Ajker Patrika

ইংল্যান্ডকে এবার ভয় দেখাচ্ছে নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক   
ইংল্যান্ডের উইকেট নেওয়ার পর নিউজিল্যান্ডের উচ্ছ্বাস। ব্যাটিংয়ে এবার প্রতিরোধই গড়তে পারেনি ইংলিশরা। ছবি: ক্রিকইনফো
ইংল্যান্ডের উইকেট নেওয়ার পর নিউজিল্যান্ডের উচ্ছ্বাস। ব্যাটিংয়ে এবার প্রতিরোধই গড়তে পারেনি ইংলিশরা। ছবি: ক্রিকইনফো

ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ আগেই হারিয়েছে নিউজিল্যান্ড। দুই টেস্টেই কিউইরা হয়েছে বিধ্বস্ত। হ্যামিলটনে এবার নিউজিল্যান্ড নেমেছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে। সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডের চোখে চোখ রেখে খেলছে কিউইরা।

হ্যামিলটনে নিউজিল্যান্ড-ইংল্যান্ড তৃতীয় টেস্ট ম্যাচ টিম সাউদির ক্যারিয়ারের শেষ টেস্ট। ক্রিকেটের রাজকীয় সংস্করণে শেষ ম্যাচ খেলতে নেমে একটু আবেগপ্রবণ হয়ে পড়েছেন তিনি। তাঁর বিদায়ী টেস্টে ইংল্যান্ডের সামনে পাহাড় সমান লক্ষ্য দিচ্ছে নিউজিল্যান্ড। দুই দিন শেষে কিউইরা এগিয়ে ৩৪০ রানে। স্বাগতিকদের হাতে এখনো ৭ উইকেট।

প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩১৫ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড। স্কোরটাকে ৩৫০ ছুঁইছুঁই স্কোর কিউইরা করতে পেরেছে লেজের ব্যাটারদের সৌজন্যে। শেষ উইকেটে ৯৯ বলে ৪৪ রানের জুটি গড়তে অবদান রেখেছেন মিচেল স্যান্টনার ও উইলিয়াম ও’রুর্ক। ৯৮ ওভারের প্রথম বলে স্যান্টনারকে বোল্ড করে কিউইদের ইনিংসের ইতি টানেন ম্যাথু পটস। ৩৪৭ রানে অলআউট হয়ে যায় ব্ল্যাকক্যাপসরা।

নিউজিল্যান্ডের ইনিংস সর্বোচ্চ ৭৬ রান করেন স্যান্টনার। ১১৭ বলের ইনিংসে ১০ চার ও ২ ছক্কা মেরেছেন তিনি। ইংল্যান্ডের পটস ৯০ রানে নিয়েছেন ৪ উইকেট। গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স ও বেন স্টোকস পেয়েছেন ৩,২ ও ১ উইকেট।

প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে আক্রমণাত্মক শুরু করেন ইংল্যান্ডের দুই ওপেনার বেন ডাকেট ও জ্যাক ক্রলি। উদ্বোধনী জুটিতে ২৬ বলে ৩২ রান যোগ করেন তাঁরা। পঞ্চম ওভারের দ্বিতীয় বলে ক্রলিকে কট এন্ড বোল্ড করে জুটি ভাঙেন ম্যাট হেনরি। ১৪ বলে ৫ চারে ২১ রান করেন ক্রলি।

পঞ্চম ওভারেরই ষষ্ঠ বলে ডাকেটকে (১১) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন হেনরি। ১ রানের ব্যবধানে দুই ওপেনারকে হারালে ইংল্যান্ডের স্কোর হয়ে যায় ৫ ওভারে ২ উইকেটে ৩৩ রান। এমন পরিস্থিতিতে তৃতীয় উইকেটে ৬৫ বলে ৪৪ রানের জুটি গড়েন জো রুট ও জ্যাকব বেথেল। ১৬ তম ওভারের পঞ্চম বলে বেথেলকে ফিরিয়ে জুটি ভাঙেন ও’রুর্ক। ঠিক তার পরের বলেই হ্যারি ব্রুক ড্রেসিংরুমে পথ ধরেছেন। এই সিরিজের দুই সেঞ্চুরি করা ব্রুক আউট হয়েছেন গোল্ডেন ডাক মেরে।

এক ওভার বিরতিতে এসে ও’রুর্ক এবার ফেরালেন জো রুটকে। ও’রুর্কের এক ঝটকায় মুহূর্তেই ইংল্যান্ডের স্কোর ২ উইকেটে ৭৭ রান থেকে ৫ উইকেটে ৮২ রান হয়ে যায়। ষষ্ঠ উইকেটে আরেক দফা প্রতিরোধ গড়ে ইংলিশরা। ৭৭ বলে ৫২ রানের জুটি গড়েন ওলি পোপ ও স্টোকস।

ষষ্ঠ উইকেটের জুটি ভাঙতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইংল্যান্ড। ৯ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ১৪৩ রানে গুটিয়ে যায় সফরকারীরা। ইনিংস সর্বোচ্চ ৩২ রান করেন রুট। নিউজিল্যান্ডের হেনরি নিয়েছেন ৪ উইকেট। তিনটি করে উইকেট নিয়েছেন ও’রুর্ক ও স্যান্টনার।

২০৪ রানে এগিয়ে থাকলেও নিউজিল্যান্ড ফলোঅন করায়নি ইংল্যান্ডকে। দ্বিতীয় ইনিংসে ৩২ ওভারে ৩ উইকেটে ১৩৬ রানে দিনের খেলা শেষ করেছে কিউইরা। ৫৮ বলে ৫০ রান করে অপরাজিত কেইন উইলিয়ামসন। ৮ চার মেরেছেন তিনি। রাচীন রবীন্দ্র ব্যাটিং করছেন ২ রানে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত