পাকিস্তানের মতো ‘হাস্যকর ভুল’ দেখে খেপলেন ওয়ার্নার

ক্রীড়া ডেস্ক    
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ১৩: ১৮
হাস্যকর ভুল দেখে খেপলেন ডেভিড ওয়ার্নার। ছবি: এএফপি

ম্যাচের মোড় যেকোনো মুহূর্তে বদলে দেওয়ায় পাকিস্তানের জুড়ি মেলা ভার। ‘আনপ্রেডিক্টেবল’ তকমা তাই তাদের নামের সঙ্গে লেগে গেছে স্থায়ীভাবে। এসব ছাপিয়ে দলটি মাঝেমধ্যে এমন সব কাজ করে মাঠে, যা নিয়ে সামাজিকমাধ্যমে অনেক বিদ্রুপ হয়। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে এবার দেখা গেল পাকিস্তান ক্রিকেটের মতো হাস্যকর এক ভুল।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) গতকাল সিডনি ডার্বির ম্যাচে ঘটেছে অদ্ভুতুড়ে এক ক্যাচ মিসের ঘটনা। সিডনি থান্ডারের দেওয়া ১৬৪ রানের লক্ষ্যে নেমে সিডনি সিক্সার্স ১৪ ওভারে ৩ উইকেটে ১০১ রান করে ফেলে। সিক্সার্সের ইনিংসের ১৫ তম ওভারে ঘটে সেই ঘটনা। ওভারের প্রথম বলে তানভীর সাংঘাকে পুল করতে যান মইসেস হেনরিকস। আকাশে ভেসে থাকা বল ধরতে এগিয়ে যান সাংঘা ও থান্ডারের উইকেটরক্ষক স্যাম বিলিংস। কে ধরবেন, এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব থাকায় সাংঘা, বিলিংস কেউই বলের দিকে হাত বাড়াননি। এমন সুযোগ হাতছাড়া হওয়ায় খেপেছেন থান্ডার অধিনায়ক ডেভিড ওয়ার্নার। ক্যাচটা ধরা উচিত ছিল বলে সতীর্থদের দিকে ওয়ার্নার ইঙ্গিত করেন।

সামাজিক মাধ্যমে যখন সাংঘা-বিলিংসের হাস্যকর ভুলের ভিডিও ভাইরাল, তখন ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম এটাকে পাকিস্তানের ভুলের সঙ্গে তুলনা করেছে। পাকিস্তানের সেই আলোচিত ভুলটি হয়েছিল ২০০৮ সালে। আবুধাবিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ২৭৪ রানের লক্ষ্যে ব্যাটিং করছিল ওয়েস্ট ইন্ডিজ। ষষ্ঠ ওভারের তৃতীয় বলে উমর গুলকে তুলে মারতে গিয়েছিলেন গেইল। আকাশে ভেসে থাকা বল মিড অফে সহজেই ধরা যেত। কিন্তু সাঈদ আজমল, শোয়েব মালিক কেউই তখন ক্যাচ ধরার চেষ্টা করেননি। দুজনের মাঝেই বলটা পড়ে গিয়েছিল।

সাংঘা-বিলিংসের ভুলের মাশুল গতকাল দিতে হয়েছে সিডনি থান্ডারকে। ১৬৪ রানের লক্ষ্যে নেমে সিডনি সিক্সার্স ৫ উইকেটের রুদ্ধশ্বাস জয় পায় শেষ বলের রোমাঞ্চে। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন বেন ডোয়ারশুইস। সাত নম্বরে নেমে ৮ বলে ২০ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। মেরেছেন ২ ছক্কা। পাশাপাশি ৪ ওভার বোলিংয়ে ২৬ রানে নেন ২ উইকেট। ২ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে সিক্সার্স। থান্ডার ২ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে অবস্থান করছে। তারাও খেলেছে ২ ম্যাচ। টুর্নামেন্টে খেলছে ৮ দল।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত