ব্রড-আন্ডারসনদের সঙ্গে যে তালিকায় আছেন সাকিব

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৫ জুন ২০২২, ১৩: ১৩
Thumbnail image

সাকিব আল হাসান মানেই যেন আস্ত এক রেকর্ডবুক! ব্যাটিং-বোলিংয়ে অসংখ্য কীর্তি গড়া সাকিব আরও আগেই নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। এসব রেকর্ড গড়ার মধ্যেই আরেকটি কীর্তি হয়ে গেছে সাকিবের। বর্তমান সময়ে খেলা ক্রিকেটারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেট (তিন সংস্করণ মিলিয়ে) শিকারিদের তালিকায় আছে সাকিবের নাম।

তিন সংস্করণ মিলিয়ে বর্তমান সময়ে খেলা ক্রিকেটারদের মধ্যে উইকেট শিকারির তালিকায় ৫ নম্বরে আছেন সাকিব। ৩৭৮ ম্যাচে বাংলাদেশ অলরাউন্ডারের শিকার ৬২৮ উইকেট। এ তালিকায় সবার ওপরে আছেন জিমি অ্যান্ডারসন। ইংলিশ পেসার ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসেও ব্যাটারদের পরীক্ষা নিয়ে যাচ্ছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ২ ম্যাচে ১১টি উইকেটও নিয়েছেন অ্যান্ডারসন। সব মিলিয়ে ৩৮৩ ম্যাচে এই ইংলিশ পেসারের শিকার ৯৩৩ উইকেট।

তালিকার দুয়ে আছেন আন্ডারসনের সতীর্থ স্টুয়ার্ট ব্রড। এই ইংলিশ পেসার ৩৩০ ম্যাচে উইকেট নিয়েছেন ৭৮৪টি। তিনে আছেন ভারতীয় অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। ২৫০ আন্তর্জাতিক ম্যাচে অশ্বিন নিয়েছেন ৬৫৪ উইকেট। অশ্বিনের পর চতুর্থ স্থানে আছেন টিম সাউদি। ৩১৯ ম্যাচে এই কিউই পেসারের শিকার ৬৪৩ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত