ায় খেলতে পারছেন না দক্ষিণ আফ্রিকার এই পেসার।
৯ ঘণ্টা আগেবিপিএলের চট্টগ্রাম পর্ব শুরুর আগেই দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে নতুন বিতর্ক। তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়রা যখন ‘ধর্মঘট’ পরিস্থিতিতে, তখন আনন্দময় সময় কেটেছে অনেক ক্রিকেটারের।
১০ ঘণ্টা আগেনিউজিল্যান্ডের বিপক্ষে হ্যাটট্রিক করেও গত বুধবার দলকে জেতাতে পারেননি মাহিশ থিকশানা। হ্যামিল্টনের সেডন পার্কে তাঁর অর্জন ম্লান হয়ে গিয়েছিল ব্যাটারদের ভরাডুবিতে। সেই হ্যাটট্রিকের এক সপ্তাহ পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) থেকে সুখবর...
১০ ঘণ্টা আগেভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শেষ হওয়ার প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেছে। কিন্তু যে সিরিজে ভরাডুবির কারণে ভারত ২০২৩-২৫ চক্রের ফাইনাল ভারত খেলতে পারল না, সেটা নিয়ে আলোচনা কি এত সহজে থামে? বোর্ডার-গাভাস্কার ট্রফি...
১১ ঘণ্টা আগে