সাকিবের পারফরম্যান্স নিয়ে কথা বলতে চান না শান্ত

রানা আব্বাস, সেন্ট ভিনসেন্ট থেকে
প্রকাশ : ১২ জুন ২০২৪, ২৩: ৩৬
আপডেট : ১৩ জুন ২০২৪, ১৮: ০৩

বাংলাদেশ দল এসেছে স্মৃতির সেন্ট ভিনসেন্টে। সুপার এইটের আশা উজ্জ্বল করতে বৃহস্পতিবার তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। ডাচদের বিপক্ষে বিশ্বকাপে আরেকটি লড়াইয়ের আগে বুধবার বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কথা বললেন দলের বর্তমান পরিস্থিতি নিয়ে। 

বিশ্বকাপের শুরু থেকে বোলাররা ভালো করলেও রান নেই ব্যাটারদের ব্যাটে। রানের জন্য আগের দুই ম্যাচে লড়াই করতে হয়েছে সাকিব-শান্তদের। বাংলাদেশ অধিনায়ক মনে করেন, ম্যাচে সবাই ভালো না করলেও যারা ভালো করছেন, তাদের খেলা শেষ করে আসা উচিত। তাঁর ভাষায়, ‘দুই-তিনজন ভালো ব্যাটিং করেছে। লিটন, হৃদয়, রিয়াদ ভাই ভালো টাচে আছে। টি-টোয়েন্টিতে যেদিন যে খেলবে তার শেষ করে আসাটা গুরুত্বপূর্ণ। আমি কখনোই আশা করি না যে সাত ব্যাটার ভালো খেলবে। যে সেট হচ্ছে সে যেন ম্যাচ শেষ করে আসে। অবশ্যই ওপর থেকে শেষ করে আসতে পারলে ভালো।’ 

বাদ যায়নি সাকিব আল হাসানের বাজে ফর্মের প্রসঙ্গও। ব্যাটে রান নেই। বল হাতেও ব্যর্থ সাকিব। তবে সাকিবের বাজে ফর্ম নিয়ে কথা বলতে আগ্রহী নন শান্ত, ‘সাকিব ভাইয়ের পারফরম্যান্স নিয়ে দলের কেউ চিন্তিত নয়। এটা নিয়ে আমরা কেউ কথা বলতে চাই না। আমরা জানি বছরের পর বছর তিনি কেমন পারফরম্যান্স করেছেন। মানুষ কী প্রত্যাশা করছেন, সেটির চেয়ে গুরুত্বপূর্ণ তিনি কী আশা করছেন। তিনি সর্বোচ্চ চেষ্টা করছেন, কঠোর পরিশ্রম করছেন। বলব না যে তিনি ফিরে আসবেন। তিনি ভালো অবস্থাতেই আছেন।’ সাকিবের কি চোখের সমস্যা? এই প্রশ্নে অধিনায়কের উত্তর, ‘চোখের সমস্যা মনে হয় না, সব ঠিকঠাক আছে। অনুশীলনে সবকিছুতেই স্বচ্ছন্দে আছেন। এই সংস্করণে এক–দুই সংস্করণে খারাপ যেতেই পারে। অধিনায়ক হিসেবে বাড়তি চাপ অনুভব করছি না। আমি জানি তিনি নিজেও তেমন কোনো চাপ অনুভব করছেন না। কারণ, অনেক অভিজ্ঞ খেলোয়াড়, খুব ভালোভাবে ফিরে আসবেন।’ 

নিজেরও রানে ফেরার তাগিদ বোধ করছেন অধিনায়ক, ‘অবশ্যই ব্যাটিং ভালো হয়নি। রান করতে হবে। বাড়তি চাপ অনুভব করছি না। ভালো শুরু পেলে চেষ্টা করব লম্বা করার। অধিনায়ক দেখে এমন নয় যে প্রতিদিনই ভালো খেলতে হবে, এমনও অনুভব করছি না। তবে ব্যাটার হিসেবে দায়িত্ব আছে যে কতটা অবদান রাখতে পারি। আশা করি সামনে ভালো কিছু হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত