মাহমুদউল্লাহর কাজ প্রশংসা পায় না মনে করেন তামিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১১ জুলাই ২০২২, ১২: ২৮

ব্যাটিংয়ে মাহমুদউল্লাহ রিয়াদের ছন্দহীনতা নিয়ে আলোচনা হচ্ছে অনেক দিন। ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি সিরিজে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে না পারায় সমালোচনার মুখে পড়েন মাহমুদউল্লাহ। তবে গতরাতে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ৪১ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। 

ওয়েস্ট ইন্ডিজের ১৫০ রানের লক্ষ্য তাড়ায় দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন মাহমুদউল্লাহ। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তাঁর ইনিংসের প্রশংসা ঝরেছে তামিম ইকবালের কণ্ঠে। বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক বলেন, '৩,৪, ৫ নম্বর ব্যাটসম্যান ছিল না...রাব্বী সহ। এই তিনজন খেলোয়াড় খুবই গুরুত্বপূর্ণ। রিয়াদ ভাইয়ের ২৫-৩০ রানও অনেক সময় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এক-দুটি ব্যর্থতার পর আমরা যখন পেছন ফিরে তাকাই তখন শুধু ২৫ রান, ২৮ রান দেখি। কিন্তু ওই ২৫,২৮ রানের গুরুত্ব অনেক বেশি থাকে।' 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে ভালো করতে পারেননি মাহমুদউল্লাহ। তবে প্রোটিয়া সিরিজের তাঁর ভালো করার সুযোগ কম ছিল বলে মনে করেন তামিম, 'দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি ওয়ানডের কথা যদি বলা হয়, ওখানে সুযোগই ছিল না বড় ইনিংস খেলার (মাহমুদউল্লাহর)। আমি মনে করি, ওনার বিষয়টা একটু অন্যভাবে দেখা উচিত। কারণ ওনার কাজটা কখনোই প্রশংসা পায় না।' 

প্রথম ওয়ানডেতে মাহমুদউল্লাহ ম্যাচ শেষ করে আসায় খুশি তামিম, 'এক-দুই ম্যাচে খারাপ করলে ওই জিনিসগুলোই আমরা তুলে ধরি। এই দিক থেকে আমরা সবাই যদি একটু শিখি তাহলে ওনার ওপর চাপটা কমে যাবে। আমি খুশি যে তিনি খেলা শেষ করে এসেছেন।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত