ক্রীড়া ডেস্ক
নামিবিয়া, আয়ারল্যান্ডের পর নেদারল্যান্ডসকে নিয়েও রীতিমতো ছেলেখেলায় মাতল শ্রীলঙ্কা। প্রথম রাউন্ডের তিন ম্যাচের সবকটি জিতে গ্রুপসেরা হয়েই সুপার টুয়েলভে পা রাখল তারা। সুপার টুয়েলভে অন্য চার দলের সঙ্গে বাংলাদেশকেও পাচ্ছে লঙ্কানরা।
আজ শারজায় প্রথম রাউন্ডের শেষ ম্যাচে ডাচদের ৮ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। আগের দুই জয়ে সবার আগে সুপার টুয়েলভ নিশ্চিত হয়েছিল লঙ্কানদের। তবু এই ম্যাচে ডাচদের একবিন্দু ছাড় দেয়নি দাসুন শানাকার দল।
নেদারল্যান্ডসের প্রথম ইনিংসের পরই বোঝা গিয়েছিল ম্যাচটা শ্রীলঙ্কা জিততে যাচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন ৪৪ রানে ডাচদের অলআউট করে সেটা আসলে বুঝিয়ে দিয়েছিল শ্রীলঙ্কাই। সর্বনিম্ন রানের রেকর্ড টিতেও এই দুই দলের নাম জড়িয়ে আছে। ২০১৪ বিশ্বকাপে চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৯ রানে অলআউট হয়েছিল নেদারল্যান্ডস।
নেদারল্যান্ডসের দেওয়া ৪৫ রানের লক্ষ্যটা শ্রীলঙ্কা পেরিয়ে গেছে ৭৭ বল হাতে রেখেই। শ্রীলঙ্কার জন্য এই ম্যাচ থেকে পাওয়া হতে পারে কুশল পেরেরার রানে ফেরা। সুপার টুয়েলভের আগে এই উইকেটকিপার ব্যাটারের রানে ফেরার অপেক্ষায় ছিল লঙ্কানরা। ২৪ বলে ছয় চারে ৩৩ রানের ইনিংস খেলে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন পেরেরা।
এর আগে টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। বোলারদের তোপের মুখে মাত্র ৪৪ রানের অলআউট হয় ডাচরা। শ্রীলঙ্কার হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন পেসার লাহিরু কুমারা আর লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। মাত্র এক ওভার বোলিং করে ৩ রানে দুই উইকেট নেন অফ স্পিনার মহেশ তিকসানা।
নামিবিয়া, আয়ারল্যান্ডের পর নেদারল্যান্ডসকে নিয়েও রীতিমতো ছেলেখেলায় মাতল শ্রীলঙ্কা। প্রথম রাউন্ডের তিন ম্যাচের সবকটি জিতে গ্রুপসেরা হয়েই সুপার টুয়েলভে পা রাখল তারা। সুপার টুয়েলভে অন্য চার দলের সঙ্গে বাংলাদেশকেও পাচ্ছে লঙ্কানরা।
আজ শারজায় প্রথম রাউন্ডের শেষ ম্যাচে ডাচদের ৮ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। আগের দুই জয়ে সবার আগে সুপার টুয়েলভ নিশ্চিত হয়েছিল লঙ্কানদের। তবু এই ম্যাচে ডাচদের একবিন্দু ছাড় দেয়নি দাসুন শানাকার দল।
নেদারল্যান্ডসের প্রথম ইনিংসের পরই বোঝা গিয়েছিল ম্যাচটা শ্রীলঙ্কা জিততে যাচ্ছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন ৪৪ রানে ডাচদের অলআউট করে সেটা আসলে বুঝিয়ে দিয়েছিল শ্রীলঙ্কাই। সর্বনিম্ন রানের রেকর্ড টিতেও এই দুই দলের নাম জড়িয়ে আছে। ২০১৪ বিশ্বকাপে চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৯ রানে অলআউট হয়েছিল নেদারল্যান্ডস।
নেদারল্যান্ডসের দেওয়া ৪৫ রানের লক্ষ্যটা শ্রীলঙ্কা পেরিয়ে গেছে ৭৭ বল হাতে রেখেই। শ্রীলঙ্কার জন্য এই ম্যাচ থেকে পাওয়া হতে পারে কুশল পেরেরার রানে ফেরা। সুপার টুয়েলভের আগে এই উইকেটকিপার ব্যাটারের রানে ফেরার অপেক্ষায় ছিল লঙ্কানরা। ২৪ বলে ছয় চারে ৩৩ রানের ইনিংস খেলে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন পেরেরা।
এর আগে টস জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। বোলারদের তোপের মুখে মাত্র ৪৪ রানের অলআউট হয় ডাচরা। শ্রীলঙ্কার হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন পেসার লাহিরু কুমারা আর লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। মাত্র এক ওভার বোলিং করে ৩ রানে দুই উইকেট নেন অফ স্পিনার মহেশ তিকসানা।
জ্যামাইকার কিংস্টনে আগামীকাল শুরু হচ্ছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এই টেস্টে সবাইকে সুস্থ ও ফিট অবস্থায় পাচ্ছে সফরকারী দল। মাথায় আঘাত পাওয়া তাসকিন আহমেদও এখন ফিট।
১০ ঘণ্টা আগে৫১৬ রানের লক্ষ্য। এত রান তাড়া করে জেতার নজির নেই টেস্টে। দক্ষিণ আফ্রিকার এই রান পাহাড়ের তলে পিষ্ট হতে বসা শ্রীলঙ্কা দিন পার করেছে ৫ উইকেটে ১০৩ রানে। জয়ের জন্য সফরকারীদের দরকার আরও ৪১৩ রান।
১০ ঘণ্টা আগেসভা হলেও আগামী চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে এল না চূড়ান্ত সিদ্ধান্ত। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টুর্নামেন্ট আয়োজনের কার্যকরী সমাধানের জন্য আরও কয়েক দিন সময় দিয়েছে আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই)। আজ সভা শেষে এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট...
১৩ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ দল। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ আফগানিস্তানকে ৪৫ রানে হারিয়েছে যুবারা। ২২৯ রানের লক্ষ্য তাড়ায় নেমে ২ উইকেটে ১১৬ রান পর্যন্ত পৌঁছে গিয়েছিল আফগান যুবারা। জয়ের আশা জাগিয়েও ইকবাল হোসেন ইমন-মারুফ মৃধাদের তোপ দাগানো বোলিংয়ে খেই হারায়
১৩ ঘণ্টা আগে