ক্রীড়া ডেস্ক
এশিয়া কাপ শুরুর আগে দুঃসংবাদ পেল ভারত। আগামীকাল পাকিস্তান–নেপাল ম্যাচ দিয়ে শুরু হওয়া টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে লোকেশ রাহুলকে পাচ্ছে না ভারত।
রাহুলের না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন রাহুল দ্রাবিড়। টুর্নামেন্টকে সামনে রেখে ভারতের শেষ দিনের প্রস্তুতির সময় বেঙ্গালুরুতে এমনটা জানিয়েছেন ভারতীয় কোচ। তিনি বলেছেন, ‘লোকেশ রাহুলের অবস্থার বেশ উন্নতি হচ্ছিল। কিন্তু পাকিস্তান এবং নেপালের বিপক্ষে ভারতের প্রথম দুই ম্যাচে তাকে পাওয়া যাবে না।’
এমনটা হওয়ার অবশ্য সম্ভাবনা আগে থেকেই ছিল। তারপরও চোট কাটিয়ে পুরোদমে সুস্থ না হওয়া রাহুলকে এশিয়া কাপের স্কোয়াডে রাখেন বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগারকার। স্কোয়াড ঘোষণার দিন রাহুলের ফিটনেস নিয়ে কথা উঠছিল। ওই দিন উইকেটরক্ষক ব্যাটারের ফিটনেস নিয়ে স্পষ্ট কিছু জানাননি আগারকার। সেদিন তিনি না জানালেও আজ নিশ্চিত করলেন দ্রাবিড়।
আগামী ৪ সেপ্টেম্বর রাহুলের চোটের মূল্যায়ন করা হবে। ফিট থাকলে তাঁকে দলে রাখবেন কোচ দ্রাবিড়। সেদিনই যদি ভারত সুপার ফোর নিশ্চিত করে তাহলে পরের ম্যাচগুলোয় তাঁকে দেখা যেতে পারে। অন্যথা সুস্থ হলেও এবারের এশিয়া কাপ শেষ হবে তাঁর।
প্রথম দুই ম্যাচ থেকে রাহুল ছিটকে যাওয়ায় একাদশে সুযোগ নিশ্চিত ঈশান কিষানের। এতে করে ব্যাটিং অর্ডার নিয়েও ভাবতে হবে ভারতকে। এত দিন রাহুল মিডল অর্ডারে খেলায় ওপেনিংয়ে শুবমান গিল ও রোহিত শর্মা নামত। কিন্তু তিনি ছিটকে যাওয়ায় রোহিতের সঙ্গে এখন কিষানের উদ্বোধনী ইনিংস শুরুর সম্ভাবনা বেশি। এতে করে গিল তিনে, বিরাট কোহলি চারে নামতে পারেন।
এশিয়া কাপ শুরুর আগে দুঃসংবাদ পেল ভারত। আগামীকাল পাকিস্তান–নেপাল ম্যাচ দিয়ে শুরু হওয়া টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে লোকেশ রাহুলকে পাচ্ছে না ভারত।
রাহুলের না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন রাহুল দ্রাবিড়। টুর্নামেন্টকে সামনে রেখে ভারতের শেষ দিনের প্রস্তুতির সময় বেঙ্গালুরুতে এমনটা জানিয়েছেন ভারতীয় কোচ। তিনি বলেছেন, ‘লোকেশ রাহুলের অবস্থার বেশ উন্নতি হচ্ছিল। কিন্তু পাকিস্তান এবং নেপালের বিপক্ষে ভারতের প্রথম দুই ম্যাচে তাকে পাওয়া যাবে না।’
এমনটা হওয়ার অবশ্য সম্ভাবনা আগে থেকেই ছিল। তারপরও চোট কাটিয়ে পুরোদমে সুস্থ না হওয়া রাহুলকে এশিয়া কাপের স্কোয়াডে রাখেন বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগারকার। স্কোয়াড ঘোষণার দিন রাহুলের ফিটনেস নিয়ে কথা উঠছিল। ওই দিন উইকেটরক্ষক ব্যাটারের ফিটনেস নিয়ে স্পষ্ট কিছু জানাননি আগারকার। সেদিন তিনি না জানালেও আজ নিশ্চিত করলেন দ্রাবিড়।
আগামী ৪ সেপ্টেম্বর রাহুলের চোটের মূল্যায়ন করা হবে। ফিট থাকলে তাঁকে দলে রাখবেন কোচ দ্রাবিড়। সেদিনই যদি ভারত সুপার ফোর নিশ্চিত করে তাহলে পরের ম্যাচগুলোয় তাঁকে দেখা যেতে পারে। অন্যথা সুস্থ হলেও এবারের এশিয়া কাপ শেষ হবে তাঁর।
প্রথম দুই ম্যাচ থেকে রাহুল ছিটকে যাওয়ায় একাদশে সুযোগ নিশ্চিত ঈশান কিষানের। এতে করে ব্যাটিং অর্ডার নিয়েও ভাবতে হবে ভারতকে। এত দিন রাহুল মিডল অর্ডারে খেলায় ওপেনিংয়ে শুবমান গিল ও রোহিত শর্মা নামত। কিন্তু তিনি ছিটকে যাওয়ায় রোহিতের সঙ্গে এখন কিষানের উদ্বোধনী ইনিংস শুরুর সম্ভাবনা বেশি। এতে করে গিল তিনে, বিরাট কোহলি চারে নামতে পারেন।
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
৩ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
৫ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
৬ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
৬ ঘণ্টা আগে