Ajker Patrika

ভারতের ভয়ংকর জুটি ভেঙে বাংলাদেশের স্বস্তি 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ১৭: ৫০
ভারতের ভয়ংকর জুটি ভেঙে বাংলাদেশের স্বস্তি 

ব্লুমফন্টেইনের ম্যানগং ওভালে আজ বাংলাদেশের দুর্দান্ত বোলিংয়ে রানের জন্য শুরু থেকে সংগ্রাম করতে থাকে ভারত। দ্রুত ২ উইকেট হারিয়েও ফেলে ভারত। শুরুর ধাক্বা সামলে তৃতীয় উইকেট জুটিতে শতরান পেরিয়ে যায় পাঁচবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। অবশেষে সেই জুটি ভেঙেছে বাংলাদেশ। 

টস জিতে আজ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। দলীয় ১৭ রানেই ভেঙে যায় ভারতের উদ্বোধনী জুটি। চতুর্থ ওভারের শেষ বলে মারুফ মৃধাকে কাট করতে যান ভারতীয় ওপেনার আর্শিন কুলকার্নি। আউটসাইড এজ হওয়া বল ডাইভ দিয়ে ক্যাচ ধরেন বাংলাদেশ উইকেটরক্ষক আশিকুর রহমান শিবলি। ১৭ বলে ১ চারে ৭ রান করেন কুলকার্নি। এরপর তিন নম্বরে ব্যাটিংয়ে নামা ভারতীয় ব্যাটার মুশির খান দ্রুত আউট হয়ে গেছেন। মুশিরকেও কট বিহাইন্ডের ফাঁদে ফেলেন মারুফ। ভারতের স্কোর হয়ে যায় ৭.২ ওভারে ২ উইকেটে ৩১ রান। 

২ উইকেট পড়ার পর চার নম্বরে ব্যাটিংয়ে নামেন ভারতীয় অধিনায়ক উদয় সাহারান। ওপেনার আদর্শ সিংকে নিয়ে প্রতিরোধ গড়ার দায়িত্ব নেন সাহারান। বাংলাদেশের ওপর সেভাবে চড়াও হয়ে খেলতে পারছিলেন না ভারতের দুই ব্যাটার। তবে স্ট্রাইক রোটেট করে রানের চাকা সচল রাখছিলেন আদর্শ ও সাহারান। দুই ব্যাটারই ফিফটির দেখা পেয়েছেন। তৃতীয় উইকেটে ১৪৪ বলে ১১৬ রানের জুটি গড়তে অবদান রেখেছেন তারা। সাহারানকে ফিরিয়ে জুটি ভেঙেছেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। ৩২ তম ওভারের প্রথম বলে রিজওয়ানকে তুলে মারতে যান আদর্শ। মিড অফে সহজ ক্যাচ ধরেছেন রহনত দৌল্লাহ বর্ষণ। তাতে ভারতের স্কোর হয়েছে ৩১.১ ওভারে ৩ উইকেটে ১৪৭ রান। পাঁচ নম্বরে ব্যাটিং করছেন প্রিয়াংশু মোলিয়া। ১৮ বলে ৬ রানে ব্যাটিং করছেন তিনি। সাহারান ৮৮ বলে ৬২ রানে অপরাজিত আছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের স্কোর ৩৭.৩ ওভারে ৩ উইকেটে ১৬৬ রান। 

ভারতকে হারিয়েই ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। এটাই বাংলাদেশ যুবাদের প্রথম বিশ্বকাপ। এরপর ২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ভারত জিতেছে ইংল্যান্ডকে হারিয়ে। অন্যদিকে গত বছরের ডিসেম্বরেই যুবাদের এশিয়া কাপ জেতে বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত