ক্রীড়া ডেস্ক
ওয়ানডে বিশ্বকাপ শুরু হওয়ার এখনো ৯ মাস বাকি থাকলেও নিজেদের কাছে শিরোপা ধরে রাখার বিষয়ে সুযোগ দেখছেন জো রুট। গতকাল সংবাদ সংস্থা পিটিআইকে এমনটিই জানিয়েছেন ইংল্যান্ডের ব্যাটার।
এবারের বিশ্বকাপ হবে ভারতের মাটিতে। এ বছরের অক্টোবর-নভেম্বরে শুরু হবে টুর্নামেন্টটি। কিন্তু বিশ্বকাপ নিয়ে এখনই কথা বলা শুরু করেছেন রুট। তিনি বলেছেন, ‘এটি দারুণ এক সুযোগ। এর আগে কখনো এমন অভিজ্ঞতা হয়নি আমাদের। বিশ্বকাপ শিরোপা ধরে রাখার দুর্দান্ত সুযোগ পেতে যাচ্ছি আমরা।’
সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের ব্যাটারদের পারফরম্যান্সের নিরিখেই এমন সুযোগ দেখছেন বলে জানিয়েছেন রুট। তাঁর মতে, ভারতের মাটিতে যদি সতীর্থরা স্পিন ভালো খেলতে পারেন, তাহলে অবশ্যই টানা দ্বিতীয়বার শিরোপা ধরে রাখা যাবে।
৩২ বছর বয়সী রুট বলেছেন, ‘মনে করি ইংল্যান্ডের ক্রিকেটাররা ভারতে অনেক সময় কাটিয়েছে। এতে তারা কন্ডিশন সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছে। এটা নির্ভর করবে আমরা ধরাবাহিকভাবে কতটা ভালো স্পিন বল খেলব। এর সঙ্গে বিশ্বকাপের আগে আমরা কীভাবে ওয়ানডে সংস্করণ খেলব তার ওপর নির্ভর করবে।’
এখন পর্যন্ত ১২ বার ওয়ানডে বিশ্বকাপ হয়েছে। এর মধ্যে একবারই শুধু চ্যাম্পিয়ন হতে পেরেছে ইংল্যান্ড। ২০১৯ বিশ্বকাপে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হারিয়ে সেই স্বাদ পায় তারা। এবার ১৩তম সংস্করণে সেই সংখ্যাটা বাড়ানোর কথা জানিয়ে রাখলেন রুট।
ওয়ানডে ও টেস্টে নিজের ব্যাটিং মানানসই হলেও টি-টোয়েন্টি সংস্করণে খাপ খাইয়ে নিতে পারেননি রুট। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণেও নিজেকে মানিয়ে নিতে বর্তমানে আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টিতে (আইএলটি ২০) দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন তিনি।
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক রুট বলেছেন, ‘বছরের শেষ দিকে ভারতে বিশ্বকাপ হবে। বিভিন্ন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে আইএলটি ২০ খেলছি। সংক্ষিপ্ত সংস্করণে আমার খুব বেশি অভিজ্ঞতা নেই। এর জন্য দেখতে চাই এটি আমাকে একজন ভালো ব্যাটার হতে সহায়তা করতে পারে কি না।’
ওয়ানডে বিশ্বকাপ শুরু হওয়ার এখনো ৯ মাস বাকি থাকলেও নিজেদের কাছে শিরোপা ধরে রাখার বিষয়ে সুযোগ দেখছেন জো রুট। গতকাল সংবাদ সংস্থা পিটিআইকে এমনটিই জানিয়েছেন ইংল্যান্ডের ব্যাটার।
এবারের বিশ্বকাপ হবে ভারতের মাটিতে। এ বছরের অক্টোবর-নভেম্বরে শুরু হবে টুর্নামেন্টটি। কিন্তু বিশ্বকাপ নিয়ে এখনই কথা বলা শুরু করেছেন রুট। তিনি বলেছেন, ‘এটি দারুণ এক সুযোগ। এর আগে কখনো এমন অভিজ্ঞতা হয়নি আমাদের। বিশ্বকাপ শিরোপা ধরে রাখার দুর্দান্ত সুযোগ পেতে যাচ্ছি আমরা।’
সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের ব্যাটারদের পারফরম্যান্সের নিরিখেই এমন সুযোগ দেখছেন বলে জানিয়েছেন রুট। তাঁর মতে, ভারতের মাটিতে যদি সতীর্থরা স্পিন ভালো খেলতে পারেন, তাহলে অবশ্যই টানা দ্বিতীয়বার শিরোপা ধরে রাখা যাবে।
৩২ বছর বয়সী রুট বলেছেন, ‘মনে করি ইংল্যান্ডের ক্রিকেটাররা ভারতে অনেক সময় কাটিয়েছে। এতে তারা কন্ডিশন সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছে। এটা নির্ভর করবে আমরা ধরাবাহিকভাবে কতটা ভালো স্পিন বল খেলব। এর সঙ্গে বিশ্বকাপের আগে আমরা কীভাবে ওয়ানডে সংস্করণ খেলব তার ওপর নির্ভর করবে।’
এখন পর্যন্ত ১২ বার ওয়ানডে বিশ্বকাপ হয়েছে। এর মধ্যে একবারই শুধু চ্যাম্পিয়ন হতে পেরেছে ইংল্যান্ড। ২০১৯ বিশ্বকাপে ঘরের মাঠে নিউজিল্যান্ডকে হারিয়ে সেই স্বাদ পায় তারা। এবার ১৩তম সংস্করণে সেই সংখ্যাটা বাড়ানোর কথা জানিয়ে রাখলেন রুট।
ওয়ানডে ও টেস্টে নিজের ব্যাটিং মানানসই হলেও টি-টোয়েন্টি সংস্করণে খাপ খাইয়ে নিতে পারেননি রুট। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণেও নিজেকে মানিয়ে নিতে বর্তমানে আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টিতে (আইএলটি ২০) দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন তিনি।
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক রুট বলেছেন, ‘বছরের শেষ দিকে ভারতে বিশ্বকাপ হবে। বিভিন্ন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে আইএলটি ২০ খেলছি। সংক্ষিপ্ত সংস্করণে আমার খুব বেশি অভিজ্ঞতা নেই। এর জন্য দেখতে চাই এটি আমাকে একজন ভালো ব্যাটার হতে সহায়তা করতে পারে কি না।’
শেষ বলে সিঙ্গেল নিলেন এনামুল হক বিজয়। তাতেই টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিটা হয়ে গেল দুর্বার রাজশাহী অধিনায়কের। ২০ ওভারের ক্রিকেটে তিন অঙ্ক ছুঁয়েও মুখে হাসি নেই বিজয়ের। তাঁর মলিন মুখ দেখে কে বলবে কী লড়াইটা না করেছেন খুলনা টাইগার্সের বিপক্ষে নিজের দলকে জেতাতে। বিজয়ের সেঞ্চুরি রাজশাহীকে জেতাতে
১ ঘণ্টা আগেচেক প্রতারণার মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। ঢাকার সিএমএম আদালত আজ রোববার এ আদেশ দেন। সাকিবের ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে। তিনি রাতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসেছিলেন জিয়া ক্রিকেট টুর্নামেন্ট
২ ঘণ্টা আগেউইম্বলডনের টানা দুই আসরে কার্লোস আলকারাজের কাছে হেরে গ্র্যান্ড স্ল্যাম হাত ছাড়া করেন নোভাক জোকোভিচ। এবার বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে সেই আলকারাজকেই পেলেন জোকো।
৩ ঘণ্টা আগেউড়তে থাকা চিটাগং কিংসকে মনে হচ্ছে দিশেহারা, উদভ্রান্ত পথিকের মতো। টানা চার ম্যাচ জয়ের পর দলটি এখন হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ চিটাগংকে হেসেখেলে তামিম ইকবালের ফরচুন বরিশাল।
৬ ঘণ্টা আগে