জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ জমিয়ে তুলল আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক    
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ২১: ২৬
জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ জমিয়ে তুলল আফগানিস্তান। ছবি: এসিবি

হারারেতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৫০ রানে হারিয়েছে আফগানিস্তান। দুর্দান্ত জয়ে সিরিজ জমিয়ে তুলল সফরকারীরা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতায় দুই দল। কাল একই মাঠে সিরিজ নির্ধারণী অলিখিত ফাইনালে মাঠে নামবেন সিকান্দার রাজা-রশিদ খানরা।

আজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারের স্পোর্টস ক্লাবে টস জিতে আগে ব্যাটিং করে দারউইশ রাসুলির ফিফটিতে ৬ উইকেটে ১৫৩ রান তোলে আফগানিস্তান। ১৫৪ রানের লক্ষ্য তাড়ায় নেমে রশিদ খান-মুজিব উর রহমানের ঘূর্ণি জাদু এবং নাভিন উল হকের তোপেরমুখে ১৭.৪ ওভারে ১০৩ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।

মাঝারি মানের লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। ৮ ব্যাটার পোঁছাতে ব্যর্থ হয়েছেন দুই অঙ্কের ঘরে। ওপেনার ব্রায়ান বেনেট ২৬ বলে ২৭, রাজা সর্বোচ্চ ৩০ বলে ৩৫ ও তাসিঙ্গা মুসেকিওয়া ১৩ রান করেছেন। দলের প্রয়োজনমতো ব্যাটিং করতে পারেননি কেউ। আফগান পেসার নাভিন ১৯ রান দিয়ে ৩টি, রশিদ ২০ রানে ৩টি ও মুজিব ৩০ রান দিয়ে নিয়েছেন ২টি উইকেট।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের সিরিজ জয়ের সুযোগ, আফগানিস্তান নেমেছিল সিরিজ বাঁচানোর ম্যাচে। টস জিতে আগে ব্যাটিং করে রাসুলির ৪২ বলে ৫৮, আজমতউল্লাহর ২৮, গুলবাদিন নায়েবের ২৬ ও সেদিকউল্লাহ আতালের ১৮ রানের কল্যাণে ৬ উইকেটে ১৫৩ রান স্কোরে জমা করে আফগানিস্তান। জিম্বাবুয়ের হয়ে ট্রেভর গোয়ান্ডু ও রায়ান বার্ল ২টি করে উইকেট নিয়েছেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত