Ajker Patrika

জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ জমিয়ে তুলল আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক    
জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ জমিয়ে তুলল আফগানিস্তান। ছবি: এসিবি
জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ জমিয়ে তুলল আফগানিস্তান। ছবি: এসিবি

হারারেতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৫০ রানে হারিয়েছে আফগানিস্তান। দুর্দান্ত জয়ে সিরিজ জমিয়ে তুলল সফরকারীরা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতায় দুই দল। কাল একই মাঠে সিরিজ নির্ধারণী অলিখিত ফাইনালে মাঠে নামবেন সিকান্দার রাজা-রশিদ খানরা।

আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারের স্পোর্টস ক্লাবে টস জিতে আগে ব্যাটিং করে দারউইশ রাসুলির ফিফটিতে ৬ উইকেটে ১৫৩ রান তোলে আফগানিস্তান। ১৫৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে রশিদ খান-মুজিব উর রহমানের ঘূর্ণি জাদু এবং নাভিন উল হকের তোপেরমুখে ১৭.৪ ওভারে ১০৩ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।

মাঝারি মানের লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। ৮ ব্যাটার পোঁছাতে ব্যর্থ হয়েছেন দুই অঙ্কের ঘরে। ওপেনার ব্রায়ান বেনেট ২৬ বলে ২৭, রাজা সর্বোচ্চ ৩০ বলে ৩৫ ও তাসিঙ্গা মুসেকিওয়া ১৩ রান করেছেন। দলের প্রয়োজনমতো ব্যাটিং করতে পারেননি কেউ। আফগান পেসার নাভিন ১৯ রান দিয়ে ৩টি, রশিদ ২০ রানে ৩টি ও মুজিব ৩০ রান দিয়ে নিয়েছেন ২টি উইকেট।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের সিরিজ জয়ের সুযোগ, আফগানিস্তান নেমেছিল সিরিজ বাঁচানোর ম্যাচে। টস জিতে আগে ব্যাটিং করে রাসুলির ৪২ বলে ৫৮, আজমতউল্লাহর ২৮, গুলবাদিন নায়েবের ২৬ ও সেদিকউল্লাহ আতালের ১৮ রানের কল্যাণে ৬ উইকেটে ১৫৩ রান স্কোরে জমা করে আফগানিস্তান। জিম্বাবুয়ের হয়ে ট্রেভর গোয়ান্ডু ও রায়ান বার্ল ২টি করে উইকেট নিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

বগুড়ায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত