Ajker Patrika

বাংলাদেশকে খোঁচা মেরে কী বললেন ভারতীয় ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১২: ৫১
বাংলাদেশকে খোঁচা মেরে কী বললেন ভারতীয় ক্রিকেটার

ভারত সফরে এসে অথৈ সাগরে হাবুডুবু খাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে যে বাংলাদেশ ধবলধোলাই করেছিল পাকিস্তানকে, সেই বাংলাদেশকে এবার ভারত সিরিজে অচেনা লাগছে। শান্তদের এমন হতশ্রী পারফরম্যান্সে খোঁচা মেরেছেন ভারতের এক ক্রিকেটার। 

টেস্ট থেকে টি-টোয়েন্টি—চেন্নাই, কানপুর ঘুরে গোয়ালিয়রে গেলেও বাংলাদেশের হতাশাজনক ব্যাটিং প্রদর্শনী চলছে। গোয়ালিয়রের সিন্ধিয়া মাধবরাও স্টেডিয়ামে রোববার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ পুরো ২০ ওভারও খেলতে পারেনি। টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৯.৫ ওভারে ১২৭ রানে গুটিয়ে গেছে শান্তর দল। বাংলাদেশের পাঁচ ব্যাটার দুই অঙ্ক পেরোতে পেরেছেন। ব্যাটিং সহায়ক উইকেটে ১২৮ রানের লক্ষ্য যে কতটা মামুলি, সেটা ভারত প্রমাণ করেছে ৪৯ বল হাতে রেখে ৭ উইকেটে জিতে। 

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টি-টোয়েন্টি শুরু হবে। এই সিরিজ নিয়ে জিও সিনেমা ও স্পোর্টস ১৮তে বিশেষজ্ঞ হিসেবে কাজ করছেন রুদ্র প্রতাপ (আরপি) সিং। সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে গতকাল আরপি সিং বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে পারফরম্যান্স দিয়ে কোনো খেলোয়াড়ের ফর্ম বিবেচনা করা ঠিক না। যেভাবে তারা খেলছে, সেটা সর্বোচ্চ পর্যায়ের মতো নয়।’ 

গোয়ালিয়রে প্রথম টি-টোয়েন্টিতে হার্দিক পান্ডিয়ার ‘নো লুক শট’ ভাইরাল হয়েছে। তাসকিন আহমেদের বলকে পায়ের পাতার ওপর ভর দিয়ে পান্ডিয়া আলতো করে উইকেটরক্ষকের মাথার ওপর দিয়ে চার মারলেন। এতটাই আত্মবিশ্বাসী যে পেছনে ঘুরে তাকানোরও প্রয়োজন মনে করেননি পান্ডিয়া। ১৬ বলে ৩৯ রানের বিধ্বংসী ইনিংস খেলে ভারতকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। ৫ চার ও ২ ছক্কা মেরেছেন তিনি। পান্ডিয়ার প্রশংসা করে আরপি সিং বলেন, ‘হার্দিক দারুণ খেলেছে। এমন ইনিংস খেলার সামর্থ্য তার রয়েছে। তবে এমন দলের বিপক্ষে পারফরম্যান্সকে মানদণ্ড হিসেবে বিবেচনা করা আমার কাছে যৌক্তিক মনে হয় না। কোনো ভালো দল বা ভালো প্রতিযোগিতায় এমনটা করা যেত।’ 

টি-টোয়েন্টিতে মুখোমুখি ১৫ বারের দেখায় বাংলাদেশ জিতেছে এক ম্যাচ। বাকি ১৪ ম্যাচের জয়ী দল ভারত। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামেই ২০১৯ সালে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের একমাত্র জয় এসেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সঠিক সময়ে নির্বাচন না হলে দেশে মার্শাল ল হবে: নাগরিক ঐক্যের মান্না

হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজের আগেই বের হয়ে যেতে বলা হয় জেলেনস্কিকে

‘আমাদের অনুমতি ছাড়া কাউকে গ্রেপ্তার করলে থানা ঘেরাও করব’, সরকারি কর্মকর্তার বক্তব্য ভাইরাল

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

সৈয়দ জামিলের অভিযোগের জবাবে যা লিখলেন সংস্কৃতি উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত