ক্রীড়া ডেস্ক
সচরাচর যে ডেথ ওভারে বাংলাদেশ বেশি ভুগতে থাকে, সেখানেই তারা গত রাতে খেলেছে দুর্দান্ত। টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামা বাংলাদেশের একটা পর্যায়ে স্কোর ছিল ৪৫ ওভারে ৬ উইকেটে ২০০ রান। শেষ পাঁচ ওভারে শান্তর দল ১ উইকেট হারিয়ে যোগ করেছে ৫২ রান। শারজার এমন ধীরগতির উইকেটে স্কোর বোর্ডে ৭ উইকেটে ২৫২ রান করাটাই বাংলাদেশের জন্য যথেষ্ট ছিল বলে মনে করেন আফগানিস্তান অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাহিদি বলেন, ‘আমার মতে, শেষ ৫ ওভারে তারা (বাংলাদেশ) ৪০ রান করেছে এবং সেটাই কারণ।’
বাংলাদেশ গতকাল শুরুটাও করেছিল দুর্দান্ত। প্রথম পাওয়ারপ্লেতে (১০ ওভারে) ১ উইকেটে করেছে ৫৯ রান। ম্যাচের মাঝের দিকে একটু ধস নামলেও সেটা পুষিয়ে দিয়েছেন জাকের আলী অনিক ও নাসুম আহমেদ। সপ্তম উইকেটে ৪১ বলে ৪৬ রানের জুটি গড়েছেন এ দুই ব্যাটার, যার মধ্যে ৪৭তম ওভারে বোলিংয়ে আসা ফজলহক ফারুকিকে ফিরিয়ে বাংলাদেশ নিয়েছে ১৮ রান, যার মধ্যে ওয়ানডেতে অভিষিক্ত জাকের মারেন ২ ছক্কা। এই ওভারে একটি চার মারেন নাসুম।
ওয়ানডেতে অভিষেক হওয়া জাকের গতকাল শেষটা করেছেন ইনিংসের শেষ বলে ফারুকিকে ছক্কা মেরে। ২৭ বলে ১ চার ও ২ ছক্কায় ৩৭ রান করেন জাকের। যদিও এটা তিনি করতে পারতেন না। যেখানে ৪৯তম ওভারের প্রথম বলে আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে জাকের ক্যাচ উঠালেও সেটা তালুবন্দী করতে ব্যর্থ শাহিদি। জাকেরের রান তখন ১৯। এ ছাড়া আফগানদের অন্যতম সেরা পেসার ফারুকি ৭ ওভার বোলিং করে দেন ৬৯ রান। ওভারপ্রতি ১০ ছুঁইছুঁই রান দিলেও ছিলেন উইকেটশূন্য। শাহিদি বলেন, ‘প্রথম ১০ ওভারে আমাদের বোলিংটা আশানুরূপ হয়নি। শেষ ৫ ওভার তো ভুগিয়েছেই। কারণ আমরা অনেক বেশি রান দিয়েছি। এটা নিয়ে চিন্তা করব আমরা।’
দ্বিতীয় উইকেটে গতকাল সেদিকউল্লাহ আতাল ও রহমত শাহ ৫২ রানের জুটি গড়ে দারুণভাবে এগোতে থাকেন। সেদিকউল্লাহকে ফিরিয়ে জুটি ভাঙেন নাসুম। পরবর্তীতে মিডল অর্ডারেও নামে ধস। ২ উইকেটে ১১৮ রান থেকে ৫ উইকেটে ১১৯ রানে পরিণত হয় আফগানিস্তান। এই তিন উইকেট আফগানরা হারিয়েছে ১ ওভারের ব্যবধানে। শাহিদি বলেন, ‘ব্যাটিংয়ে আমরা লাগাতার উইকেট হারিয়েছি। আরও কিছু জুটি দরকার ছিল। শেষ ম্যাচের আগে একসঙ্গে বসে এটা নিয়ে কথা বলব।’
শারজায় আগামীকাল সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি। সিরিজ নির্ধারণী ম্যাচটি বাংলাদেশের জন্য একটি মাইলফলকেরও ম্যাচ। আফগানদের আগামীকাল হারালে আন্তর্জাতিক ক্রিকেটে নবম দল হিসেবে ২৫০ ম্যাচ জয়ের কীর্তি গড়বে। তিন সংস্করণ মিলে বাংলাদেশ এখন পর্যন্ত খেলেছে ৭৬৭ ম্যাচ। ২৪৯ ম্যাচ জয়ের বিপরীতে হেরেছে ৪৮৬ ম্যাচ। ড্র করেছে ১৮ ম্যাচ। ফল হয়নি ১৪ ম্যাচে।
সচরাচর যে ডেথ ওভারে বাংলাদেশ বেশি ভুগতে থাকে, সেখানেই তারা গত রাতে খেলেছে দুর্দান্ত। টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামা বাংলাদেশের একটা পর্যায়ে স্কোর ছিল ৪৫ ওভারে ৬ উইকেটে ২০০ রান। শেষ পাঁচ ওভারে শান্তর দল ১ উইকেট হারিয়ে যোগ করেছে ৫২ রান। শারজার এমন ধীরগতির উইকেটে স্কোর বোর্ডে ৭ উইকেটে ২৫২ রান করাটাই বাংলাদেশের জন্য যথেষ্ট ছিল বলে মনে করেন আফগানিস্তান অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শাহিদি বলেন, ‘আমার মতে, শেষ ৫ ওভারে তারা (বাংলাদেশ) ৪০ রান করেছে এবং সেটাই কারণ।’
বাংলাদেশ গতকাল শুরুটাও করেছিল দুর্দান্ত। প্রথম পাওয়ারপ্লেতে (১০ ওভারে) ১ উইকেটে করেছে ৫৯ রান। ম্যাচের মাঝের দিকে একটু ধস নামলেও সেটা পুষিয়ে দিয়েছেন জাকের আলী অনিক ও নাসুম আহমেদ। সপ্তম উইকেটে ৪১ বলে ৪৬ রানের জুটি গড়েছেন এ দুই ব্যাটার, যার মধ্যে ৪৭তম ওভারে বোলিংয়ে আসা ফজলহক ফারুকিকে ফিরিয়ে বাংলাদেশ নিয়েছে ১৮ রান, যার মধ্যে ওয়ানডেতে অভিষিক্ত জাকের মারেন ২ ছক্কা। এই ওভারে একটি চার মারেন নাসুম।
ওয়ানডেতে অভিষেক হওয়া জাকের গতকাল শেষটা করেছেন ইনিংসের শেষ বলে ফারুকিকে ছক্কা মেরে। ২৭ বলে ১ চার ও ২ ছক্কায় ৩৭ রান করেন জাকের। যদিও এটা তিনি করতে পারতেন না। যেখানে ৪৯তম ওভারের প্রথম বলে আজমতউল্লাহ ওমরজাইয়ের বলে জাকের ক্যাচ উঠালেও সেটা তালুবন্দী করতে ব্যর্থ শাহিদি। জাকেরের রান তখন ১৯। এ ছাড়া আফগানদের অন্যতম সেরা পেসার ফারুকি ৭ ওভার বোলিং করে দেন ৬৯ রান। ওভারপ্রতি ১০ ছুঁইছুঁই রান দিলেও ছিলেন উইকেটশূন্য। শাহিদি বলেন, ‘প্রথম ১০ ওভারে আমাদের বোলিংটা আশানুরূপ হয়নি। শেষ ৫ ওভার তো ভুগিয়েছেই। কারণ আমরা অনেক বেশি রান দিয়েছি। এটা নিয়ে চিন্তা করব আমরা।’
দ্বিতীয় উইকেটে গতকাল সেদিকউল্লাহ আতাল ও রহমত শাহ ৫২ রানের জুটি গড়ে দারুণভাবে এগোতে থাকেন। সেদিকউল্লাহকে ফিরিয়ে জুটি ভাঙেন নাসুম। পরবর্তীতে মিডল অর্ডারেও নামে ধস। ২ উইকেটে ১১৮ রান থেকে ৫ উইকেটে ১১৯ রানে পরিণত হয় আফগানিস্তান। এই তিন উইকেট আফগানরা হারিয়েছে ১ ওভারের ব্যবধানে। শাহিদি বলেন, ‘ব্যাটিংয়ে আমরা লাগাতার উইকেট হারিয়েছি। আরও কিছু জুটি দরকার ছিল। শেষ ম্যাচের আগে একসঙ্গে বসে এটা নিয়ে কথা বলব।’
শারজায় আগামীকাল সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-আফগানিস্তান। বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ম্যাচটি। সিরিজ নির্ধারণী ম্যাচটি বাংলাদেশের জন্য একটি মাইলফলকেরও ম্যাচ। আফগানদের আগামীকাল হারালে আন্তর্জাতিক ক্রিকেটে নবম দল হিসেবে ২৫০ ম্যাচ জয়ের কীর্তি গড়বে। তিন সংস্করণ মিলে বাংলাদেশ এখন পর্যন্ত খেলেছে ৭৬৭ ম্যাচ। ২৪৯ ম্যাচ জয়ের বিপরীতে হেরেছে ৪৮৬ ম্যাচ। ড্র করেছে ১৮ ম্যাচ। ফল হয়নি ১৪ ম্যাচে।
এশিয়া কাপের শিরোপা ধরে রাখার লক্ষ্যে কাল সংযুক্ত আরব আমিরাতে পা রাখবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তার আগে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হয়ে গেল যুবাদের আনুষ্ঠানিক ফটোসেশন। উৎসাহ দিতে ক্রিকেটার-কোচদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন বিসিবি সভাপতি ফারুক আহমেদও।
১ ঘণ্টা আগেঅ্যান্টিগা টেস্টে বাংলাদেশ দলের প্রথম দিন কাটল অম্ল-মধুর। আলোকস্বল্পতার কারণে খেলা হয়েছে ৮৪ ওভার। দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ৫ উইকেটে ২৫০ রান।
৩ ঘণ্টা আগে