নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ইউরো চলার সময় ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এসে টেবিল থেকে কোকাকোলার বোতল সরিয়ে রেখে আলোচনায় এসেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সঙ্গে পানির বোতল দেখিয়ে পর্তুগিজ তারকা সেদিন বলেছিলেন, ‘কোলা না খেয়ে পানি খান।’ আর তাতেই ৩০ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছিল কোলা সংস্থা।
আজ রোনালদোকে নকল করতেই যেন চাইলেন জেসন রয়। বাংলাদেশের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে এসে রয় টেবিল থেকে নিচে সরিয়ে রাখতে চাইলেন কোকাকোলার বোতল। তবে ইংলিশ ওপেনার যে নিছক মজা করেছেন বোঝা গেছে তাঁর মুখের হাসি দেখে।
বাংলাদেশের বিপক্ষে ৩৮ বলে ৬১ রানের অপরাজিত ইনিংস খেলে সবে প্যাভিলিয়নে ফিরেছেন রয়। সেখান থেকেই সংবাদ সম্মেলন কক্ষে। স্বাভাবিকভাবেই ক্লান্ত দেখাচ্ছিল তাঁকে। সঙ্গে তাই নিয়ে আসেন দুটি পানির বোতল। সংবাদ সম্মেলন কক্ষে এসে প্রথমে সেখান থেকে একটি বোতল নিচে সরিয়ে রাখেন ইংলিশ ওপেনার। পরে মজা করে সামনে থাকা স্পনসর প্রতিষ্ঠান কোকাকোলার একটি বোতল সরাতে চাইলেন। তবে দ্রুতই নিজেকে সংযত করেন রয়। হাসতে হাসতে আগের জায়গাতেই কোলার বোতলটি রাখেন তিনি। রয়ের কাণ্ড দেখে সামনে বসা সাংবাদিকদের মুখেও উপচে পড়ে হাসির ঢেউ।
এরপর অবশ্য সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন রয়। বাঁহাতি স্পিনারের বিপক্ষে একটু অস্বস্তি ছিল রয়ের। তবে আজ সাকিব আল হাসানকে প্রথম বলেই বাউন্ডারি মারেন রয়। সব মিলিয়ে সাকিব ও নাসুমের ১৫ বলে ২১ রান করেন রয়। বাঁহাতি স্পিনারদের বিপক্ষে সফল হওয়ার কারণ জানতে চাইলে রয় জানিয়েছেন দুর্বলতা কাটাতে নেটে লিয়ম ডসনকে নিয়ে পড়ে ছিলেন। রয় বলেছেন, ‘আমি নেটে লিয়াম ডসনের সঙ্গে অনেক কাজ করেছি। সে আমাকে বেশি বোলিং করেছে যা সত্যিই আমার খেলায় সাহায্য করেছে। আমি প্রশিক্ষণে যা করেছি তা মাঠে করার চেষ্টা করেছি।’
ইউরো চলার সময় ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এসে টেবিল থেকে কোকাকোলার বোতল সরিয়ে রেখে আলোচনায় এসেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। সঙ্গে পানির বোতল দেখিয়ে পর্তুগিজ তারকা সেদিন বলেছিলেন, ‘কোলা না খেয়ে পানি খান।’ আর তাতেই ৩০ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছিল কোলা সংস্থা।
আজ রোনালদোকে নকল করতেই যেন চাইলেন জেসন রয়। বাংলাদেশের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে এসে রয় টেবিল থেকে নিচে সরিয়ে রাখতে চাইলেন কোকাকোলার বোতল। তবে ইংলিশ ওপেনার যে নিছক মজা করেছেন বোঝা গেছে তাঁর মুখের হাসি দেখে।
বাংলাদেশের বিপক্ষে ৩৮ বলে ৬১ রানের অপরাজিত ইনিংস খেলে সবে প্যাভিলিয়নে ফিরেছেন রয়। সেখান থেকেই সংবাদ সম্মেলন কক্ষে। স্বাভাবিকভাবেই ক্লান্ত দেখাচ্ছিল তাঁকে। সঙ্গে তাই নিয়ে আসেন দুটি পানির বোতল। সংবাদ সম্মেলন কক্ষে এসে প্রথমে সেখান থেকে একটি বোতল নিচে সরিয়ে রাখেন ইংলিশ ওপেনার। পরে মজা করে সামনে থাকা স্পনসর প্রতিষ্ঠান কোকাকোলার একটি বোতল সরাতে চাইলেন। তবে দ্রুতই নিজেকে সংযত করেন রয়। হাসতে হাসতে আগের জায়গাতেই কোলার বোতলটি রাখেন তিনি। রয়ের কাণ্ড দেখে সামনে বসা সাংবাদিকদের মুখেও উপচে পড়ে হাসির ঢেউ।
এরপর অবশ্য সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন রয়। বাঁহাতি স্পিনারের বিপক্ষে একটু অস্বস্তি ছিল রয়ের। তবে আজ সাকিব আল হাসানকে প্রথম বলেই বাউন্ডারি মারেন রয়। সব মিলিয়ে সাকিব ও নাসুমের ১৫ বলে ২১ রান করেন রয়। বাঁহাতি স্পিনারদের বিপক্ষে সফল হওয়ার কারণ জানতে চাইলে রয় জানিয়েছেন দুর্বলতা কাটাতে নেটে লিয়ম ডসনকে নিয়ে পড়ে ছিলেন। রয় বলেছেন, ‘আমি নেটে লিয়াম ডসনের সঙ্গে অনেক কাজ করেছি। সে আমাকে বেশি বোলিং করেছে যা সত্যিই আমার খেলায় সাহায্য করেছে। আমি প্রশিক্ষণে যা করেছি তা মাঠে করার চেষ্টা করেছি।’
অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে বাংলাদেশ হেরেছে ২০১ রানে। বাংলাদেশের বিশাল পরাজয়ের মাঝে তাসকিন আহমেদ করেছেন নজরকাড়া বোলিং। দুর্দান্ত বোলিংয়ের পর আইসিসি র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন বাংলাদেশের এই পেসার।
২১ মিনিট আগেশারমিন আক্তার সুপ্তার অভিষেক হয়েছিল ২০১১ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে। ১৩ বছর পর প্রতিপক্ষ হিসেবে তাদের আবার পেয়ে প্রত্যাবর্তনটা রাঙালেন এবার। ১ বছরের বেশি সময় পর দলে ফিরে ৮৯ বলে ৯৬ রানে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তিনি। ১৯তম ওভারে ফিরলেন সেঞ্চুরির আক্ষেপ নিয়ে। সুপ্তা সেঞ্চুরি বঞ্চিত হলেও তাঁর...
১ ঘণ্টা আগেঅ্যান্টিগা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ২০১ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ দল। ম্যাচ শেষে ভুল থেকে শিক্ষা নেওয়ার কথা তো বললেনই, মোটাদাগে হারের বড় কারণও জানালেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এই অলরাউন্ডারের জন্য কিছুটা ‘স্পেশাল’ ছিল অ্যান্টিগা টেস্ট।
২ ঘণ্টা আগেদুর্দান্ত জয়ে গ্লোবাল সুপার লিগ শুরু করল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগের হয়ে নিজের অভিষেক ম্যাচে উজ্জ্বল ছিলেন তানজিম হাসান সাকিব। উদ্বোধনী ম্যাচে লাহোর কালান্দার্সকে ৬ উইকেটে উড়িয়ে দিয়েছে গায়ানা অ্যামাজন। বাংলাদেশি পেসার...
৩ ঘণ্টা আগে