২৩ বছরের অপেক্ষা ফুরোতে বাংলাদেশের দরকার ৩০ রান

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ১৮: ৪০
Thumbnail image

ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে পাকিস্তানকে এর আগে বাংলাদেশ হারিয়েছে ৮ ম্যাচ। বাকি ছিল শুধু টেস্ট। রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম টেস্টে এবার সেই অপেক্ষা ফুরোনোর কাছাকাছি বাংলাদেশ। ঐতিহাসিক জয় পেতে বাংলাদেশের প্রয়োজন ৩০ রান।

২০০১ থেকে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাঠে বাংলাদেশ খেলতেও শুরু করেছে তখন থেকে। সেখানেও বাংলাদেশের ভান্ডার শূন্য। সেই ‘এক ঢিলে দুই পাখি’ মারার লক্ষ্যেই যেন আজ পঞ্চম দিনে খেলতে নামে বাংলাদেশ। সফরকারীদের আক্রমণাত্মক বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা পাকিস্তান অলআউট হয়েছে ১৪৬ রানে।

দ্বিতীয় ইনিংসে ১০ ওভারে ১ উইকেটে ২৩ রানে আজ পঞ্চম দিনের খেলা শুরু করে পাকিস্তান। খেলা শুরুর দ্বিতীয় ওভারেই উইকেট হারায় স্বাগতিকেরা। ১২ তম ওভারের শেষ বলে হাসান মাহমুদকে কাট করতে যান পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। উইকেটরক্ষক লিটন দাস ক্যাচ ধরে জোরালো আবেদন করলে আম্পায়ার প্রথমে সাড়া দেননি। শান্ত এরপর রিভিউ নিলে দেখা যায়, হালকা এজ হয়েছে। ৩৭ বলে ২ চারে ১৪ রানে আউট হয়েছেন মাসুদ।

২৮ রানে ২ উইকেট থেকে পাকিস্তান মুহূর্তেই ৩ উইকেটে ২৯ রানে পরিণত হতে পারত। ১৩ তম ওভারের দ্বিতীয় বলে শরীফুল ইসলামের বল ডিফেন্স করতে গেলে আউটসাইড এজ হয়। লিটন ডান দিকে ডাইভ দিয়েও সেটা তালুবন্দী করতে পারেননি। গোল্ডেন ডাকের হাত থেকে বেঁচে যাওয়া বাবর আজম এরপর ঠান্ডা মাথায় ব্যাটিং করতে থাকেন। যদিও তাঁর (বাবর) ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছেন নাহিদ রানা। ২৬ তম ওভারের তৃতীয় বলে নাহিদকে কাভার ড্রাইভ করতে গিয়ে বোল্ড হন বাবর।

বাবর ফিরতে না ফিরতেই পাকিস্তানের ইনিংসে আঘাত হানেন সাকিব। ২৭ তম ওভারের শেষ বলে সাকিবের বল ডাউন দ্য উইকেটে খেলতে যান সৌদ শাকিল। সেই সুযোগ কাজে লাগিয়ে দ্রুত স্টাম্পিং করে দেন লিটন দাস। প্রথম ইনিংসে সেঞ্চুরিয়ান শাকিল দ্বিতীয় ইনিংসে আউট হয়েছেন শূন্য রানে। বাবর, শাকিলের দ্রুত বিদায়ে পাকিস্তানের স্কোর হয়ে যায় ২৭ ওভারে ৪ উইকেটে ৬৭ রান। ছয় নম্বরে ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ রিজওয়ান পাল্টা আক্রমণ করেন বাংলাদেশের বোলারদের। ৩০ তম ওভারের দ্বিতীয় থেকে চতুর্থ বলে টানা তিনটি চার মারেন রিজওয়ান।

রিজওয়ানের সঙ্গেই সাকিবের ঘটে গেছে অদ্ভুত এক ঘটনা। ৩৩ তম ওভারের দ্বিতীয় বলে সাকিব প্রস্তুত বোলিং করার জন্য। শেষ মুহূর্তে রিজওয়ান ব্যাটিং প্রান্ত থেকে সরে দাঁড়ালে সাকিব খেপে যান। বাংলাদেশের তারকা অলরাউন্ডার রাগ হয়ে রিজওয়ানের মাথার ওপর দিয়ে বল ছোড়েন। সাকিবের এমন কাজে আম্পায়ারও অসন্তুষ্ট হয়েছেন। শেষ পর্যন্ত আম্পায়ার ডেকেছেন ডেড বল।

প্রথাগত টেস্ট মেজাজে খেলতে থাকা পাকিস্তান ওপেনার আব্দুল্লাহ শফিকের সঙ্গে রিজওয়ানের জুটিটা জমে যায়। ৩৭ রানের এই জুটি ভেঙেছেন সাকিব। ৩৩তম ওভারের শেষ বলে সাকিবের ফ্লাইটেড বল ডাউন দ্য উইকেটে খেলতে যান শফিক। হাওয়ায় ভেসে থাকা বল ব্যাকওয়ার্ড পয়েন্টে সহজেই লুফে নিয়েছেন সাদমান ইসলাম। ৮৬ বলে ৩ চারে ৩৭ রান করেন শফিক।

৩৪তম ওভারের দ্বিতীয় বলে মিরাজ ফিরিয়েছেন আগা সালমানকে। সালমান গোল্ডেন ডাক মারলে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৩৩.২ ওভারে ৬ উইকেটে ১০৫ রান। মধ্যাহ্নভোজের বিরতির আগে বাকি ১৬ বলে পাকিস্তানের আর কোনো বিপদ ঘটতে দেননি রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদি।৩৬ ওভারে ৬ উইকেটে ১০৮ রানে প্রথম সেশন পার করল পাকিস্তান।

দ্বিতীয় সেশন শুরু হতে না হতেই ধাক্কা খায় পাকিস্তান। ৩৮তম ওভারের তৃতীয় বলে শাহিনকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন মিরাজ। ৯ নম্বরে নেমে নাসিম শাহও বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি। ৪৩তম ওভারের চতুর্থ বলে সাকিবকে পুল করতে যান নাসিম। মিড উইকেটে ক্যাচ ধরেন মুশফিকুর রহিম।

দ্রুত ২ উইকেট হারিয়ে ৪২.৪ ওভারে ৮ উইকেটে ১১৮ রানে পরিণত হয় পাকিস্তান। ধ্বংসস্তূপের মাঝে একাই লড়াই চালিয়ে যান রিজওয়ান। তুলে নেন টেস্ট ক্যারিয়ারের দশম ফিফটি। রিজওয়ানের প্রতিরোধ ভেঙেছেন মিরাজ। ৫৪তম ওভারের চতুর্থ বলে অফস্টাম্পের অনেক বাইরের বল স্লগ সুইপ করতে গেলে বোল্ড হয়ে যান রিজওয়ান। ৮০ বলে ৬ চারে ৫১ রান করেন রিজওয়ান। 

পাকিস্তানের ইনিংসের ইতি টেনেছেন মিরাজই। ৫৬তম ওভারের পঞ্চম বলে মোহাম্মদ আলীকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন মিরাজ। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি আলী। ২১ রানে ৪ উইকেট নিয়ে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সেরা বোলার মিরাজ। সাকিব নিয়েছেন ৩ উইকেট। 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তিতে একগুচ্ছ সুপারিশ কমিশনের

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত