ক্রীড়া ডেস্ক
৩৬ দিন পর শুরু হচ্ছে সবচেয়ে বড় ক্রিকেট বিশ্বকাপ। সবচেয়ে বড় বলতে হচ্ছে কারণ, ২০ দল নিয়ে যে আগে কখনো আইসিসির কোনো বৈশ্বিক টুর্নামেন্ট হয়নি! সেটিই হতে যাচ্ছে জুনে, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। সেই টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর বা শুভেচ্ছাদূত হিসেবে থাকছেন ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিং।
প্রথমবারের মতন ক্রিকেট বিশ্বকাপ হচ্ছে যুক্তরাষ্ট্রে। ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক মার্কিনিরা। ইতিহাস গড়তে যাওয়া এই বিশ্বকাপে ক্যারিবীয় ক্রিকেট কিংবদন্তি ক্রিস গেইল ও অলিম্পিকে আটবারের স্বর্ণ পদকজয়ী জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্টের সঙ্গে অ্যাম্বাসেডর হিসেবে থাকছেন যুবরাজ। প্রথমবার আগের দুজনকে অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা দেয় আইসিসি। তাঁদের সঙ্গে যোগ দিলেন ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সংস্করণের শিরোপাজয়ী যুবরাজ।
বিশ্বকাপ শুরুর ৩৬ দিন আগে যুবরাজকে অ্যাম্বাসেডর করার পেছনেও কারণ রয়েছে। ২০০৭ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে এক ওভারে ৩৬ রান নিয়েছিলেন তিনি। স্টুয়ার্ড ব্রডের করা ওভারে মেরেছিলেন টানা ৬ ছক্কা। যা টি-টোয়েন্টির ইতিহাসের সবচেয়ে ভয়ংকর ও বিনোদনমূলক ইনিংস হিসেবে বিবেচিত করা হয়। মার্কিন মুলুকে বিশ্বকাপের প্রচারে বেশ কিছু ইভেন্টে অংশ নেবেন যুবরাজ। যার মধ্যে আছে ৯ জুন নিউইয়র্কের ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচও।
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর হওয়া নিয়ে ৪২ বছর বয়সী যুবরাজ বলেছেন, ‘এক ওভারে ৬ ছক্কা মারাসহ আমার প্রিয় ক্রিকেটীয় স্মৃতির বেশ কিছু এসেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে। তাই এই সংস্করণের অংশ হতে পেরে খুবই উচ্ছ্বসিত।’
যুবরাজকে অ্যাম্বাসেডর করা নিয়ে মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনের আইসিসির জেনারেল ম্যানেজার ক্লেয়ার ফারলং বলেছেন, ‘যুবরাজকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর করতে পারা সম্মানের। তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের সমার্থক। প্রথম খেলোয়াড় হিসেবে টি-টোয়েন্টিতে এক ওভারে ছয়টি ছয় মেরে বিশ্বকাপ জিতেছেন তিনি। এটি টুর্নামেন্টের সবচেয়ে আইকনিক মুহূর্তও।’
৩৬ দিন পর শুরু হচ্ছে সবচেয়ে বড় ক্রিকেট বিশ্বকাপ। সবচেয়ে বড় বলতে হচ্ছে কারণ, ২০ দল নিয়ে যে আগে কখনো আইসিসির কোনো বৈশ্বিক টুর্নামেন্ট হয়নি! সেটিই হতে যাচ্ছে জুনে, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে। সেই টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর বা শুভেচ্ছাদূত হিসেবে থাকছেন ভারতের সাবেক অলরাউন্ডার যুবরাজ সিং।
প্রথমবারের মতন ক্রিকেট বিশ্বকাপ হচ্ছে যুক্তরাষ্ট্রে। ওয়েস্ট ইন্ডিজের পাশাপাশি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক মার্কিনিরা। ইতিহাস গড়তে যাওয়া এই বিশ্বকাপে ক্যারিবীয় ক্রিকেট কিংবদন্তি ক্রিস গেইল ও অলিম্পিকে আটবারের স্বর্ণ পদকজয়ী জ্যামাইকান স্প্রিন্টার উসাইন বোল্টের সঙ্গে অ্যাম্বাসেডর হিসেবে থাকছেন যুবরাজ। প্রথমবার আগের দুজনকে অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা দেয় আইসিসি। তাঁদের সঙ্গে যোগ দিলেন ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সংস্করণের শিরোপাজয়ী যুবরাজ।
বিশ্বকাপ শুরুর ৩৬ দিন আগে যুবরাজকে অ্যাম্বাসেডর করার পেছনেও কারণ রয়েছে। ২০০৭ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে এক ওভারে ৩৬ রান নিয়েছিলেন তিনি। স্টুয়ার্ড ব্রডের করা ওভারে মেরেছিলেন টানা ৬ ছক্কা। যা টি-টোয়েন্টির ইতিহাসের সবচেয়ে ভয়ংকর ও বিনোদনমূলক ইনিংস হিসেবে বিবেচিত করা হয়। মার্কিন মুলুকে বিশ্বকাপের প্রচারে বেশ কিছু ইভেন্টে অংশ নেবেন যুবরাজ। যার মধ্যে আছে ৯ জুন নিউইয়র্কের ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচও।
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর হওয়া নিয়ে ৪২ বছর বয়সী যুবরাজ বলেছেন, ‘এক ওভারে ৬ ছক্কা মারাসহ আমার প্রিয় ক্রিকেটীয় স্মৃতির বেশ কিছু এসেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে। তাই এই সংস্করণের অংশ হতে পেরে খুবই উচ্ছ্বসিত।’
যুবরাজকে অ্যাম্বাসেডর করা নিয়ে মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনের আইসিসির জেনারেল ম্যানেজার ক্লেয়ার ফারলং বলেছেন, ‘যুবরাজকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর করতে পারা সম্মানের। তিনি টি-টোয়েন্টি বিশ্বকাপের সমার্থক। প্রথম খেলোয়াড় হিসেবে টি-টোয়েন্টিতে এক ওভারে ছয়টি ছয় মেরে বিশ্বকাপ জিতেছেন তিনি। এটি টুর্নামেন্টের সবচেয়ে আইকনিক মুহূর্তও।’
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
১১ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
১১ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
১৩ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
১৫ ঘণ্টা আগে