সাকিব ‘ডাক’ মেরেই চলেছেন

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ১২: ১১
Thumbnail image

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) নিজের দল জিতলেও ব্যাটিংয়ে ভালো করতে পারছেন না সাকিব আল হাসান। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে টানা দ্বিতীয়বার ‘গোল্ডেন ডাক’ মেরেছেন সাকিব। বাংলাদেশের অলরাউন্ডার ব্যাটিংয়ে অবদান রাখতে না পারলেও সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে ৬ উইকেটে জিতেছে তাঁর দল।

সাকিব দলে যোগ দেওয়ার পর গায়ানার এটি টানা দ্বিতীয় জয়। দ্বিতীয় ম্যাচেও ব্যাটিংয়ে কোনো রান করতে পারেননি তিনি। ১৯৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আজও দলের হয়ে ৪ নম্বরে নেমেছিলেন তিনি। ব্যাটিং পজিশনের মতো আজও ফল প্রথম বলে আউট। তিনি আউট হলেও জয় পেতে সমস্যা হয়নি গায়ানার। ওপেনিংয়ে দুর্দান্ত শুরু এনে দেন দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও চন্দরপল হেমরাজ। দুজনে মিলে ৮১ রান যোগ করেন প্রথম উইকেট জুটিতে। ২৯ রানে হেমরাজ আউট হলেও এবারের আসরে প্রথম ফিফটি তুলেছেন গুরবাজ। দলীয় ৮৫ রানে মার্ক ডেয়ালের টানা দুই বলে তিনি ও সাকিব আউট হন। হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরির পরও যেমন ডেয়াল হ্যাটট্রিক করতে পারেননি, তেমনি তাঁর দল ম্যাচটি জিততে পারেনি। ৫৯ রানে শাই হোপ অপরাজিত থেকে দলকে ম্যাচ জেতান ৬ উইকেটে।

এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে ১৯৪ রান করে সেন্ট লুসিয়া। দলটির অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি করেন দুর্দান্ত এক সেঞ্চুরি। ৫৯ বলে ১০৩ রান করেন তিনি। সামনে থেকে নেতৃত্ব দিলেও দলের বিজয়ে মেতে উঠতে পারেননি দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার। তাঁর ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরিটিও কাজে এল না প্রতিপক্ষের কাছে ৬ উইকেটে হেরে। ব্যাটিংয়ে গোল্ডেন ডাক মারলেও বোলিংয়ে গায়ানার সেরা বোলার সাকিব। বোলিংয়ে প্রথম দুই ওভারে কোনো উইকেট না পেলেও শেষ দুই ওভারে একটি করে উইকেট নিয়েছেন। নিজের তৃতীয় ও দলের ১৫তম ওভারে এসে মাত্র ১ রান দিয়ে নিয়েছেন অ্যাডাম হোজকে। আর নিজের শেষ ওভারে ১৪ রান দিয়ে তুলে নিয়েছেন ডেভিড ভিসেকে। সব মিলিয়ে বোলিং কোটা পূর্ণ করে ৩৩ রানে ২ উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার। নিজের প্রথম ম্যাচে পেয়েছিলেন ১ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত