ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ ক্রিকেট এখন দুঃসময় পার করছে। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ জয়ের মুখ তো দেখছেই না, নূন্যতম প্রতিদ্বন্দ্বিতাটুকু করতে পারছে না। বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল তাতে দেশের ক্রিকেটে অন্ধকার দেখছেন।
পাকিস্তানকে টেস্টে ধবলধোলাইয়ের পর আন্তর্জাতিক ক্রিকেটে টানা ৮ ম্যাচ হেরেছে বাংলাদেশ। যার সবশেষটা হয়েছে শারজায় গত রাতে সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ৯২ রানে হেরে। যেখানে ২৩ রানে শেষ ৮ উইকেট হারিয়েছে বাংলাদেশ।
লাগাতার ব্যর্থ বাংলাদেশকে নিয়ে সমালোচনা তো চলছেই। সামাজিক মাধ্যমেও ব্যঙ্গ-বিদ্রুপ হচ্ছে নিয়মিত। বাংলাদেশের এমন অবস্থায় দুবাইয়ে গত রাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বুলবুল বলেন, ‘দেখুন ক্রিকেট খেলাটা এত জনপ্রিয় বাংলাদেশে। বাংলাদেশে আমাদের ১৮ কোটি লোক আছেন। ক্রিকেটকে সবাই যেহেতু ভালোবাসে, এই ভালোবাসাটা বেশিদিন থাকবে না যদি আমরা ফ্যানবেজ ধরে রাখতে না পারি। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে এটা খুবই জনপ্রিয় খেলা। তবে আপনি তো বলতে পারবেন না। এমন যদি চলতে থাকে, ১০ বছর পর অন্য কোনো খেলা আমাদের জায়গা দখল করে নেবে।’
ছেলেদের ক্রিকেটের মতো ব্যাটিং ব্যর্থতা চলছে বাংলাদেশ নারী ক্রিকেট দলেও। ঘরের মাঠে ভারত, অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুই সিরিজে ধবলধোলাই হয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। গত মাসে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ। বুলবুল বলছেন, ‘আমাদের এখানে (ক্রিকেটে) সবাইকে সম্পৃক্ত করা উচিত। স্কুল ক্রিকেট, কলেজ ক্রিকেট, মেয়েদের ক্রিকেট বলেন, এই জায়গাগুলো মনে হয় তেমন কোনো কাজ আমরা করিনি।’
সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজা, মাহমুদউল্লাহ রিয়াদ—বাংলাদেশের ক্রিকেটে অনেক স্মরণীয় জয় এসেছে তাঁদের হাত ধরে। যার মধ্যে সাকিব বিশ্ব ক্রিকেটের অসংখ্য রেকর্ড নিজের নামে লিখিয়ে নিয়েছেন। মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলেছে বাংলাদেশ। যা আইসিসি ইভেন্টে বাংলাদেশের ক্রিকেটের সেরা সাফল্য।
বুলবুলের মতে পারফরম্যান্সের ভিত্তিতেই ক্রিকেটারদের ওপর ফোকাস করা উচিত। বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেন, ‘ক্রিকেট খেলাটা হচ্ছে দলগত খেলা। তবে একটা কাঠামো তো থাকে। আর সেই কাঠামোটা হচ্ছে দলগত ব্যাপার। আমরা যখন বলি, ১১ জন খেলে। আসলে ১১ জন বিশেষজ্ঞ ক্রিকেটার খেলে। যেমন দুই জন ওপেনার থাকে, একজন নাম্বার তিনে থাকে। এই জায়গাগুলোতে আমাদের বিশেষজ্ঞ ক্রিকেটারের অভাব। একটা সময় বলতাম পঞ্চপান্ডব খেলছে। অমুক ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। এই যে তারকা প্রীতি, মানে একজন ক্রিকেটারকে ফোকাস করা মানে আমার দৃষ্টিতে বাকিদের দ্বিতীয় শ্রেণির নাগরিক মনে করা হয়েছে। তাই আমার কাছে মনে হচ্ছে ফোকাসটা হওয়া উচিত ছিল পারফরম্যান্স ভিত্তিক।’
বাংলাদেশ ক্রিকেট এখন দুঃসময় পার করছে। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ জয়ের মুখ তো দেখছেই না, নূন্যতম প্রতিদ্বন্দ্বিতাটুকু করতে পারছে না। বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল তাতে দেশের ক্রিকেটে অন্ধকার দেখছেন।
পাকিস্তানকে টেস্টে ধবলধোলাইয়ের পর আন্তর্জাতিক ক্রিকেটে টানা ৮ ম্যাচ হেরেছে বাংলাদেশ। যার সবশেষটা হয়েছে শারজায় গত রাতে সিরিজের প্রথম ওয়ানডেতে আফগানিস্তানের কাছে ৯২ রানে হেরে। যেখানে ২৩ রানে শেষ ৮ উইকেট হারিয়েছে বাংলাদেশ।
