ক্রীড়া ডেস্ক
চোটের কারণে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কোনো ম্যাচ না খেলেই ছিটকে গেলেন দীপক চাহার। অথচ মেগা নিলাম থেকে ১৪ কোটি রূপিতে এই পেস বোলিং অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছিল চেন্নাই সুপার কিংস।
জানা গিয়েছিল, অস্ত্রোপচারের কারণে এবারের আইপিএল খেলতে পারবেন না দীপক। পরে জানা যায়, এখনই অস্ত্রোপচার করাবেন না তিনি। আইপিএলের শেষ দিকে তাই তাঁকে পাওয়া যাবে। কিন্তু জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে চোট সারাতে গিয়ে আবার পিঠে চোট পেয়েছেন দীপক। এই চোটে এবারের আসরে আর দেখা যাবে না তাঁকে।
গত ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে চোট পান দীপক। কলকাতায় তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোটে ওভার শেষ না করেই যেতে হয় মাঠের বাইরে। পরে ছিটকে গিয়েছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকেও। পুরোনো চোটে আইপিএলের প্রথম ৫ ম্যাচের একটিতেও খেলতে পারেননি তিনি। তবে শেষ দিকে ১৪ কোটির এই অলরাউন্ডারকে পাওয়া যেতে পারে বলে আশায় ছিলেন মাহেন্দ্র সিং ধোনিরা। কিন্তু সেই আশা আশাই থেকে গেল। কোনো ম্যাচ না খেলেই আইপিএল থেকে ছিটকে গেলেন দীপক।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, পিঠের চোটে কমপক্ষে চার মাস মাঠের বাইরে থাকতে হবে দীপককে। আগামী অক্টোবর-নভেম্বর টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও তাই তাঁর থাকার সম্ভাবনা এখন ক্ষীণ।
চোটের কারণে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কোনো ম্যাচ না খেলেই ছিটকে গেলেন দীপক চাহার। অথচ মেগা নিলাম থেকে ১৪ কোটি রূপিতে এই পেস বোলিং অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছিল চেন্নাই সুপার কিংস।
জানা গিয়েছিল, অস্ত্রোপচারের কারণে এবারের আইপিএল খেলতে পারবেন না দীপক। পরে জানা যায়, এখনই অস্ত্রোপচার করাবেন না তিনি। আইপিএলের শেষ দিকে তাই তাঁকে পাওয়া যাবে। কিন্তু জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে চোট সারাতে গিয়ে আবার পিঠে চোট পেয়েছেন দীপক। এই চোটে এবারের আসরে আর দেখা যাবে না তাঁকে।
গত ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে চোট পান দীপক। কলকাতায় তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোটে ওভার শেষ না করেই যেতে হয় মাঠের বাইরে। পরে ছিটকে গিয়েছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকেও। পুরোনো চোটে আইপিএলের প্রথম ৫ ম্যাচের একটিতেও খেলতে পারেননি তিনি। তবে শেষ দিকে ১৪ কোটির এই অলরাউন্ডারকে পাওয়া যেতে পারে বলে আশায় ছিলেন মাহেন্দ্র সিং ধোনিরা। কিন্তু সেই আশা আশাই থেকে গেল। কোনো ম্যাচ না খেলেই আইপিএল থেকে ছিটকে গেলেন দীপক।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর, পিঠের চোটে কমপক্ষে চার মাস মাঠের বাইরে থাকতে হবে দীপককে। আগামী অক্টোবর-নভেম্বর টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও তাই তাঁর থাকার সম্ভাবনা এখন ক্ষীণ।
ভারতের ক্রিকেট নিয়ে উন্মাদনার কথা সবারই জানা। আইসিসি ইভেন্ট হলে সেটা বেড়ে যায় বহুগুণে। তার ওপর যদি দলটি ওঠে ফাইনালে, তাহলে তো কথাই নেই। সেকারণে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে প্রতিপক্ষ ঠিক হওয়ার আগেই শেষ সব টিকিট।
১৭ মিনিট আগেক্রিকেটে ঘন ঘন নিয়ম পরিবর্তন করে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। বলে থুতু লাগানো তো আইসিসি অনেক আগে থেকেই নিষিদ্ধ করেছে। ক্রিকেটের অভিভাবক সংস্থার কাছে এই নিয়মটি বদলানোর অনুরোধ করেছেন মোহাম্মদ শামি।
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে রাচীন রবীন্দ্রর পথচলা কেবল ৪ বছরের। এরই মধ্যে তিনি গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। আইসিসি ইভেন্টে নিউজিল্যান্ডের এই ক্রিকেটার জ্বলে ওঠেন বারুদের মতো।
২ ঘণ্টা আগেলাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচটার কথা হয়তো অনেকেরই মনে আছে। রানবন্যান ম্যাচে অস্ট্রেলিয়া যে বিশ্বরেকর্ড গড়েছে, সেটা কি কেউ সহজে ভুলতে পারেন? তবে অস্ট্রেলিয়ার সেই রেকর্ড মাত্র ১১ দিনে ভেঙে দিল নিউজিল্যান্ড। কিউইরা বিশ্বরেকর্ডটা নিজেদের নামে লিখিয়ে নিল
৩ ঘণ্টা আগে