ক্রীড়া ডেস্ক
অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। একই সঙ্গে পাকিস্তান সফরেরও দল ঘোষণা করেছে তারা। দুই সফরের দলে জায়গা হয়নি লম্বা সময় ধরে ছন্দহীনতায় ভুগতে থাকা ওপেনার জেসন রয়ের।
অস্ট্রেলিয়ায় হতে যাওয়া বিশ্বকাপে ১৫ সদস্যের দলকে নেতৃত্ব দেবেন জস বাটলার। বিশ্বকাপ স্কোয়াডে অভিজ্ঞ ও ছন্দে থাকা ক্রিকেটারদের ওপর আস্থা রেখেছে ইংল্যান্ড। এ জন্য তারা এ বছর সংক্ষিপ্ত সংস্করণে একটিও ম্যাচ না খেলা তিন ক্রিকেটারকে দলে নিয়েছে।
কিছুদিন আগে হঠাৎ ওয়ানডে থেকে অবসর নেওয়া বেন স্টোকসের সঙ্গে ক্রিস ওকস ও মার্ক উডকে দলে নিয়েছে ইংলিশরা। চোট ও রোটেশনের কারণে এ বছর ২০ ওভারের কোনো ম্যাচেই খেলেননি এই তিনজন। গত বিশ্বকাপে খেলা টাইমল মিলসের জায়গা হয়েছে রিজার্ভ বেঞ্চে। মিলসের সঙ্গে এই তালিকার অন্য দুই ক্রিকেটার হচ্ছেন লিয়াম ডাওসন ও রিচার্ড গ্লেসন।
অন্যদিকে ১৭ বছর পর পাকিস্তান সফরে যাবে ইংল্যান্ড। এ জন্য তারা ১৯ সদস্যের দল ঘোষণা করেছে। ইনজুরির কারণে দলের সঙ্গে পাকিস্তান সফরে যাচ্ছেন না বিশ্বকাপ দলে জায়গা পাওয়া লিয়াম লিভিংস্টোন ও ক্রিস জর্ডান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নির্ধারণী টেস্টের জন্য স্টোকসও যাচ্ছেন না পাকিস্তানে। পাকিস্তান সফরের দলে আছেন কিন্তু ২০ ওভারের ম্যাচে অভিষেক হয়নি এমন পাঁচজন ক্রিকেটার আছেন ইংল্যান্ডের দলে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের স্কোয়াড-
জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কুরান, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড
বিশ্বকাপের রিজার্ভ বেঞ্চ-
টাইমল মিলস, লিয়াম ডাওসন ও রিচার্ড গ্লেসন।
পাকিস্তান সফরের জন্য ইংল্যান্ডের স্কোয়াড-
জস বাটলার (অধিনায়ক), মঈন আলী (সহ-অধিনায়ক), হ্যারি ব্রুক, জর্ডান কক্স, স্যাম কুরান, বেন ডাকেট, লিয়াম ডাওসন, রিচার্ড গ্লেসন, টম হেলম, উইল জ্যাকস, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, ওলি স্টোন, রিস টপলি, ডেভিড উইলি, ক্রিস ওকস, লুক উড, মার্ক উড।
অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। একই সঙ্গে পাকিস্তান সফরেরও দল ঘোষণা করেছে তারা। দুই সফরের দলে জায়গা হয়নি লম্বা সময় ধরে ছন্দহীনতায় ভুগতে থাকা ওপেনার জেসন রয়ের।
অস্ট্রেলিয়ায় হতে যাওয়া বিশ্বকাপে ১৫ সদস্যের দলকে নেতৃত্ব দেবেন জস বাটলার। বিশ্বকাপ স্কোয়াডে অভিজ্ঞ ও ছন্দে থাকা ক্রিকেটারদের ওপর আস্থা রেখেছে ইংল্যান্ড। এ জন্য তারা এ বছর সংক্ষিপ্ত সংস্করণে একটিও ম্যাচ না খেলা তিন ক্রিকেটারকে দলে নিয়েছে।
কিছুদিন আগে হঠাৎ ওয়ানডে থেকে অবসর নেওয়া বেন স্টোকসের সঙ্গে ক্রিস ওকস ও মার্ক উডকে দলে নিয়েছে ইংলিশরা। চোট ও রোটেশনের কারণে এ বছর ২০ ওভারের কোনো ম্যাচেই খেলেননি এই তিনজন। গত বিশ্বকাপে খেলা টাইমল মিলসের জায়গা হয়েছে রিজার্ভ বেঞ্চে। মিলসের সঙ্গে এই তালিকার অন্য দুই ক্রিকেটার হচ্ছেন লিয়াম ডাওসন ও রিচার্ড গ্লেসন।
অন্যদিকে ১৭ বছর পর পাকিস্তান সফরে যাবে ইংল্যান্ড। এ জন্য তারা ১৯ সদস্যের দল ঘোষণা করেছে। ইনজুরির কারণে দলের সঙ্গে পাকিস্তান সফরে যাচ্ছেন না বিশ্বকাপ দলে জায়গা পাওয়া লিয়াম লিভিংস্টোন ও ক্রিস জর্ডান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নির্ধারণী টেস্টের জন্য স্টোকসও যাচ্ছেন না পাকিস্তানে। পাকিস্তান সফরের দলে আছেন কিন্তু ২০ ওভারের ম্যাচে অভিষেক হয়নি এমন পাঁচজন ক্রিকেটার আছেন ইংল্যান্ডের দলে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের স্কোয়াড-
জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কুরান, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড
বিশ্বকাপের রিজার্ভ বেঞ্চ-
টাইমল মিলস, লিয়াম ডাওসন ও রিচার্ড গ্লেসন।
পাকিস্তান সফরের জন্য ইংল্যান্ডের স্কোয়াড-
জস বাটলার (অধিনায়ক), মঈন আলী (সহ-অধিনায়ক), হ্যারি ব্রুক, জর্ডান কক্স, স্যাম কুরান, বেন ডাকেট, লিয়াম ডাওসন, রিচার্ড গ্লেসন, টম হেলম, উইল জ্যাকস, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, ওলি স্টোন, রিস টপলি, ডেভিড উইলি, ক্রিস ওকস, লুক উড, মার্ক উড।
সেন্ট কিটসে আজ রাতে শুরু হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। নিগার সুলতানা জ্যোতিদের জন্য এই সিরিজটি গুরুত্বপূর্ণ। কারণ, এ বছর হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার শেষ সুযোগ বাংলাদেশের জন্য এটাই। জ্যোতিরাও ভিন্ন কিছু ভাবছে না।
১ ঘণ্টা আগেমাঠের চেয়ে বাইরের ঘটনায় নেইমার আলোচনায় থাকেন বেশি। বিতর্কিত ঘটনায় প্রায়ই খবরের শিরোনাম হয়ে থাকেন ব্রাজিলের এই ফরোয়ার্ড। এবার তিনি আলোচনায় এসেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার রিভালদোকে নিয়ে কথা বলে। দুই ফুটবলারের তর্কযুদ্ধ এখন ‘টক অব দ্য টাউন’।
২ ঘণ্টা আগেমুলতানে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টে উইকেট পড়ছে মুড়ি-মুড়কির মতো। আজ চলছে তৃতীয় দিনের খেলা। এরই মধ্যে পড়েছে ৩১ উইকেট। ২৫১ রানের লক্ষ্যে নেমে ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছে ১ উইকেট। ক্যারিবীয়দের জিততে এখনো প্রয়োজন ২৩০ রান। এছাড়া বিপিএলের দুটি ম্যাচ রয়েছে। ফুটবলে ইংলিশ প্রিমিয়ার লিগ, বুন্দেসলিগার...
২ ঘণ্টা আগেলিওনেল মেসিদের হারটা ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু মেসি যে ম্যাচে থাকবেন, সেখানে ম্যাজিক না হয়ে কী করে পারে! জাদুটা মেসি দেখাননি। ম্যাচের শেষের দিকে দুর্দান্ত এক গোল করেন ইন্টার মায়ামির টমাস আভিলেস। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ হাসি হেসেছে মায়ামি।
৩ ঘণ্টা আগে