ক্রীড়া ডেস্ক
প্রথম টেস্টের মতো অস্ট্রেলিয়ার কাছে দ্বিতীয় টেস্টেও পাত্তা পেল না দক্ষিণ আফ্রিকা। গ্যাবায় ৬ উইকেটে হারলেও এবার আরও বড় ব্যবধানে হেরেছে সফরকারীরা। এক ইনিংস ও ১৮২ রানে হেরেছে তারা। এ জয়ে তিন টেস্টের সিরিজে এক টেস্ট হাতে রেখেই ২-০ সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া।
মেলবোর্ন টেস্টে দক্ষিণ আফ্রিকা বড় ব্যবধানে হারতে যাচ্ছে সেই আভাস পাওয়া গিয়েছিল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ঘোষণার সময়ই। চতুর্থ দিনে এসে তার প্রমাণ পাওয়া গেল।
টস হেরে ব্যাটিং করতে নেমে প্রথম দিনেই দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ১৮৯ রানে গুটিয়ে যায়। অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ঘোষণা করে ৮ উইকেটে ৫৭৫ রানে।
শততম টেস্ট খেলতে নেমে রেকর্ড গড়ছেন ডেভিড ওয়ার্নার। টেস্টটিকে স্মরণীয় করেছেন ডাবল সেঞ্চুরি করে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে জো রুটের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি করেছেন তিনি। আর শততম টেস্টে সেঞ্চুরি করা দশম খেলোয়াড় তিনি। ২৫৫ বলে কাটায় কাটায় ২০০ রান করে এনরিখ নরকিয়ার বলে বোল্ড হয়েছেন তিনি। এমন অসাধারণ ইনিংসের জন্য ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন বাঁ হাতি ব্যাটার। এ ছাড়া আরও চার অস্ট্রেলিয়া ব্যাটার পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন। এর মধ্যে উইকেটরক্ষক আলেক্স ক্যারি ১১১ রানের ইনিংস খেলেছেন।
৩৮৬ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে তৃতীয় দিন শেষে ১ উইকেটে ১৫ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। আজ ব্যাটিংয়ে নেমেই প্রথম সেশনে ৩ উইকেট হারিয়ে বসে তারা। সারেল এরউইয়িকে আউট করে শুরুটা করেন মিচেল স্টার্ক। পরে দ্রুত আরও দুই উইকেট হারিয়ে বসে সফরকারীরা।
পঞ্চম উইকেটে কাইল ভেরেইনকে নিয়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন টেম্বা বাভুমা। ভেরেইনকে এলবিডব্লিউ করে তাঁদের ৬৩ রানের জুটি ভাঙেন স্কট বোলান্ড। এরপর নিয়মিত উইকেট হারাতে থাকে সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে ২০৪ রানে অলআউট হয় প্রোটিয়ারা। এতে ইনিংস ও ১৮২ রানে পরাজিত হয় দক্ষিণ আফ্রিকা। এ ইনিংসে দলের হয়ে সর্বোচ্চ ৬৫ রান করেছেন বাভুমা।
সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৪ জানুয়ারি। টেস্টটি হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে।
প্রথম টেস্টের মতো অস্ট্রেলিয়ার কাছে দ্বিতীয় টেস্টেও পাত্তা পেল না দক্ষিণ আফ্রিকা। গ্যাবায় ৬ উইকেটে হারলেও এবার আরও বড় ব্যবধানে হেরেছে সফরকারীরা। এক ইনিংস ও ১৮২ রানে হেরেছে তারা। এ জয়ে তিন টেস্টের সিরিজে এক টেস্ট হাতে রেখেই ২-০ সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া।
মেলবোর্ন টেস্টে দক্ষিণ আফ্রিকা বড় ব্যবধানে হারতে যাচ্ছে সেই আভাস পাওয়া গিয়েছিল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ঘোষণার সময়ই। চতুর্থ দিনে এসে তার প্রমাণ পাওয়া গেল।
টস হেরে ব্যাটিং করতে নেমে প্রথম দিনেই দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ১৮৯ রানে গুটিয়ে যায়। অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ঘোষণা করে ৮ উইকেটে ৫৭৫ রানে।
শততম টেস্ট খেলতে নেমে রেকর্ড গড়ছেন ডেভিড ওয়ার্নার। টেস্টটিকে স্মরণীয় করেছেন ডাবল সেঞ্চুরি করে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে জো রুটের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি করেছেন তিনি। আর শততম টেস্টে সেঞ্চুরি করা দশম খেলোয়াড় তিনি। ২৫৫ বলে কাটায় কাটায় ২০০ রান করে এনরিখ নরকিয়ার বলে বোল্ড হয়েছেন তিনি। এমন অসাধারণ ইনিংসের জন্য ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন বাঁ হাতি ব্যাটার। এ ছাড়া আরও চার অস্ট্রেলিয়া ব্যাটার পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেছেন। এর মধ্যে উইকেটরক্ষক আলেক্স ক্যারি ১১১ রানের ইনিংস খেলেছেন।
৩৮৬ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে তৃতীয় দিন শেষে ১ উইকেটে ১৫ রান করেছিল দক্ষিণ আফ্রিকা। আজ ব্যাটিংয়ে নেমেই প্রথম সেশনে ৩ উইকেট হারিয়ে বসে তারা। সারেল এরউইয়িকে আউট করে শুরুটা করেন মিচেল স্টার্ক। পরে দ্রুত আরও দুই উইকেট হারিয়ে বসে সফরকারীরা।
পঞ্চম উইকেটে কাইল ভেরেইনকে নিয়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন টেম্বা বাভুমা। ভেরেইনকে এলবিডব্লিউ করে তাঁদের ৬৩ রানের জুটি ভাঙেন স্কট বোলান্ড। এরপর নিয়মিত উইকেট হারাতে থাকে সফরকারীরা। দ্বিতীয় ইনিংসে ২০৪ রানে অলআউট হয় প্রোটিয়ারা। এতে ইনিংস ও ১৮২ রানে পরাজিত হয় দক্ষিণ আফ্রিকা। এ ইনিংসে দলের হয়ে সর্বোচ্চ ৬৫ রান করেছেন বাভুমা।
সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৪ জানুয়ারি। টেস্টটি হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে।
ইউরোপীয় ফুটবলে বর্ণবাদী আক্রমণ তো নতুন কিছু নয়। চোখ কান খোলা রাখলেই এসব ঘটনা জানা যায়। লা লিগায় গত রাতে বার্সেলোনার ফুটবলার বর্ণবাদী আক্রমণের শিকার হয়েছেন। কলিসিয়াম স্টেডিয়ামে গত রাতে লা লিগায় ম্যাচে মুখোমুখি হয়েছে হেতাফে ও বার্সেলোনা। হেতাফে-বার্সা ম্যাচে দ্বিতীয়ার্ধে খেলা....
৯ মিনিট আগেসাদা বলের ক্রিকেটে জাতীয় দলের লোয়ার অর্ডারের অন্যতম নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন জাকের আলী অনিক। গত বিপিএলে মিডল ও লোয়ার অর্ডারে ইমপ্যাক্টফুল ব্যাটিং তাঁকে জাতীয় দলে জায়গা করে দেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই। ওয়েস্ট ইন্ডিজে দারুণ একটা সফরের পর চলতি বিপিএলেও চেষ্টা করছেন....
১ ঘণ্টা আগেঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
১৪ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
১৪ ঘণ্টা আগে