চার বাঁচাতে দৌড়াচ্ছেন বাংলাদেশের পাঁচ ফিল্ডার

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ১৬: ০৬
Thumbnail image

চট্টগ্রাম টেস্টে একের পর এক হাস্যরসের জন্ম দিয়েছেন বাংলাদেশি ক্রিকেটাররা। প্রথম দিনে নির্বিষ বোলিং, বিস্মিত করা রিভিউ, একের পর এক ক্যাচ মিস, বাজে ফিল্ডিং—দুর্দশার সব চিত্রই দেখা গিয়েছিল। দ্বিতীয় দিনেও সেই একই দৃশ্যের পুনরাবৃত্তি। সমালোচনার তির ছুটে এলেও যেন ভাবান্তর নেই নাজমুল হোসেন শান্তদের মনে। 

গতকাল দ্বিতীয় দিনে প্রথম ইনিংস শুরু করে ব্যাটিংয়ে ভালো শুরুর আভাস দিলেও সেটির ছিটেফোঁটাও দেখা যায়নি আজ। চট্টগ্রামের ব্যাটিং-বান্ধব উইকেটে শ্রীলঙ্কা যেখানে পেয়েছে ৫৩১ রানের স্কোর সেখানে বাংলাদেশ অলআউট ১৭৮ রানে। এর আগে সিলেটেও ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হেরেছিল স্বাগতিকেরা। 

বাউন্ডারি বাঁচাতে এক সঙ্গে দৌড়াচ্ছেন বাংলাদেশের পাঁচ ফিল্ডার। ছবি: সংগৃহীত আগামীকাল চতুর্থদিনে হারটাকে বাংলাদেশ কতটুকু প্রলম্বিত করতে পারে অপেক্ষা শুধু সেটি দেখার। ইতিমধ্যে যে লঙ্কানদের লক্ষ্য দাঁড়িয়েছে ৪৫৫ রান! আর এত বড় লক্ষ্য তাড়া করে জয়ের রেকর্ড নেই টেস্টে। আজ অবশ্য বোলিংয়ে বেশ ধারাবাহিক দেখা গেল বাংলাদেশকে। পেসারদের তোপে লঙ্কানরা দিন শেষ করেছে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১০২ রানে। হাসান মাহমুদ নিয়েছেন ৪ উইকেট। 

কিন্তু লঙ্কানদের দ্বিতীয় ইনিংসেও বাংলাদেশের ফিল্ডাররা যেন ‘হাতে তেল মেখে’ নেমেছিল। ইনিংসের অষ্টম ওভারের প্রথম বলে স্লিপে ক্যাচ ছাড়েন শাহাদাত হোসেন দিপু। গতকাল ক্যাচ ছাড়ার এই সংখ্যাটা ছিল ৭! সেই সুযোগটা ভালোমতোই কাজে লাগিয়ে রানের পাহাড় গড়ে সফরকারী দল। বাংলাদেশের ফিল্ডারদের পিচ্ছিল হাতই যেন চট্টগ্রাম টেস্ট হাত ফসকে যেতে বসেছে শান্তদের। 

বাউন্ডারি বাঁচাতে এক সঙ্গে দৌড়াচ্ছেন বাংলাদেশের পাঁচ ফিল্ডার। ছবি: সংগৃহীত সেই বিবর্ণ ফিল্ডারদের একটি নমুনা হলো—চার বাঁচাতে দৌড়াচ্ছেন চার ফিল্ডার! এমন হাস্যকর একটি দৃশ্যের ছবি এখন ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর ফিল্ডারদের এমন দৌড় দেখে অনেকে মজা করে বলছেন—ফুটবল ম্যাচ। জাইদি নামে একজন টুইটারে এই ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছেন, ‘ফুটবল ম্যাচ বা ক্রিকেট ম্যাচ। বাংলাদেশ ক্রিকেটের বিনোদন কখনো শেষ হবে না।’ 

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে স্লিপে ‘মাছ ধরার’ মতো তিন ফিল্ডারের ঘাসে লুটোপুটি দেখেও না হেসে পারেনি ক্রিকেট প্রেমীরা। এমনকি সেদিন শান্তর রিভিউ নেওয়া দেখেও ট্রল করেছে কলকাতা পুলিশ। বাউন্ডারি বাঁচাতে পাঁচ ফিল্ডারের দৌড়ের ঘটনাটি শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসের সময়, ইনিংসের ২১ তম ওভারের প্রথম বলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত