নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ নারী দল ঘোষণা করেছেন নির্বাচকেরা। আগামী ২১ মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আগামীকাল ঢাকায় আসার কথা অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের।
সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজের ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন শামীমা সুলতানা, লতা মণ্ডল ও শরীফা খাতুন। দলে সুযোগ পেয়েছেন নিশিতা আক্তার নিশি ও ফারজানা হক লিসা। লতা ও শরীফাকে অবশ্য স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে। তাঁদের সঙ্গে আরেকজন স্ট্যান্ডবাই হলেন ফারিহা ইসলাম তৃষ্ণা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দলে সাত স্পিনার নিয়েছে বাংলাদেশ। তিন লেগ স্পিনার স্বর্ণা আক্তার, রাবেয়া ও ফাহিমা খাতুন। সঙ্গে চার অফ স্পিনার নাহিদা আক্তার, সুমাইয়া আক্তার, সুলতানা খাতুন ও নিশিতা আক্তার নিশি। পেস বোলিং আক্রমণে আছেন মারুফা আক্তার, দিশা বিশ্বাস ও রিতু মনি।
প্রথমবারের মতো নিজেদের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শুধু নিজেদের মাঠ নয়, সব মিলিয়ে দুই দলের মধ্যে এবারই হবে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ। ওয়ানডে সিরিজটি ২০২২-২৫ আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে খেলবে বাংলাদেশ।
আগামী ১৮ মার্চ মিরপুরে শুরু হবে জ্যোতি-নাহিদা আক্তারদের অনুশীলন। ২১ মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে প্রথম ওয়ানডে। একই মাঠে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে যথাক্রমে ২৪ ও ২৭ মার্চ। সবগুলো ম্যাচই শুরু হবে সকাল সাড়ে ৯টায়। তারপর দুই দল খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
আগামী সেপ্টেম্বর-অক্টোবরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে যাচ্ছে বাংলাদেশে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার লক্ষ্যে বিশ্বকাপের আগে বাংলাদেশে এই সফর করবে অস্ট্রেলিয়া। এর আগে একবারই বাংলাদেশ সফরে এসেছিল অজি নারী দল। সেবার অবশ্য দ্বিপক্ষীয় সিরিজ খেলতে নয়, ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে এসেছিল তারা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ নারী ওয়ানডে দল:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক পিংকি, মুরশিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার নিশি ও ফারজানা হক লিসা।
স্ট্যান্ড বাই: ফারিহা ইসলাম তৃষ্ণা, শরীফা খাতুন ও লতা মন্ডল।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ নারী দল ঘোষণা করেছেন নির্বাচকেরা। আগামী ২১ মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আগামীকাল ঢাকায় আসার কথা অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের।
সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজের ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন শামীমা সুলতানা, লতা মণ্ডল ও শরীফা খাতুন। দলে সুযোগ পেয়েছেন নিশিতা আক্তার নিশি ও ফারজানা হক লিসা। লতা ও শরীফাকে অবশ্য স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে। তাঁদের সঙ্গে আরেকজন স্ট্যান্ডবাই হলেন ফারিহা ইসলাম তৃষ্ণা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে দলে সাত স্পিনার নিয়েছে বাংলাদেশ। তিন লেগ স্পিনার স্বর্ণা আক্তার, রাবেয়া ও ফাহিমা খাতুন। সঙ্গে চার অফ স্পিনার নাহিদা আক্তার, সুমাইয়া আক্তার, সুলতানা খাতুন ও নিশিতা আক্তার নিশি। পেস বোলিং আক্রমণে আছেন মারুফা আক্তার, দিশা বিশ্বাস ও রিতু মনি।
প্রথমবারের মতো নিজেদের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। শুধু নিজেদের মাঠ নয়, সব মিলিয়ে দুই দলের মধ্যে এবারই হবে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ। ওয়ানডে সিরিজটি ২০২২-২৫ আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ। নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে খেলবে বাংলাদেশ।
আগামী ১৮ মার্চ মিরপুরে শুরু হবে জ্যোতি-নাহিদা আক্তারদের অনুশীলন। ২১ মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে প্রথম ওয়ানডে। একই মাঠে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে যথাক্রমে ২৪ ও ২৭ মার্চ। সবগুলো ম্যাচই শুরু হবে সকাল সাড়ে ৯টায়। তারপর দুই দল খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
আগামী সেপ্টেম্বর-অক্টোবরে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে যাচ্ছে বাংলাদেশে। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার লক্ষ্যে বিশ্বকাপের আগে বাংলাদেশে এই সফর করবে অস্ট্রেলিয়া। এর আগে একবারই বাংলাদেশ সফরে এসেছিল অজি নারী দল। সেবার অবশ্য দ্বিপক্ষীয় সিরিজ খেলতে নয়, ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে এসেছিল তারা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ নারী ওয়ানডে দল:
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক পিংকি, মুরশিদা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রিতু মনি, রাবেয়া, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, দিশা বিশ্বাস, সুমাইয়া আক্তার, নিশিতা আক্তার নিশি ও ফারজানা হক লিসা।
স্ট্যান্ড বাই: ফারিহা ইসলাম তৃষ্ণা, শরীফা খাতুন ও লতা মন্ডল।
২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের সঙ্গে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্টের সূচি। কারণ, ২০২৭ আইপিএল চলার সময়ই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে ১৫০ বছর পূর্তির এই টেস্ট ম্যাচ।
৩৯ মিনিট আগেমেঘনা ব্যাংক ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সহিংসতার জেরে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ খেলোয়াড় ও ১ দল কর্মকর্তাকে এক বছর নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা প্রদান করেছে।
২ ঘণ্টা আগেভারতীয় ক্রিকেট দল উল্লাস করতে ব্যস্ত। কিন্তু বিরাট কোহলির কারণে মুহূর্তেই তা হরিষে বিষাদে পরিণত হয়। কারণ, তিনি সংকেত দিয়েছেন যে ক্যাচটা তিনি মিস করেছেন। এমন লোপ্পা ক্যাচ কোহলির হাতছাড়া করাটা বিশ্বাসই করতে পারেননি জসপ্রীত বুমরা-লোকেশ রাহুলরা।
২ ঘণ্টা আগেচোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
৩ ঘণ্টা আগে