লাগাতার ব্যর্থ বাংলাদেশকে নিয়ে সমালোচনা তো চলছেই। সামাজিক মাধ্যমেও ব্যঙ্গ-বিদ্রুপ হচ্ছে নিয়মিত। বাংলাদেশের এমন অবস্থায় দুবাইয়ে গত রাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বুলবুল বলেন, ‘দেখুন ক্রিকেট খেলাটা এত জনপ্রিয় বাংলাদেশে। বাংলাদেশে আমাদের ১৮ কোটি লোক আছেন। ক্রিকেটকে সবাই যেহেতু ভালোবাসে, এই ভালোবাসাটা বেশিদিন থাকবে না যদি আমরা ফ্যানবেজ ধরে রাখতে না পারি। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে এটা খুবই জনপ্রিয় খেলা। তবে আপনি তো বলতে পারবেন না। এমন যদি চলতে থাকে, ১০ বছর পর অন্য কোনো খেলা আমাদের জায়গা দখল করে নেবে।’
ছেলেদের ক্রিকেটের মতো ব্যাটিং ব্যর্থতা চলছে বাংলাদেশ নারী ক্রিকেট দলেও। ঘরের মাঠে ভারত, অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুই সিরিজে ধবলধোলাই হয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। গত মাসে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারেনি বাংলাদেশ। বুলবুল বলছেন, ‘আমাদের এখানে (ক্রিকেটে) সবাইকে সম্পৃক্ত করা উচিত। স্কুল ক্রিকেট, কলেজ ক্রিকেট, মেয়েদের ক্রিকেট বলেন, এই জায়গাগুলো মনে হয় তেমন কোনো কাজ আমরা করিনি।’
সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজা, মাহমুদউল্লাহ রিয়াদ—বাংলাদেশের ক্রিকেটে অনেক স্মরণীয় জয় এসেছে তাঁদের হাত ধরে। যার মধ্যে সাকিব বিশ্ব ক্রিকেটের অসংখ্য রেকর্ড নিজের নামে লিখিয়ে নিয়েছেন। মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলেছে বাংলাদেশ। যা আইসিসি ইভেন্টে বাংলাদেশের ক্রিকেটের সেরা সাফল্য।
বুলবুলের মতে পারফরম্যান্সের ভিত্তিতেই ক্রিকেটারদের ওপর ফোকাস করা উচিত। বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেন, ‘ক্রিকেট খেলাটা হচ্ছে দলগত খেলা। তবে একটা কাঠামো তো থাকে। আর সেই কাঠামোটা হচ্ছে দলগত ব্যাপার। আমরা যখন বলি, ১১ জন খেলে। আসলে ১১ জন বিশেষজ্ঞ ক্রিকেটার খেলে। যেমন দুই জন ওপেনার থাকে, একজন নাম্বার তিনে থাকে। এই জায়গাগুলোতে আমাদের বিশেষজ্ঞ ক্রিকেটারের অভাব। একটা সময় বলতাম পঞ্চপান্ডব খেলছে। অমুক ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। এই যে তারকা প্রীতি, মানে একজন ক্রিকেটারকে ফোকাস করা মানে আমার দৃষ্টিতে বাকিদের দ্বিতীয় শ্রেণির নাগরিক মনে করা হয়েছে। তাই আমার কাছে মনে হচ্ছে ফোকাসটা হওয়া উচিত ছিল পারফরম্যান্স ভিত্তিক।’
ইনিংসের প্রথম ওভারেই ফিরতে পারতেন সৌম্য সরকার। আলজারি জোসেফের চতুর্থ বলটি হালকা সুইং করে বাইরেই যাচ্ছিল। কিন্তু উইকেটে থিতু হওয়ার আগেই সৌম্যের ড্রাইভ। ব্যাটের কানায় লেগে বল যায় স্লিপে থাকা ব্রেন্ডন কিংয়ের হাতে। কিং সেই সহজ ক্যাচ নিতে পারেননি। শুরুতে জীবন পাওয়াটাও বৃথা যেতে দেননি সৌম্য। দলের প্রয়োজনে
১ ঘণ্টা আগেওপেনার সৌম্য সরকার ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজের জুটিতে শুরুর ধাক্কা সামলে উঠেছে বাংলাদেশ। তৃতীয় উইকেটে ১১০ রানের জুটি গড়ার পথে দুজনে পেয়েছেন ফিফটি।
২ ঘণ্টা আগে২, ৪ ও ০—ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এই হলো লিটন দাসের রান। ব্যাটিংয়ে অধরাবাহিকতার বৃত্তে আটকে পড়া বাংলাদেশ উইকেটরক্ষক আজ আবারও উইকেট দিয়েছেন বাজে শট খেলে।
৩ ঘণ্টা আগেস্বপ্নপূরণ হলো গুকেশ দোম্মারাজুর। ১১ বছর বয়সেই সর্বকনিষ্ঠ বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নের কথা বলেছিলেন ভারতীয় এই দাবাড়ু। সাত বছর পর তাঁর সেই স্বপ্নকেই সত্যি করে তুললেন তিনি। ১৮ বছর বয়সে তিনি দাবার সর্বকনিষ্ঠ বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়লেন ভারতের দাবার শহর চেন্নাই থেকে উঠে আসা গুকেশ।
৩ ঘণ্টা আগে