ক্রীড়া ডেস্ক
এশিয়া কাপ শুরুর আগে দুঃসংবাদ পেল ভারত। আগামীকাল পাকিস্তান–নেপাল ম্যাচ দিয়ে শুরু হওয়া টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে লোকেশ রাহুলকে পাচ্ছে না ভারত।
রাহুলের না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন রাহুল দ্রাবিড়। টুর্নামেন্টকে সামনে রেখে ভারতের শেষ দিনের প্রস্তুতির সময় বেঙ্গালুরুতে এমনটা জানিয়েছেন ভারতীয় কোচ। তিনি বলেছেন, ‘লোকেশ রাহুলের অবস্থার বেশ উন্নতি হচ্ছিল। কিন্তু পাকিস্তান এবং নেপালের বিপক্ষে ভারতের প্রথম দুই ম্যাচে তাকে পাওয়া যাবে না।’
এমনটা হওয়ার অবশ্য সম্ভাবনা আগে থেকেই ছিল। তারপরও চোট কাটিয়ে পুরোদমে সুস্থ না হওয়া রাহুলকে এশিয়া কাপের স্কোয়াডে রাখেন বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগারকার। স্কোয়াড ঘোষণার দিন রাহুলের ফিটনেস নিয়ে কথা উঠছিল। ওই দিন উইকেটরক্ষক ব্যাটারের ফিটনেস নিয়ে স্পষ্ট কিছু জানাননি আগারকার। সেদিন তিনি না জানালেও আজ নিশ্চিত করলেন দ্রাবিড়।
আগামী ৪ সেপ্টেম্বর রাহুলের চোটের মূল্যায়ন করা হবে। ফিট থাকলে তাঁকে দলে রাখবেন কোচ দ্রাবিড়। সেদিনই যদি ভারত সুপার ফোর নিশ্চিত করে তাহলে পরের ম্যাচগুলোয় তাঁকে দেখা যেতে পারে। অন্যথা সুস্থ হলেও এবারের এশিয়া কাপ শেষ হবে তাঁর।
প্রথম দুই ম্যাচ থেকে রাহুল ছিটকে যাওয়ায় একাদশে সুযোগ নিশ্চিত ঈশান কিষানের। এতে করে ব্যাটিং অর্ডার নিয়েও ভাবতে হবে ভারতকে। এত দিন রাহুল মিডল অর্ডারে খেলায় ওপেনিংয়ে শুবমান গিল ও রোহিত শর্মা নামত। কিন্তু তিনি ছিটকে যাওয়ায় রোহিতের সঙ্গে এখন কিষানের উদ্বোধনী ইনিংস শুরুর সম্ভাবনা বেশি। এতে করে গিল তিনে, বিরাট কোহলি চারে নামতে পারেন।
এশিয়া কাপ শুরুর আগে দুঃসংবাদ পেল ভারত। আগামীকাল পাকিস্তান–নেপাল ম্যাচ দিয়ে শুরু হওয়া টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে লোকেশ রাহুলকে পাচ্ছে না ভারত।
রাহুলের না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন রাহুল দ্রাবিড়। টুর্নামেন্টকে সামনে রেখে ভারতের শেষ দিনের প্রস্তুতির সময় বেঙ্গালুরুতে এমনটা জানিয়েছেন ভারতীয় কোচ। তিনি বলেছেন, ‘লোকেশ রাহুলের অবস্থার বেশ উন্নতি হচ্ছিল। কিন্তু পাকিস্তান এবং নেপালের বিপক্ষে ভারতের প্রথম দুই ম্যাচে তাকে পাওয়া যাবে না।’
এমনটা হওয়ার অবশ্য সম্ভাবনা আগে থেকেই ছিল। তারপরও চোট কাটিয়ে পুরোদমে সুস্থ না হওয়া রাহুলকে এশিয়া কাপের স্কোয়াডে রাখেন বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগারকার। স্কোয়াড ঘোষণার দিন রাহুলের ফিটনেস নিয়ে কথা উঠছিল। ওই দিন উইকেটরক্ষক ব্যাটারের ফিটনেস নিয়ে স্পষ্ট কিছু জানাননি আগারকার। সেদিন তিনি না জানালেও আজ নিশ্চিত করলেন দ্রাবিড়।
আগামী ৪ সেপ্টেম্বর রাহুলের চোটের মূল্যায়ন করা হবে। ফিট থাকলে তাঁকে দলে রাখবেন কোচ দ্রাবিড়। সেদিনই যদি ভারত সুপার ফোর নিশ্চিত করে তাহলে পরের ম্যাচগুলোয় তাঁকে দেখা যেতে পারে। অন্যথা সুস্থ হলেও এবারের এশিয়া কাপ শেষ হবে তাঁর।
প্রথম দুই ম্যাচ থেকে রাহুল ছিটকে যাওয়ায় একাদশে সুযোগ নিশ্চিত ঈশান কিষানের। এতে করে ব্যাটিং অর্ডার নিয়েও ভাবতে হবে ভারতকে। এত দিন রাহুল মিডল অর্ডারে খেলায় ওপেনিংয়ে শুবমান গিল ও রোহিত শর্মা নামত। কিন্তু তিনি ছিটকে যাওয়ায় রোহিতের সঙ্গে এখন কিষানের উদ্বোধনী ইনিংস শুরুর সম্ভাবনা বেশি। এতে করে গিল তিনে, বিরাট কোহলি চারে নামতে পারেন।
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
১৩ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
১৩ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
১৫ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
১৬ ঘণ্টা আগে