Ajker Patrika

জাতীয় দল ছেড়ে আইপিএলে আসার ইচ্ছা রবি শাস্ত্রীর

ক্রীড়া ডেস্ক
জাতীয় দল ছেড়ে আইপিএলে আসার ইচ্ছা রবি শাস্ত্রীর

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপটাই ভারতীয় দলের হেড কোচ হিসেবে তাঁর শেষ অ্যাসাইনমেন্ট। কদিন আগেই বিষয়টি নিশ্চিত করেছেন রবি শাস্ত্রী। জাতীয় দল ছেড়ে এবার তিনি যুক্ত হতে চাইছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)।

বিরাট কোহলি-রোহিত শর্মাদের দায়িত্ব ছাড়তে চাওয়া শাস্ত্রীর পরবর্তী কর্মপরিকল্পনা এমনটাই বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যমগুলো।

জানা গেছে, অল্প সময়ের টুর্নামেন্ট হওয়ার কারণে শাস্ত্রী আইপিএলের কোনো দলের সঙ্গে যুক্ত হতে আগ্রহী শাস্ত্রী। গুঞ্জন আছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কোচ হতে পারেন সাবেই এই অলরাউন্ডার।

এ নিয়ে বেঙ্গালুরুর এক কর্মকর্তা বলছেন, ‘মাত্রই আইপিএল শেষ হয়েছে। রবি শাস্ত্রী ও বিরাট কোহলি এখন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ব্যস্ত। এ মুহূর্তে শাস্ত্রীকে কোচ করা নিয়ে আলোচনা হয়নি। তবে ভবিষ্যতে অনেক কিছুই হতে পারে।’

শুধু বেঙ্গালুরু নয়, আইপিএলের নতুন দুটি দলও (২০২২ সাল থেকে ১০ দলের আসর হবে) শাস্ত্রীকে কোচ হিসেবে পেতে চাইবে। এ ব্যাপারে ভারতীয় ক্রিকেটের এক মুখপাত্রের ভাষ্য, ‘রবি শাস্ত্রীর মতো কোচ অনেক সাফল্য এনে দিতে পারেন। তাঁকে যে কোনো দলই কাজে লাগাতে চাইবে। নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি আসছে আইপিএলে। তারাও তাঁকে নিতে পারে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত