পোলার্ডের কাছে পিটুনি খাওয়ার পর টুর্নামেন্ট শেষ রশিদের

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

ইংল্যান্ডের ১০০ বলের টুর্নামেন্ট ‘দ্য হান্ড্রেডের’ শেষের দিকে সময়টা ভালো যাচ্ছে না রশিদ খানের। কাইরন পোলার্ডের কাছে বেধড়ক পিটুনি খেয়েছেন রশিদ। এবার টুর্নামেন্টই শেষ হয়ে গেল রশিদের। 

চোটে পড়ায় হান্ড্রেড থেকে রশিদ ছিটকে গেছেন। এবারের টুর্নামেন্টে আফগান লেগস্পিনার খেলেছেন ট্রেন্ট রকেটসের হয়ে। সাউদাম্পটনে শনিবার তিনি খেলেছেন সাউদার্ন ব্রেভের বিপক্ষে। সেই ম্যাচে ইনিংসের ৯৯ তম বলে লুইস গ্রেগরিকে ফাইন লেগ এলাকা দিয়ে চার মারেন সাউদার্ন ব্রেভের ক্রিস জর্ডান। সীমানার ধারে তখন চার বাঁচাতে ডাইভ দিলে হ্যামস্ট্রিংয়ে চোট পান রশিদ। আফগান তারকা অলরাউন্ডারের পরিবর্তে অস্ট্রেলিয়ার স্পিনার ক্রিস গ্রিনকে নিয়েছে ট্রেন্ট রকেটস। 
 
পোলার্ডের কাছে রশিদ মার খেয়েছেন শনিবার রাতেই। সাউদাম্পটনে ৮১ থেকে ৮৫—এই পাঁচ বল করেন রশিদ। প্রথম বল পোলার্ড উড়িয়ে মারলেন কাউ কর্নারের ওপর দিয়ে। পরের ছক্কার গন্তব্য লং অফ। তৃতীয় বলে পোলার্ড ছক্কা মারলেন রশিদের মাথার ওপর দিয়ে। হ্যাটট্রিক ছক্কার পর পোলার্ডকে পেয়ে বসে রেকর্ডের নেশা। চতুর্থ ও পঞ্চম বলে ডিপ মিড উইকেট ও লং অফ দিয়ে ছক্কা মেরে রশিদকে বিব্রতকর রেকর্ডে ফেলে দিলেন পোলার্ড। হান্ড্রেডে প্রথম বোলার হিসেবে পাঁচ বলে পাঁচ ছক্কা হজম করা প্রথম বোলার বনে গেলেন তিনি। 

সাত ম্যাচে তিন জয় ও চার পরাজয়ে পয়েন্ট তালিকায় পাঁচে ট্রেন্ট রকেটস। লিগ পর্বে তাদের এক ম্যাচ বাকি রয়েছে। ট্রেন্ট ব্রিজে আগামীকাল মুখোমুখি হবে ট্রেন্ট রকেটস ও ওভাল ইনভিসিবলস। ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ওভাল। ১০ পয়েন্ট নিয়ে যৌথভাবে দুইয়ে সাউদার্ন ব্রেভ ও বার্মিংহাম ফিনিক্স। টুর্নামেন্টে আট দলের প্রত্যেকেই সাতটি করে ম্যাচ খেলেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত