অনলাইন ডেস্ক
বিপিএলে পারিশ্রমিক বিতর্ক নিয়ে খবরের শিরোনাম হওয়াটা অভ্যাসে পরিণত করে ফেলেছিল দুর্বার রাজশাহী। দফায় দফায় উঠেছে চেক বাউন্সের অভিযোগ। এমনকি টুর্নামেন্ট শেষেও পুরো পারিশ্রমিক পায়নি দলটির ক্রিকেটাররা। ফ্র্যাঞ্চাইজির মালিক শফিকুর রহমানকে আইনি হেফাজতে পর্যন্ত নেওয়া হয়। তখন ক্রীড়া মন্ত্রাণালয় থেকে জানানো হয়েছিল, ১০ ফেব্রুয়ারির মধ্যে খেলোয়াড়দের সব পাওনা পরিশোধ করবে তারা। কিন্তু এখন পর্যন্ত দেশি ক্রিকেটারদের কেবল ৭৫ শতাংশ পারিশ্রমিকই দিতে পেরেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুর্বার রাজশহী জানায়, ‘তৃতীয় কিস্তিতে আমরা স্থানীয় ক্রিকেটারদের ৭৫ শতাংশ পারিশ্রমিক দিয়েছি। বিসিবির নির্দেশিকা অনুযায়ী, চতুর্থ কিস্তির টাকা ৮ মার্চের মধ্যে সম্পন্ন করা হবে। ধৈর্য ও সহযোগিতার জন্য সকল খেলোয়াড়দের ধন্যবাদ এবং তাদের প্রতি আমাদের প্রতিশ্রুতি পূরণ করতে পেরে আমরা আনন্দিত।’
দলীয় সূত্রে জানা গেছে, বিদেশি ক্রিকেটারদের কেবল ২৫ শতাংশ পারিশ্রমিকই দিয়েছে রাজশাহী। দলটির অপারেশন্স ইনচার্জ জায়েদ আহমেদ জানিয়েছেন, ‘আমরা বিদেশিদের পারিশ্রমিক পরিশোধে কাজ করছি। আপাতত স্থানীয় ক্রিকেটারদের তিন কিস্তিতে ৭৫ শতাংশ পারিশ্রমিক সম্পন্ন হয়েছে। দ্রুত বিদেশি ক্রিকেটারদেরও পারিশ্রমিক পরিশোধ করতে আমরা চেষ্টা করছি।’
বিপিএলে ফ্র্যাঞ্চাইজিটির সম্পৃক্ততার প্রক্রিয়া নিয়ে বিতর্ক শুরু হয়েছিল টুর্নামেন্ট শুরুর আগেই। খেলা মাঠে গড়ানোর পর প্রতিশ্রুত পারিশ্রমিক বুঝিয়ে না দেওয়া, বারবার চেক বাউন্স, হোটেল বিল ঠিকঠাক পরিশোধ না হওয়া—এসব অভিযোগ আসে শফিকুর রহমানের বিরুদ্ধে। এক পর্যায়ে শক্ত অবস্থানে গিয়ে বিদেশি ক্রিকেটাররা ম্যাচই বয়কট করেছেন। বিপিএলে প্রতিটি ম্যাচে বিদেশি ক্রিকেটার খেলানোর বাধ্যবাধকতা থাকলেও পরে বিশেষ বিবেচনায় শুধুই স্থানীয় ক্রিকেটারদের নিয়ে খেলার বিশেষ অনুমতি দেয় বিসিবি।
১২ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে থেকে বিপিএল শেষ করে রাজশাহী। টালমাটাল অবস্থার পরও দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করেন তাসকিন আহমেদ। ২৫ উইকেট নিয়ে আসরের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন ২৯ বছর বয়সী এই পেসার। শুধু তা-ই নয়, তাঁর অধীনে ৪ ম্যাচ খেলে ৩ টিতেই জয় পায় রাজশাহী।
বিপিএলে পারিশ্রমিক বিতর্ক নিয়ে খবরের শিরোনাম হওয়াটা অভ্যাসে পরিণত করে ফেলেছিল দুর্বার রাজশাহী। দফায় দফায় উঠেছে চেক বাউন্সের অভিযোগ। এমনকি টুর্নামেন্ট শেষেও পুরো পারিশ্রমিক পায়নি দলটির ক্রিকেটাররা। ফ্র্যাঞ্চাইজির মালিক শফিকুর রহমানকে আইনি হেফাজতে পর্যন্ত নেওয়া হয়। তখন ক্রীড়া মন্ত্রাণালয় থেকে জানানো হয়েছিল, ১০ ফেব্রুয়ারির মধ্যে খেলোয়াড়দের সব পাওনা পরিশোধ করবে তারা। কিন্তু এখন পর্যন্ত দেশি ক্রিকেটারদের কেবল ৭৫ শতাংশ পারিশ্রমিকই দিতে পেরেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুর্বার রাজশহী জানায়, ‘তৃতীয় কিস্তিতে আমরা স্থানীয় ক্রিকেটারদের ৭৫ শতাংশ পারিশ্রমিক দিয়েছি। বিসিবির নির্দেশিকা অনুযায়ী, চতুর্থ কিস্তির টাকা ৮ মার্চের মধ্যে সম্পন্ন করা হবে। ধৈর্য ও সহযোগিতার জন্য সকল খেলোয়াড়দের ধন্যবাদ এবং তাদের প্রতি আমাদের প্রতিশ্রুতি পূরণ করতে পেরে আমরা আনন্দিত।’
দলীয় সূত্রে জানা গেছে, বিদেশি ক্রিকেটারদের কেবল ২৫ শতাংশ পারিশ্রমিকই দিয়েছে রাজশাহী। দলটির অপারেশন্স ইনচার্জ জায়েদ আহমেদ জানিয়েছেন, ‘আমরা বিদেশিদের পারিশ্রমিক পরিশোধে কাজ করছি। আপাতত স্থানীয় ক্রিকেটারদের তিন কিস্তিতে ৭৫ শতাংশ পারিশ্রমিক সম্পন্ন হয়েছে। দ্রুত বিদেশি ক্রিকেটারদেরও পারিশ্রমিক পরিশোধ করতে আমরা চেষ্টা করছি।’
বিপিএলে ফ্র্যাঞ্চাইজিটির সম্পৃক্ততার প্রক্রিয়া নিয়ে বিতর্ক শুরু হয়েছিল টুর্নামেন্ট শুরুর আগেই। খেলা মাঠে গড়ানোর পর প্রতিশ্রুত পারিশ্রমিক বুঝিয়ে না দেওয়া, বারবার চেক বাউন্স, হোটেল বিল ঠিকঠাক পরিশোধ না হওয়া—এসব অভিযোগ আসে শফিকুর রহমানের বিরুদ্ধে। এক পর্যায়ে শক্ত অবস্থানে গিয়ে বিদেশি ক্রিকেটাররা ম্যাচই বয়কট করেছেন। বিপিএলে প্রতিটি ম্যাচে বিদেশি ক্রিকেটার খেলানোর বাধ্যবাধকতা থাকলেও পরে বিশেষ বিবেচনায় শুধুই স্থানীয় ক্রিকেটারদের নিয়ে খেলার বিশেষ অনুমতি দেয় বিসিবি।
১২ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে থেকে বিপিএল শেষ করে রাজশাহী। টালমাটাল অবস্থার পরও দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করেন তাসকিন আহমেদ। ২৫ উইকেট নিয়ে আসরের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন ২৯ বছর বয়সী এই পেসার। শুধু তা-ই নয়, তাঁর অধীনে ৪ ম্যাচ খেলে ৩ টিতেই জয় পায় রাজশাহী।
১২ নম্বরে ব্যাটিং করার সুযোগ সবসময় আসে না। কারণ, ক্রিকেট তো ১১ জনের খেলা। কিন্তু কনকাশন বদলির নিয়ম চালু হওয়ার পর এখন এক দলের ১২ জন ক্রিকেটারের ব্যাটিংয়ে নামার দৃশ্য অপরিচিত নয়। যদিও সেটা কালেভদ্রে দেখা যায়। আজ হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে তেমনই সুযোগ আসে পাকিস্তানের
৬ ঘণ্টা আগেহ্যামস্ট্রিং চোটের কারণে কাই হাভার্টজের মৌসুম শেষ হয়েছে আগেই। গাব্রিয়েল মার্তিনেল্লিকেও ছিটকে যেতে হয়েছিল এক মাসের জন্য। ১০১ দিন বাইরে থাকার গতকাল ফুলহ্যামের বিপক্ষে মাঠে ফেরেন বুকায়ো সাকা। কিন্তু সেই ম্যাচেই আরও এক ধাক্কা খেল আর্সেনাল। এবার ছিটকে গেলেন রক্ষণের অন্যতম ভরসা গাব্রিয়েল মাগালায়েস। চোটের
৭ ঘণ্টা আগেদারুণ ছন্দে আছেন জ্যাকব ডাফি। পাকিস্তানের ব্যাটারদের রীতিমতো নাচিয়ে ছাড়ছেন নিউজিল্যান্ডের এই পেসার। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন ডাফি।
১০ ঘণ্টা আগেক্রিকেট ইতিহাসে বাংলাদেশ প্রথম মেজর শিরোপা পায় মেয়েদের হাত ধরেই। ২০১৮ সালে সালমা খাতুনের নেতৃত্বে প্রথমবারের মতো নারী এশিয়া কাপ জেতে বাংলাদেশ। সেই শিরোপা জয়ের পর সামাজিক মাধ্যম, গণমাধ্যম—সব জায়গাতেই বাংলাদেশের নারী ক্রিকেটারদের বন্দনা করা হয়। এরপর থেকেই খেই হারিয়ে ফেলেছে দলটি।
১১ ঘণ্টা আগে