ক্রীড়া ডেস্ক
ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—সব মিলিয়ে রশিদ খান যেন এক দারুণ ‘প্যাকেজ’। গতকাল আইপিএলের প্রথম ম্যাচে গুজরাট টাইটানসকে জেতাতে সব বিভাগেই অবদান রেখেছেন রশিদ। আফগানিস্তানের এই লেগ স্পিনারকে গুজরাটের সম্পদ মনে করছেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গতকাল টস জিতে প্রথম ফিল্ডিং নেন হার্দিক। চেন্নাই সুপার কিংসের ব্যাটিং ইনিংসের ষষ্ঠ ওভারে বোলিংয়ে আসেন রশিদ। নিজের প্রথম ওভারেই তুলে নেন মঈন আলির উইকেট। এক ওভার পর বোলিংয়ে এসে রশিদ নিলেন ইংল্যান্ডের আরেক ব্যাটার বেন স্টোকসের উইকেট। দুই ইংলিশ ব্যাটারকেই ঋদ্ধিমান সাহার কটবিহাইন্ড করেন আফগান এই লেগ স্পিনার। আর ৭ নম্বরে ব্যাটিংয়ে নেমে ৩ বলে ১ ছক্কা ও ১ চারে ১০ রান করে অপরাজিত থাকেন রশিদ। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ-সেরা রশিদকে নিয়ে হার্দিক বলেন, ‘রশিদের মতো খেলোয়াড় বিশাল সম্পদ। সে আপনাকে উইকেট এনে দেবে এবং লেট অর্ডারে তার থেকে রান পাবেন আপনি।’
এবারের আইপিএলে চালু হয়েছে ইমপ্যাক্ট রুল। এই নিয়ম অনুযায়ী একজন খেলোয়াড় পরিবর্তন করতে পারবে দলগুলো। কোনো ইনিংস, ওভার শেষ হলে, উইকেট পাওয়ার পর, ওভারের মাঝখানে খেলোয়াড় বদল করা যাবে। এই নিয়মকে ঝামেলার মনে করে হার্দিক বলেন, ‘ইমপ্যাক্ট রুলে আমার কাজ কঠিন করে দিয়েছে। আমার হাতে অনেক অপশন আছে। এ কারণে কাউকে কম বোলিং করতে হবে। এই ম্যাচে মনে হয়েছে, হার্ড লেংথে বোলিং করাটা কাজে দেবে। এ কারণে আলজারি জোসেফকে দেরিতে আনা হয়েছে।’
ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—সব মিলিয়ে রশিদ খান যেন এক দারুণ ‘প্যাকেজ’। গতকাল আইপিএলের প্রথম ম্যাচে গুজরাট টাইটানসকে জেতাতে সব বিভাগেই অবদান রেখেছেন রশিদ। আফগানিস্তানের এই লেগ স্পিনারকে গুজরাটের সম্পদ মনে করছেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গতকাল টস জিতে প্রথম ফিল্ডিং নেন হার্দিক। চেন্নাই সুপার কিংসের ব্যাটিং ইনিংসের ষষ্ঠ ওভারে বোলিংয়ে আসেন রশিদ। নিজের প্রথম ওভারেই তুলে নেন মঈন আলির উইকেট। এক ওভার পর বোলিংয়ে এসে রশিদ নিলেন ইংল্যান্ডের আরেক ব্যাটার বেন স্টোকসের উইকেট। দুই ইংলিশ ব্যাটারকেই ঋদ্ধিমান সাহার কটবিহাইন্ড করেন আফগান এই লেগ স্পিনার। আর ৭ নম্বরে ব্যাটিংয়ে নেমে ৩ বলে ১ ছক্কা ও ১ চারে ১০ রান করে অপরাজিত থাকেন রশিদ। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ-সেরা রশিদকে নিয়ে হার্দিক বলেন, ‘রশিদের মতো খেলোয়াড় বিশাল সম্পদ। সে আপনাকে উইকেট এনে দেবে এবং লেট অর্ডারে তার থেকে রান পাবেন আপনি।’
এবারের আইপিএলে চালু হয়েছে ইমপ্যাক্ট রুল। এই নিয়ম অনুযায়ী একজন খেলোয়াড় পরিবর্তন করতে পারবে দলগুলো। কোনো ইনিংস, ওভার শেষ হলে, উইকেট পাওয়ার পর, ওভারের মাঝখানে খেলোয়াড় বদল করা যাবে। এই নিয়মকে ঝামেলার মনে করে হার্দিক বলেন, ‘ইমপ্যাক্ট রুলে আমার কাজ কঠিন করে দিয়েছে। আমার হাতে অনেক অপশন আছে। এ কারণে কাউকে কম বোলিং করতে হবে। এই ম্যাচে মনে হয়েছে, হার্ড লেংথে বোলিং করাটা কাজে দেবে। এ কারণে আলজারি জোসেফকে দেরিতে আনা হয়েছে।’
বাংলাদেশ ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগেও একাদশ প্রকাশের ‘সাহস’ দেখায় না। তবে এখন বেশির ভাগ টেস্ট দল খেলা শুরুর একদিন আগেই টেস্ট একাদশ জানিয়ে দেয়। আজ ওয়েস্ট ইন্ডিজ জানিয়ে দিয়েছে কাল অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিপক্ষে একাদশটা কেমন হবে।
৮ ঘণ্টা আগেঅ্যাশেজ শুরুর আগে সিরিজের ফলাফল নিয়ে বরাবরই পূর্বানুমান করেন অস্ট্রেলিয়ার সাবেক তারকারা। সেই অভ্যাসের বশেই কিনা আজ থেকে শুরু হতে যাওয়া পাঁচ টেস্টের বোর্ডার-গাভাস্কার ট্রফি নিয়ে রিকি পন্টিং বলে বসলেন—অস্ট্রেলিয়া সিরিজ জিতবে ৩-১ ব্যবধানে।
১০ ঘণ্টা আগেবিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী—চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান যা শুরু করেছে, তাতে এই কথাটা মনে পড়া স্বাভাবিক। কারণ দুই পক্ষই যার যার সিদ্ধান্তে অনড়। এমন পরিস্থিতিতে পাকিস্তানে যাওয়ার চিন্তাভাবনা করছে ক্রিকেটের অভিভাবক সংস্থা (আইসিসি)।
১১ ঘণ্টা আগেব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি সাকিব আল হাসানের। তবে বোলিং ও ফিল্ডিংয়ে ভেলকি দেখিয়েছেন তিনি। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সও জেতাতে পারল না বাংলা টাইগার্সকে।
১২ ঘণ্টা আগে