অ্যাডিলেড টেস্ট

হেডের সেঞ্চুরির পর হারের মুখে ভারত

ক্রীড়া ডেস্ক   
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৭: ৫৬
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৮: ০৩
রোহিতকে ফেরানোর পর স্টার্কের উদ্‌যাপন। ছবি: এএফপি

ট্রাভিস হেড যে ভারতের মাথাব্যথা—এ আর নতুন কী! গত বছর টেস্ট চ্যাম্পিয়নশিপের পর ওয়ানডে বিশ্বকাপের ফাইনালেও সেঞ্চুরি করে ভারতীয়দের থেকে শিরোপা কেড়ে নিয়েছিলেন অজি ব্যাটার। এবার অ্যাডিলেড টেস্টেও সফরকারীদের হারের সামনে দাঁড় করিয়ে দিয়েছে হেডের সেঞ্চুরি।

ভারত দ্বিতীয় দিন পার করেছে ২৯ রানে পিছিয়ে থেকে। দ্বিতীয় ইনিংসে করেছে ৫ উইকেটে ১২৮ রান। আগামীকাল তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামবেন উইকেটরক্ষক ঋষভ পন্ত (২৮) ও নিতিশ কুমার রেড্ডি (১৫)। তৃতীয় সেশনে ব্যাটিংয়ে নেমে আবারও বিপদে পড়া ভারতের সমান দুটি উইকেট নিয়েছেন প্যাট কামিন্স ও স্কট বোল্যান্ড।

এর আগে টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ৩৩৭ রানের স্কোর এনে দেন হেড। স্বাগতিকেরা আজ দিন শুরু করে ১ উইকেটে ৮৬ রান নিয়ে। সেটি শেষ হয় চা বিরতির খানিক পর। তার আগে চলল হেডের ব্যাটিং প্রদর্শনী। জসপ্রীত বুমরা হোক বা মোহাম্মদ সিরাজ কিংবা রবিচন্দ্রন অশ্বিন—ছাড় দেননি কাউকে।

ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়ে ১৪১ বলে করেছেন ১৪০ রান। ইনিংসে চারের সংখ্যা ১৭, ছয় ৪। স্ট্রাইকরেট—৯৯.২৯! হেড ইনিংসের ৭২ তম ওভারের শেষ বল মিডউইকেট দিয়ে ঠেলে সিঙ্গেল নিতেই গর্জে উঠে অ্যাডিলেডের দর্শকেরা। ঘরের সমর্থকদের সামনে সেঞ্চুরি অজি ব্যাটারের উদ্‌যাপনটাও হলো দেখার মতো। ব্যাটকে শিশুর মতো দুলিয়ে সেঞ্চুরি উৎসর্গ করলেন সদ্যোজাত ছেলেকে। ক্যামেরা তখন স্ট্যান্ডের দিকে ঘুরিয়ে দেখাল হেডে স্ত্রী ও তাঁর কোলে থাকা সন্তান ও মেয়েকে।

সেঞ্চুরির পর হেড। ছবি: এএফপি
সেঞ্চুরির পর হেড। ছবি: এএফপি

সিরাজের বলে হেড বোল্ড হওয়ার পর অস্ট্রেলিয়াও বেশিক্ষণ টিকে থাকতে পারেনি। ভারতের হয়ে ৪ উইকেট নিয়েছেন বুমরা। সমান উইকেট পেয়েছেন সিরাজও।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পোশাক রপ্তানিতে নতুন সুযোগের দরজা খুলছে

রাতারাতি ফেরানো যাবে না হাসিনাকে

বেতন-ভাতা নিয়ে ক্ষোভে জাহাজের মাস্টারকে হত্যা, তথ্য ফাঁসের ভয়ে আরও ৬ খুন: র‍্যাব

জনপ্রশাসন সংস্কার: দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে প্রশাসন ক্যাডারদের সভা

লাঞ্ছিত মুক্তিযোদ্ধার ১০০ কোটি টাকার মানহানির মামলা, শীর্ষ ২ আসামি জামায়াতের বহিষ্কৃত সমর্থক

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত