যুক্তরাষ্ট্রের কাছে হেরে নাসায় গেলেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৩ মে ২০২৪, ১১: ২৮
Thumbnail image

আন্তর্জাতিক ক্রিকেটে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম দেখাতেই হেরে বিরাট এক বিস্ময় উপহার দিয়েছে বাংলাদেশ। স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে হেরে যাওয়ায় তুমুল সমালোচিত সাকিব-শান্তরা। 

আজ সিরিজে ফেরার ম্যাচের আগের দিন কাল বাংলাদেশ চেষ্টা করেছে মনটা চাপমুক্ত রাখতে। গতকাল ছুটির দিনে একটু ঘুরতে বেড়িয়েছিলেন তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, তাওহিদ হৃদয়রা। 

তাসকিন-হৃদয়রা ঘুরতে গিয়েছেন এমন এক জায়গায়, যেখানে হাজারো ব্যর্থতার পর অবিশ্বাস্য এক আবিষ্কারের জন্ম হয়। কঠোর পরিশ্রমের মধ্য দিয়েই অসাধ্যকে সাধন করার চেষ্টা করা হয়। চরম ধৈর্যের পরীক্ষা নেওয়ার সেই জায়গাটি হচ্ছে নাসা। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা। 

তাসকিন-হৃদয়দের সঙ্গে হিউস্টনে নাসার স্পেস সেন্টারে ঘুরতে গিয়েছিলেন বাংলাদেশ দলের কম্পিউটার বিশ্লেষক মহসিন শেখও। মহাকাশ নিয়ে গবেষণা করা সংস্থায় ঘুরে দেখার সুযোগ পেয়ে দারুণ খুশি হয়েছেন মহসিন। নিজের ফেসবুক অ্যাকাউন্টে বেশ কিছু ছবিও তিনি পোস্ট করেছেন। 

মহসিন ফেসবুকে লিখেছেন, ‘নাসায় ঘুরতে যাওয়ার সুযোগ পাওয়াটা দারুণ। কিছু ব্যর্থতা আপনাকে সংযত এবং অনুপ্রেরণা দিতে শেখাবে।’ এই অনুপ্রেরণা নিয়ে আজ (বাংলাদেশ সময় রাতে) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত