রিংকুর ছক্কাবৃষ্টিতে অসুস্থ হয়ে পড়েছিলেন দয়াল 

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

রিংকু সিংয়ের ছক্কাবৃষ্টিতে কলকাতা নাইট রাইডার্সের অলৌকিক জয়ের ১৫ দিনেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবু যশ দয়াল যেন কিছুতেই ভুলতে পারছেন না সেই ঘটনা। ‘দুস্বপ্নের’ মতো তাড়া করে বেড়াচ্ছে সেই ঘটনা। এই ঘটনার পর বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন গুজরাট টাইটান্সের এই বাঁহাতি পেসার। যশ দয়াল। 

৯ এপ্রিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্স ও কলকাতা নাইট রাইডার্স। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ২৯ রান। প্রথম বলে এক রান নেন উমেশ যাদব। এরপর রিংকুর টানা পাঁচ বলে পাঁচ ছক্কায় কলকাতা পায় অবিশ্বাস্য এক জয়। এই ম্যাচের পর গুজরাটের জার্সিতে আর ম্যাচ খেলা হয়নি দয়ালের। এই মৌসুমে আর খেলতে পারবেন কি না সে ব্যাপারে নিশ্চিত নন টাইটান্স অধিনায়ক হার্দিক পান্ডিয়া। স্টার স্পোর্টসে গতকাল পোস্ট ম্যাচ শোতে পান্ডিয়া বলেন, ‘আমি নিশ্চিত করে কিছু বলতে পারছি না (দয়ালের ফেরা)। সে অসুস্থ হয়ে পড়েছিল। ৭-৮ কিলো ওজন কমে গিয়েছিল তার। সে সময় ভাইরাল ইনফেকশন ছড়িয়ে পড়েছিল এবং সে যে চাপের মুখোমুখি হয়েছে, মাঠে খেলার মতো অবস্থাতে নেই। তার মাঠে ফিরতে একটু সময় লাগবে।’ 

পাঁচ ছক্কা খাওয়ার প্রভাব পড়েছিল দয়ালের পরিবারেও। দয়ালের মাকে তো সান্ত্বনা দেওয়া যাচ্ছিল না। এমনকি তিনি ম্যাচ শেষে খাওয়াদাওয়াও বন্ধ করে দিয়েছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত