ক্রীড়া ডেস্ক
কমনওয়েলথ গেমসের বাছাই পর্বে টানা তিন জয়ে অঘোষিত ফাইনালে উঠেছিল বাংলাদেশ। মূলপর্বে খেলতে হলে এই ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে জিততেই হতো নিগার সুলতানাদের। কিন্তু শ্রীলঙ্কার কাছে ২২ রানে হেরে স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের মেয়েদের। এই হারে কমনওয়েলথের মূলপর্বে খেলা হচ্ছে না বাংলাদেশের।
কুয়ালালামপুরের কিনরারা একডেমি ওভালে শ্রীলঙ্কার দেওয়া ১৩৭ রানের লক্ষ্য টপকাতে পারেনি বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১৮ রানে ফিরে যান শামিমা সুলতানা। দ্বিতীয় উইকেটে মুরশিদা খাতুন ও ফারজানা হক ৫০ রানের জুটি গড়ে বাংলাদেশকে জয়ের পথেই রেখেছিলেন। কিন্তু ৬৮ রানে মুরশিদা ফেরার পর মূলপর্বে খেলার স্বপ্ন ফিকে হতে শুরু হয়। বল আর প্রয়োজনীয় রানের ব্যবধান বাড়তে থাকে। ধীরে ধীরে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৪ রানে থামেন শামিমা-নিগাররা।
এর আগে টস জিতে আগে ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ১৩৬ রানের সংগ্রহ পায় শ্রীলঙ্কা। বাংলাদেশের বোলারদের মধ্যে নাহিদা আক্তার দুটি উইকেট নিলেও ছিলেন বেশ খরুচে। ৪ ওভার বোলিং করে দিয়েছেন ৩৪ রান। আর রোমানা আহমেদ ৪ ওভারে ৩৩ রান দিয়ে নেন ১ উইকেট।
কমনওয়েলথ গেমসের বাছাই পর্বে টানা তিন জয়ে অঘোষিত ফাইনালে উঠেছিল বাংলাদেশ। মূলপর্বে খেলতে হলে এই ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে জিততেই হতো নিগার সুলতানাদের। কিন্তু শ্রীলঙ্কার কাছে ২২ রানে হেরে স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের মেয়েদের। এই হারে কমনওয়েলথের মূলপর্বে খেলা হচ্ছে না বাংলাদেশের।
কুয়ালালামপুরের কিনরারা একডেমি ওভালে শ্রীলঙ্কার দেওয়া ১৩৭ রানের লক্ষ্য টপকাতে পারেনি বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১৮ রানে ফিরে যান শামিমা সুলতানা। দ্বিতীয় উইকেটে মুরশিদা খাতুন ও ফারজানা হক ৫০ রানের জুটি গড়ে বাংলাদেশকে জয়ের পথেই রেখেছিলেন। কিন্তু ৬৮ রানে মুরশিদা ফেরার পর মূলপর্বে খেলার স্বপ্ন ফিকে হতে শুরু হয়। বল আর প্রয়োজনীয় রানের ব্যবধান বাড়তে থাকে। ধীরে ধীরে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৪ রানে থামেন শামিমা-নিগাররা।
এর আগে টস জিতে আগে ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ১৩৬ রানের সংগ্রহ পায় শ্রীলঙ্কা। বাংলাদেশের বোলারদের মধ্যে নাহিদা আক্তার দুটি উইকেট নিলেও ছিলেন বেশ খরুচে। ৪ ওভার বোলিং করে দিয়েছেন ৩৪ রান। আর রোমানা আহমেদ ৪ ওভারে ৩৩ রান দিয়ে নেন ১ উইকেট।
মুশফিকুর রহিমের আকস্মিক ওয়ানডে অবসরে ধাক্কা খেয়েছেন তাঁর সতীর্থরা। মুশফিকের অবসর ঘোষণার পরই ফেসবুকে পোস্ট দিয়েছেন তাসকিন আহমেদ। বিশেষ ভিডিও বার্তা দিয়েছেন তামিম ইকবাল।
৩ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফিতে ভালো খেলতে না পারায় চারদিকে যেভাবে অবসর-অবসর রব উঠেছিল, মানসিকভাবে বেশি বিপর্যস্ত হয়ে পড়েছিলেন মুশফিকুর রহিম। মুশফিক নিজেও ফেসবুকে অবসর ঘোষণার পোস্টে লিখেছেন, গত কয়েক সপ্তাহ তাঁর জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। তাঁর মনে হয়েছে ওয়ানডে ক্রিকেটে যাত্রা এখানেই শেষ।
৩ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলে ওয়ানডে থেকে বিদায় নিয়েছেন ৩৫ বছর বয়সী স্টিভ স্মিথ। অস্ট্রেলীয় এই ব্যাটারের বিদায়ের পর দেশের ক্রিকেট মহলের চর্চায় চলে আসে আগেই মধ্য ত্রিশ পেরিয়ে যাওয়া দুই ভায়রা মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। সাঁইত্রিশ ও উনচল্লিশ বছর বয়সেও খেলে যাচ্ছেন তাঁরা! এই আলোচনার...
৪ ঘণ্টা আগেদুবাইয়ে গত রাতে প্রথম সেমিফাইনাল জিতে ভারত আগেই উঠে গেছে ফাইনালে। একই সঙ্গে শিরোপা নির্ধারণী ম্যাচের ভেন্যুও ঠিক হয়ে গেছে। ভারতের প্রতিপক্ষ কে হয়, সেটাই জানার বাকি ছিল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ দক্ষিণ আফ্রিকাকে ৫০ রানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে নিউজিল্যান্ড...
৫ ঘণ্টা আগে