ক্রীড়া ডেস্ক
তৈরি থাকুন ভয়ংকর এক তুফানের জন্য— বিপিএল খেলতে রাকিম কর্নওয়াল যখন গত বছরের ২৯ ডিসেম্বর বাংলাদেশে আসেন, তখন রাহকিম কর্ণওয়ালকে নিয়ে এই পোস্ট করেছিল সিলেট স্ট্রাইকার্স। ২০ দিন না যেতেই তাঁকে নিয়ে শোনা গেল দুঃসংবাদ। বিপিএল থেকে ছিটকে গেছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার।
কর্নওয়ালের বিপিএল থেকে ছিটকে যাওয়ার কথা গত রাতে সিলেট স্ট্রাইকার্স নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে নিশ্চিত করেছে। পোস্ট করা একটি রিলসে সিলেট ক্যাপশন দিয়েছে, ‘ক্রিকেট-ভক্তদের জন্য দুঃসংবাদ। চোটে পড়ায় বিপিএল ছাড়ছেন রাকিম কর্নওয়াল। মাঠ ও মাঠের বাইরে আপনার উপস্থিতি এবং টুর্নামেন্টে অবিস্মরণীয় স্মৃতির জন্য আপনাকে ধন্যবাদ রাকিম। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি এবং দ্রুতই আপনাকে মাঠে দেখতে পাব।’ ক্যারিবীয় ক্রিকেটার সেই রিলসে বলেছেন, ‘বিদায় বাংলাদেশ। সিলেটে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।’
এবারের বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের কর্নওয়াল খেলেছেন তিন ম্যাচ। ৭.৩৩ গড় ও ১২২.২২ স্ট্রাইকরেটে করেছেন ২২ রান। এক ম্যাচে ডাকও মেরেছেন। সেই তুলনায় বোলিংটা ভালো করেছেন তিনি। ৭.১০ ইকোনমিতে নিয়েছেন ৪ উইকেট। ১০ জানুয়ারি ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে পেয়েছেন ৩ উইকেট। ৪ ওভারে খরচ করেছিলেন ২৭ রান। সেই ম্যাচে ঢাকাকে ৩ উইকেটে হারিয়েছিল সিলেট।
সিলেট স্ট্রাইকার্সের অবস্থা এবারের বিপিএলে খুব একটা ভালো নয়। ৬ ম্যাচে ২ জয় ও ৪ পরাজয়ে ৪ পয়েন্ট নিয়ে সিলেটের অবস্থান পাঁচ নম্বরে। তাদের নেট রানরেট -১.২৫৪। সমান ৪ পয়েন্ট নিয়ে খুলনা টাইগার্স অবস্থান করছে চার নম্বরে। মেহেদী হাসান মিরাজের দলের নেট রানরেট +০.১৩০। সাত দলের মধ্যে সবার নিচে থাকা ঢাকা ক্যাপিটালসের পয়েন্ট ২। অন্যদিকে ১৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে রংপুর রাইডার্স। রংপুর, ঢাকা দুটি দলই সাতটি করে ম্যাচ খেলেছে। ঢাকা ক্যাপিটালস-ফরচুন বরিশাল ম্যাচ দিয়ে আগামীকাল বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু হচ্ছে।
আরও পড়ুন:
তৈরি থাকুন ভয়ংকর এক তুফানের জন্য— বিপিএল খেলতে রাকিম কর্নওয়াল যখন গত বছরের ২৯ ডিসেম্বর বাংলাদেশে আসেন, তখন রাহকিম কর্ণওয়ালকে নিয়ে এই পোস্ট করেছিল সিলেট স্ট্রাইকার্স। ২০ দিন না যেতেই তাঁকে নিয়ে শোনা গেল দুঃসংবাদ। বিপিএল থেকে ছিটকে গেছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার।
কর্নওয়ালের বিপিএল থেকে ছিটকে যাওয়ার কথা গত রাতে সিলেট স্ট্রাইকার্স নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে নিশ্চিত করেছে। পোস্ট করা একটি রিলসে সিলেট ক্যাপশন দিয়েছে, ‘ক্রিকেট-ভক্তদের জন্য দুঃসংবাদ। চোটে পড়ায় বিপিএল ছাড়ছেন রাকিম কর্নওয়াল। মাঠ ও মাঠের বাইরে আপনার উপস্থিতি এবং টুর্নামেন্টে অবিস্মরণীয় স্মৃতির জন্য আপনাকে ধন্যবাদ রাকিম। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি এবং দ্রুতই আপনাকে মাঠে দেখতে পাব।’ ক্যারিবীয় ক্রিকেটার সেই রিলসে বলেছেন, ‘বিদায় বাংলাদেশ। সিলেটে আবার আপনাদের সঙ্গে দেখা হবে।’
এবারের বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের কর্নওয়াল খেলেছেন তিন ম্যাচ। ৭.৩৩ গড় ও ১২২.২২ স্ট্রাইকরেটে করেছেন ২২ রান। এক ম্যাচে ডাকও মেরেছেন। সেই তুলনায় বোলিংটা ভালো করেছেন তিনি। ৭.১০ ইকোনমিতে নিয়েছেন ৪ উইকেট। ১০ জানুয়ারি ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে পেয়েছেন ৩ উইকেট। ৪ ওভারে খরচ করেছিলেন ২৭ রান। সেই ম্যাচে ঢাকাকে ৩ উইকেটে হারিয়েছিল সিলেট।
সিলেট স্ট্রাইকার্সের অবস্থা এবারের বিপিএলে খুব একটা ভালো নয়। ৬ ম্যাচে ২ জয় ও ৪ পরাজয়ে ৪ পয়েন্ট নিয়ে সিলেটের অবস্থান পাঁচ নম্বরে। তাদের নেট রানরেট -১.২৫৪। সমান ৪ পয়েন্ট নিয়ে খুলনা টাইগার্স অবস্থান করছে চার নম্বরে। মেহেদী হাসান মিরাজের দলের নেট রানরেট +০.১৩০। সাত দলের মধ্যে সবার নিচে থাকা ঢাকা ক্যাপিটালসের পয়েন্ট ২। অন্যদিকে ১৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে রংপুর রাইডার্স। রংপুর, ঢাকা দুটি দলই সাতটি করে ম্যাচ খেলেছে। ঢাকা ক্যাপিটালস-ফরচুন বরিশাল ম্যাচ দিয়ে আগামীকাল বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু হচ্ছে।
আরও পড়ুন:
ফেব্রুয়ারির ফিফা উইন্ডোতে তিনটি প্রীতি ম্যাচ খেলার সুযোগ ছিল বাংলাদেশ নারী ফুটবল দলের। কিন্তু এক এক করে সৌদি আরব, মালয়েশিয়া ও সিঙ্গাপুরকে আমন্ত্রণ জানিয়েও কোনো সাড়া মেলেনি। শেষ পর্যন্ত বাফুফে জানায়...
৪৩ মিনিট আগেপ্রতিযোগিতামূলক ক্রিকেটে সৌম্য সরকার সবশেষ খেলেছেন গত বছরের ১৭ ডিসেম্বর। প্রায় এক মাস পর আবার তাঁকে দেখা যাবে মাঠের ক্রিকেটে। এবারের বিপিএলে তাঁর ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স আজ সেটা নিশ্চিত করেছে।
১ ঘণ্টা আগেআগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে চট্টগ্রাম পর্বের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তবে টুর্নামেন্ট শুরুর আগেই দুর্বার রাজশাহী দলের পারিশ্রমিক ইস্যু নিয়ে অস্থিরতার সৃষ্টি হয়েছে। প্রতিশ্রুত বকেয়া পরিশোধ না করায় আজ সকালে ধর্মঘটের ডাক দিয়ে অনুশীলন বাতিল করেন দলটির খেলোয়াড়রা। ক্রিকেটারদের বকেয়া টাকা নিয়ে
৩ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফির দল থেকে বাদ পড়ার পর লিটন দাসকে নিয়ে চলছে নানা আলাপ-আলোচনা। কারণ, বাদ পড়ার পর ঝোড়ো সেঞ্চুরিতে হৈচৈ ফেলে দিয়েছেন তিনি। অনেকের মতে চ্যাম্পিয়নস ট্রফির দল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেরিতে ঘোষণা করলে লিটন হয়তো সুযোগ পেতেন।
৩ ঘণ্টা আগে