Ajker Patrika

কমনওয়েলথে খেলা হচ্ছে না বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ১১: ৩০
কমনওয়েলথে খেলা হচ্ছে না বাংলাদেশের

কমনওয়েলথ গেমসের বাছাই পর্বে টানা তিন জয়ে অঘোষিত ফাইনালে উঠেছিল বাংলাদেশ। মূলপর্বে খেলতে হলে এই ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে জিততেই হতো নিগার সুলতানাদের। কিন্তু শ্রীলঙ্কার কাছে ২২ রানে হেরে স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের মেয়েদের। এই হারে কমনওয়েলথের মূলপর্বে খেলা হচ্ছে না বাংলাদেশের। 

কুয়ালালামপুরের কিনরারা একডেমি ওভালে শ্রীলঙ্কার দেওয়া ১৩৭ রানের লক্ষ্য টপকাতে পারেনি বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১৮ রানে ফিরে যান শামিমা সুলতানা। দ্বিতীয় উইকেটে মুরশিদা খাতুন ও ফারজানা হক ৫০ রানের জুটি গড়ে বাংলাদেশকে জয়ের পথেই রেখেছিলেন। কিন্তু ৬৮ রানে মুরশিদা ফেরার পর মূলপর্বে খেলার স্বপ্ন ফিকে হতে শুরু হয়। বল আর প্রয়োজনীয় রানের ব্যবধান বাড়তে থাকে। ধীরে ধীরে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৪ রানে থামেন শামিমা-নিগাররা। 

এর আগে টস জিতে আগে ব্যাটিং করে ৬ উইকেট হারিয়ে ১৩৬ রানের সংগ্রহ পায় শ্রীলঙ্কা। বাংলাদেশের বোলারদের মধ্যে নাহিদা আক্তার দুটি উইকেট নিলেও ছিলেন বেশ খরুচে। ৪ ওভার বোলিং করে দিয়েছেন ৩৪ রান। আর রোমানা আহমেদ ৪ ওভারে ৩৩ রান দিয়ে নেন ১ উইকেট। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত