Ajker Patrika

দক্ষিণ আফ্রিকা যেন হাসপাতাল, একসঙ্গে চোটে ৮ পেসার

ক্রীড়া ডেস্ক    
কয়েক সপ্তাহের জন্য ছিটকে গেলেন জেরাল্ড কোয়েটজি। ছবি: এএফপি
কয়েক সপ্তাহের জন্য ছিটকে গেলেন জেরাল্ড কোয়েটজি। ছবি: এএফপি

গত সপ্তাহে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। তবে ঘোষণার পরই জানা যায়, পায়ের আঙুলের চোটে এই টুর্নামেন্টে খেলতে পারবেন না পেসার অ্যানরিখ নরকিয়া। তাঁর পরিবর্তে আরেক পেসার জেরাল্ড কোয়েটজিকে দলে নেওয়ার আলোচনাই হচ্ছিল বেশি। তবে তিনিও দিলেন দুঃসংবাদ। নতুন করে চোটে পড়েছেন ২৪ বছর বয়সী এ পেসারও।

হ্যামস্ট্রিংয়ের চোটে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টি-টোয়েন্টিতে জোবার্গ সুপার কিংসের একাদশ থেকে ছিটকে গেছেন কোয়েটজি। আগামী কয়েক সপ্তাহে তাঁকে মাঠের বাইরেই থাকতে হচ্ছে। ফলে চ্যাম্পিয়নস ট্রফিতে তাঁকে পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। নরকিয়ার জায়গায় চ্যাম্পিয়নস ট্রফি তাঁকে ভাবা হচ্ছিল। কোয়েটজি বেশ লম্বা সময় ধরে এমনিতেই চোটে পড়ে দলের বাইরে ছিলেন। এসএ টি-টোয়েন্টি দিয়ে ফিরেছিলেন খেলায়। তবে নিজেকে বেশি দিন চোট থেকে দূরে রাখতে পারলেন না।

নিজেদের সবশেষ ম্যাচে প্রিটোরিয়া ক্যাপিটালসের বিপক্ষে চোটে পড়েন কোয়েটজি। তাঁকে নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে। কোয়েটজি দক্ষিণ আফ্রিকার অষ্টম পেসার হিসেবে চলতি মৌসুমে চোটে পড়লেন। তাঁর আগে লুঙ্গি এনগিদি, ড্যারিন ডুপাভিলন, উইয়ান মুল্ডার, অ্যানরিখ নরকিয়া, লিজার্ড উইলিয়ামস, ওটেনেইল বার্টম্যান ও নান্দে বার্গার চোটে পড়েছেন। দক্ষিণ আফ্রিকা দলটা এখন ছোটখাটো হাসপাতালও বলা জয়।

আঙুলের চোটে থাকা মুল্ডার ও কুঁচকির চোটে পড়া এনগিদি আছেন চ্যাম্পিয়নস ট্রফির দলে। সম্প্রতি অভিষেক হওয়া কেউইনা মাফাকা, করবিন বোশ ও বার্টম্যানের মধ্য থেকে হতে পারে নরকিয়ার স্থলাভিষিক্ত। বার্টম্যানও আছেন চোটের মধ্যে।

নরকিয়ার দুর্ভাগা ক্রিকেটারদের একজনই। চোটের কারণে ২০১৯ ও ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে খেলা হয়নি এই পেসারের। এবার দলে থেকেও সুযোগ হাতছাড়া হলো আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে। নিজেদের মাঠে পাকিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজ দিয়ে ফেরার কথা ছিল তাঁর। তবে নেটে অনুশীলনের সময় পায়ের আঙুল ভেঙে যায়। তারপর আর মাঠে ফেরা হয়নি। ছিটকে গেছেন এসএ টি-টোয়েন্টি থেকেও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেলিকপ্টারে নেওয়ার অবস্থায় নেই, দ্রুত নিকটবর্তী হাসপাতালে তামিম

উসকানিতে প্রভাবিত না হতে বললেন সেনাপ্রধান

অপহরণ করে মুক্তিপণ আদায়, পালানোকালে আটক ৫ পুলিশ সদস্য

বাংলাদেশ ব্যাংক গভর্নরের বিরুদ্ধে ৪৭ ব্রিটিশ এমপিকে ‘সন্দেহজনক’ ই-মেইল

১৭ বছরে ভোটার চান ড. ইউনূস, এনসিপির প্রস্তাব ১৬ বছর: যা বলছেন বিশেষজ্ঞরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত