লারার পর সাঙ্গাকারাকেও ছাড়িয়ে গেলেন রুট

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৩: ৪৫
Thumbnail image

কেনিংটন ওভালে জমে উঠেছে ইংল্যান্ড ও শ্রীলঙ্কার শেষ টেস্ট। প্রথম ইনিংসে ৩২৫ রান করেছিল ইংলিশরা। সুবিধা করতে পারেনি লঙ্কানরাও, ২৬৩ রানে গুটিয়ে গেছে তারা প্রথম ইনিংসে। 

৬২ রানে এগিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ইনিংসে লঙ্কান পেসারদের তোপেরমুখে এলোমেলো ইংল্যান্ড। ৭০ রানেই ৬ উইকেট হারিয়েছে তারা। এ প্রতিবেদন পর্যন্ত তৃতীয় দিন দ্বিতীয় সেশনের খেলা চলছে, স্বাগতিকদের সংগ্রহ ৬ উইকেটে ৮০ রান। তাদের লিড হলো ১৪৩ রান। 

দলের বিপর্যয়ের দিনে অভিজ্ঞ ব্যাটার জো রুটের অবশ্য দারুণ এক ব্যক্তিগত অর্জন হয়েছে। টেস্টে সেরা রান সংগ্রাহকদের তালিকায় ব্রায়ান লারার পর এবার পেছনে ফেলেছেন কুমারা সাঙ্গাকারাকে। আগের টেস্টে জোড়া সেঞ্চুরি করা রুট চলতি টেস্টে ব্যাট হাতে সেভাবে মেলে ধরতে পারেননি। প্রথম ইনিংসে ১৩ রান এবং দ্বিতীয় ইনিংসে ফিরেছেন ১২ রানে। 

টেস্ট ক্রিকেটে লঙ্কান কিংবদন্তি সাঙ্গাকারার ২৩৩ ইনিংসে ১২ হাজার ৪০০ রান। তাঁর থেকে ১০ রান পেছনে থেকে আজ দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করেন রুট। ইনিংসে অবশ্য বড় করতে ব্যর্থ হয়েছেন, ১২ রানে এলবিডব্লিউর ফাঁদে পড়েন বিশ্ব ফার্নান্দোর বলে। ড্রেসিংরুমে ফেরার আগে ঠিকই পেরিয়ে গেছেন সাঙ্গাকারাকে। টেস্টে ৩৩ বছর বয়সী রুটের নামের পাশে এখন ১২ হাজার ৪০২ রান। 

টেস্টে রান সংগ্রাহকদের তালিকায় রুটের ওপরে আছেন অ্যালিস্টার কুক (১২৪৭২ রান), রাহুল দ্রাবিড় (১৩২৮৮ রান), জ্যাক ক্যালিস (১৩২৮৯ রান), রিকি পন্টিং (১৩৩৭৮ রান) ও শচীন টেন্ডুলকার (১৫৯২১ রান)। রুটে সুযোগ রয়েছে নিজের অর্জন আরও ওপরের দিকে নিয়ে যাওয়ার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত