Ajker Patrika

ওয়ার্নারের টুর্নামেন্ট সেরা হওয়ার কারণ জানালেন ওয়াসিম আকরাম

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৮: ৪৪
ওয়ার্নারের টুর্নামেন্ট সেরা হওয়ার কারণ জানালেন ওয়াসিম আকরাম

টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ করে এরই মধ্যে বাংলাদেশ সফরে চলে এসেছে পাকিস্তান দল। তবুও বিশ্বকাপের আলোচনা এখনই শেষ হচ্ছে না! বিশেষ করে বাবর আজমকে টুর্নামেন্ট সেরার পুরস্কার না দেওয়া নিয়ে আলোচনা-সমালোচনা ডালপালা মেলছেই। এবার সেই দলে যোগ দিলেন ওয়াসিম আকরাম। তাঁর মতে, বেশি রান করলেই টুর্নামেন্ট সেরার পুরস্কার পাওয়া যায় না। 

৩০৩ রান করে এবারের বিশ্বকাপের সর্বোচ্চ রানসংগ্রাহক বাবর। দ্বিতীয় সর্বোচ্চ ২৮৯ রান করে টুর্নামেন্ট সেরার পুরস্কার নিজের করে নিয়েছেন ডেভিড ওয়ার্নার। বাবরের দল সেমিফাইনাল থেকে বিদায় নিলেও দলকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ওয়ার্নার। তবু রান-গড় সবকিছুতে ওয়ার্নারের চেয়ে এগিয়ে থাকায় বাবরকে টুর্নামেন্ট সেরা হিসেবে দেখছিলেন অনেকে। 

এ ক্ষেত্রে সাবেক পাকিস্তান কিংবদন্তি আকরামের ভাষ্য, ‘বেশি রান করলেই এই পুরস্কার পাওয়া যায়, এমন নয়। একজনের পারফরম্যান্সের প্রভাব কতটা, সেটাও দেখা হয়। সেই পারফরম্যান্স দলের জয়ে কতটা ভূমিকা নিয়েছে, সেটা একটা ব্যাপার। ওয়ার্নার একার হাতে অস্ট্রেলিয়াকে অনেক ম্যাচে জিতিয়েছেন। তার ওপর ভর করে বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া।’ 

তবে আকরামের এক সময়ের সতীর্থ শোয়েব আখতার বাবরকে টুর্নামেন্ট সেরার পুরস্কার না দেওয়ায় আইসিসির কড়া সমালোচনা করেছিলেন। সাবেক এই পাকিস্তান গতিতারকার মতে, ‘ওয়ার্নার নন, বাবরেরই বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া উচিত ছিল।’ 

এই পুরস্কারটির বিচারক হিসেবে ছিলেন তিন ধারাভাষ্যকার ইয়ান বিশপ, শেন ওয়াটসন ও নাতালি জার্মানস। তাঁদের সঙ্গে ছিলেন দুই সাংবাদিক উইজডনের সম্পাদক লরেন্স বুথ ও শাহিদ হাশমি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত