ক্রীড়া ডেস্ক
ব্রিসবেনে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টে দেখা গেছে বৃষ্টির রাজত্ব। দফায় দফায় বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি। ভারত এই ম্যাচে বেশির ভাগ সময় চাপে থাকলেও শেষ দিনে এসে অস্ট্রেলিয়ার ওপর ছড়ি ঘুরিয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস সত্যি করে আজও অস্ট্রেলিয়া-ভারত টেস্টের পঞ্চম দিনে হানা দিয়েছে বৃষ্টি। ব্রিসবেনের গ্যাবায় আজ খেলা হয়েছে ২৪.১ ওভার। এই ১৪৫ বলের খেলায় উইকেট পড়েছে ৮টি। মুষলধারে বৃষ্টি যখন থামার নাম নিচ্ছে না, তখন অস্ট্রেলিয়া-ভারতের খেলাোয়াড়েরা ড্রেসিংরুমে একে অপরের সঙ্গে করমর্দন করেন। গ্যাবা টেস্ট ড্র হওয়ায় ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ এখন ১-১ সমতায়।
প্রথম ইনিংসে ৯ উইকেটে ২৫২ রানে আজ শেষ দিনের খেলা শুরু করে ভারত। সফরকারীদের নামের পাশে তখন ৭৪.৫ ওভার। ভারতের শেষ উইকেট পড়তে লেগেছে ২৪ বল। ইনিংসের ৭৯তম ওভারের পঞ্চম বলে আকাশ দীপকে ফিরিয়ে ভারতের ইনিংসের ইতি টেনেছেন ট্রাভিস হেড। প্রথম ইনিংসে ২৬০ রানে অলআউট হয়েছে সফরকারীরা।
১৮৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা অস্ট্রেলিয়া নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। একটা পর্যায়ে ১৭.১ ওভারে ৭ উইকেটে ৮৫ রানে পরিণত হয় অজিরা। তবে ১৮ ওভারে ৭ উইকেটে ৮৯ রান করার পরই ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া।২৭৫ রানের লক্ষ্যে নেমে ২.১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ভারত করে ৮ রান। এরপর বৈরি আবহাওয়া, আলোক স্বল্পতার কারণে আর খেলা চালানো সম্ভব হয়নি।
ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন হেড। দুই ইনিংস মিলে ৯৪.৪১ স্ট্রাইকরেটে করেন ১৬৯ রান। বোলিংয়ে ৩ রানে নিয়েছেন ১ উইকেট। যার মধ্যে প্রথম ইনিংসে ১৬০ বলে করেন ১৫২ রান। টেস্টে এটা তাঁর নবম সেঞ্চুরি।
টস জিতে গ্যাবায় ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাটিংয়ের সুযোগটা দারুণভাবে কাজে লাগায় অস্ট্রেলিয়া। ১১৭.১ ওভারে বলে ৪৪৫ রানে গুটিয়ে যায় অজিরা। হেডের ১৫২ রানই ইনিংস সর্বোচ্চ। ভারতের জসপ্রীত বুমরা ৭৬ রানে নেন ৬ উইকেট। ভারতের প্রথম ইনিংসে সর্বোচ্চ ৮৪ রান করেন লোকেশ রাহুল। দ্বিতীয় সর্বোচ্চ ৭৭ রান আসে রবীন্দ্র জাদেজার ব্যাটে। অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স নিয়েছেন ৪ উইকেট।
অস্ট্রেলিয়া এরপর যখন দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে, সেখানে ইনিংস সর্বোচ্চ ২০ রান করে অপরাজিত থাকেন অ্যালেক্স ক্যারি। অস্ট্রেলিয়ার এই উইকেটরক্ষক ব্যাটার ২০ বলের ইনিংসে দুটি চার মারেন। বুমরা দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৩ উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন আকাশ ও মোহাম্মদ সিরাজ।
ব্রিসবেনে ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টে দেখা গেছে বৃষ্টির রাজত্ব। দফায় দফায় বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি। ভারত এই ম্যাচে বেশির ভাগ সময় চাপে থাকলেও শেষ দিনে এসে অস্ট্রেলিয়ার ওপর ছড়ি ঘুরিয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস সত্যি করে আজও অস্ট্রেলিয়া-ভারত টেস্টের পঞ্চম দিনে হানা দিয়েছে বৃষ্টি। ব্রিসবেনের গ্যাবায় আজ খেলা হয়েছে ২৪.১ ওভার। এই ১৪৫ বলের খেলায় উইকেট পড়েছে ৮টি। মুষলধারে বৃষ্টি যখন থামার নাম নিচ্ছে না, তখন অস্ট্রেলিয়া-ভারতের খেলাোয়াড়েরা ড্রেসিংরুমে একে অপরের সঙ্গে করমর্দন করেন। গ্যাবা টেস্ট ড্র হওয়ায় ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ এখন ১-১ সমতায়।
প্রথম ইনিংসে ৯ উইকেটে ২৫২ রানে আজ শেষ দিনের খেলা শুরু করে ভারত। সফরকারীদের নামের পাশে তখন ৭৪.৫ ওভার। ভারতের শেষ উইকেট পড়তে লেগেছে ২৪ বল। ইনিংসের ৭৯তম ওভারের পঞ্চম বলে আকাশ দীপকে ফিরিয়ে ভারতের ইনিংসের ইতি টেনেছেন ট্রাভিস হেড। প্রথম ইনিংসে ২৬০ রানে অলআউট হয়েছে সফরকারীরা।
১৮৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা অস্ট্রেলিয়া নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। একটা পর্যায়ে ১৭.১ ওভারে ৭ উইকেটে ৮৫ রানে পরিণত হয় অজিরা। তবে ১৮ ওভারে ৭ উইকেটে ৮৯ রান করার পরই ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া।২৭৫ রানের লক্ষ্যে নেমে ২.১ ওভারে কোনো উইকেট না হারিয়ে ভারত করে ৮ রান। এরপর বৈরি আবহাওয়া, আলোক স্বল্পতার কারণে আর খেলা চালানো সম্ভব হয়নি।
ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন হেড। দুই ইনিংস মিলে ৯৪.৪১ স্ট্রাইকরেটে করেন ১৬৯ রান। বোলিংয়ে ৩ রানে নিয়েছেন ১ উইকেট। যার মধ্যে প্রথম ইনিংসে ১৬০ বলে করেন ১৫২ রান। টেস্টে এটা তাঁর নবম সেঞ্চুরি।
টস জিতে গ্যাবায় ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। প্রথমে ব্যাটিংয়ের সুযোগটা দারুণভাবে কাজে লাগায় অস্ট্রেলিয়া। ১১৭.১ ওভারে বলে ৪৪৫ রানে গুটিয়ে যায় অজিরা। হেডের ১৫২ রানই ইনিংস সর্বোচ্চ। ভারতের জসপ্রীত বুমরা ৭৬ রানে নেন ৬ উইকেট। ভারতের প্রথম ইনিংসে সর্বোচ্চ ৮৪ রান করেন লোকেশ রাহুল। দ্বিতীয় সর্বোচ্চ ৭৭ রান আসে রবীন্দ্র জাদেজার ব্যাটে। অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স নিয়েছেন ৪ উইকেট।
অস্ট্রেলিয়া এরপর যখন দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে, সেখানে ইনিংস সর্বোচ্চ ২০ রান করে অপরাজিত থাকেন অ্যালেক্স ক্যারি। অস্ট্রেলিয়ার এই উইকেটরক্ষক ব্যাটার ২০ বলের ইনিংসে দুটি চার মারেন। বুমরা দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৩ উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন আকাশ ও মোহাম্মদ সিরাজ।
অফফর্মের বৃত্ত থেকে লিটন দাস বেরিয়ে আসতে পারছেন না কিছুতেই। তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি-ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজে সীমিত ওভারের ক্রিকেটে পাঁচ ম্যাচের কোনোটিতেই দুই অঙ্ক ছুঁতে পারেননি লিটন।
১ ঘণ্টা আগেবাংলাদেশের বিপক্ষে সময়টা মোটেই ভালো যাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজের। টি-টোয়েন্টি সিরিজের দুই ম্যাচের দুটিতেই হেরেছে উইন্ডিজ। তাতে এক বিব্রতকর রেকর্ডে নাম উঠেছে ক্যারিবীয়দের।
১ ঘণ্টা আগেশামীম হোসেন পাটোয়ারী দেখাচ্ছেন, এভাবেও ফিরে আসা যায়। আন্তর্জাতিক ক্রিকেটে এক বছর পর ফিরে সুযোগটা দারুণভাবে কাজে লাগাচ্ছেন তিনি। তাঁর বিস্ফোরক ব্যাটিংয়েই বাংলাদেশ আজ গড়েছে ইতিহাস। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের মাঠে তিন সংস্করণেই জয় পেয়েছে বাংলাদেশ।
৩ ঘণ্টা আগেব্রিসবেনের গ্যাবায় ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা করমর্দনে ব্যস্ত। বৃষ্টিবিঘ্নিত অস্ট্রেলিয়া-ভারত তৃতীয় টেস্ট ড্র হওয়ার কিছুক্ষণ পরই সবাইকে চমকে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন অশ্বিন।
৪ ঘণ্টা আগে