ইংল্যান্ডের হান্ড্রেডেও কি তাহলে দল কিনছেন আইপিএল মালিকেরা

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৪, ১৬: ০৪
আপডেট : ২৪ জুলাই ২০২৪, ১৭: ০৮

অর্থের ঝনঝনানিতে পূর্ণ আইপিএলে ‘পাখির চোখ’ তো অনেক ক্রিকেটারই করেন। টুর্নামেন্টে বিনিয়োগ করে কোটি কোটি টাকা আয় করেন ফ্র্যাঞ্চাইজি মালিকেরা। ভারতের বাইরে অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগেও তাদের মালিকানা রয়েছে। আইপিএল মালিকদের এবার ‘দ্য হান্ড্রেডে’ও দল কেনার আগ্রহের কথা শোনা যাচ্ছে।

বার্মিংহাম ফিনিক্স ও ওভাল ইনভিনসিবল ম্যাচ দিয়ে ‘দ্য হান্ড্রেডের’ চতুর্থ মৌসুম গতকাল শুরু হয়েছে। দুই দলের পাশাপাশি লন্ডন স্পিরিট, ম্যানচেস্টার অরিজিনালস, নর্দার্ন সুপারচার্জার্স, সাউদার্ন ব্রেভস, ট্রেন্ট রকেটস, ওয়েলশ ফায়ার—এই ৬ ফ্র্যাঞ্চাইজিও খেলছে টুর্নামেন্টে। ক্রিকইনফোসহ বিদেশি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ইংল্যান্ড এন্ড ওয়েলশ ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রস্তাবিত মডেলে ৫১ শতাংশ মালিকানা ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে থাকবে। বাকি ৪৯ শতাংশ বিক্রি করে দেওয়া হবে। ধনকুবেররা তাতে বিনিয়োগ করতে পারবেন।

‘দ্য হান্ড্রেডে’র এমন মালিকানা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন আইপিএল ফ্র্যাঞ্চাইজির মালিকরা। আইপিএল জয়ী কোনো এক ফ্র্যাঞ্চাইজি মালিক বলেছেন, ‘যারা আসবেন, তাদের জন্য এটা পুরো নতুন। কারণ অন্য যে সব ফ্র্যাঞ্চাইজিতে আমরা বিনিয়োগ করেছি, আমাদের মালিকানাই শতভাগ। এটা তো যৌথ মালিকানা হতে যাচ্ছে। ফ্র্যাঞ্চাইজির মূল্য, মালিকানা, ফ্র্যাঞ্চাইজি পরিচালনা—অনেক কিছুই তখন সামনে চলে আসে।’ 

নাম প্রকাশে অনিচ্ছুক আইপিএলের অন্য মালিক মনে করছেন, একক মালিকানা ও যৌথ মালিকানায় দল পরিচালনায় অনেক পার্থক্য রয়েছে। আর্থিকভাবে কতটা লাভবান হবেন, তা নিয়ে সন্দিহান তিনি, ‘৪৯ শতাংশ মালিকানা হলে দায়িত্ব নিতে কে আগ্রহী হবেন? আপনি কি বিনিয়োগ করবেন? সম্ভবত না। কোনো উত্তর নেই আমার কাছে।’ 

ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবীয় প্রিমিয়ার লিগ (সিপিএল), দক্ষিণ আফ্রিকার এসএ টোয়েন্টি, যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট (এমএলসি), সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ফ্র্যাঞ্চাইজি আইএল টি-টোয়েন্টি—এসব ফ্র্যাঞ্চাইজিতেও আইপিএল মালিকদের অংশীদারত্ব রয়েছে। যার মধ্যে চেন্নাই সুপার কিংসের মালিকের অধীনে গত বছর শুরু হওয়া এসএ টোয়েন্টি ও এমএলসি-এই দুই টুর্নামেন্টে দল রয়েছে। এম আই নিউইয়র্ক, এম আই কেপটাউন, এম আই এমিরেটস—এই তিন ফ্র্যাঞ্চাইজি চলছে আইপিএলের মুম্বাই ইন্ডিয়ানসের মালিকানায়।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত