ক্রীড়া ডেস্ক
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট সিরিজ পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চারে উঠে এসেছিল বাংলাদেশ। তবে এক মাসের ব্যবধানে এখন সাতে নেমে গেছেন নাজমুল হোসেন শান্তরা।
বাংলাদেশের এই অবনতি হলো কানপুর টেস্টে বাজেভাবে হেরে। আজ ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও টেস্টে ৭ উইকেটে হেরেছে সফরকারী দল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে সময়ের হিসাবে খেলা হয়েছে দুই দিনের মতো। বৃষ্টির কারণে ৩৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান নিয়ে প্রথম দিন পার করেছিল বাংলাদেশ।
এরপর অবশ্য শান্তদের দুই দিন ড্রেসিং রুমে বসে কেটেছে। বৃষ্টির কারণে দ্বিতীয় ও তৃতীয় দিন হয়নি একটি বলও। চতুর্থ দিন ব্যাটিংয়ে নেমে ২৩৩ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ব্যাটিং ব্যর্থতায় কানপুরে বাজেভাবে হেরেছে সফরকারী দল।
দুই ধাপ নেমে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বর্তমান অবস্থান সাতে। আট টেস্ট খেলে ৩ জয় ও ৫ হারে শান্তদের পয়েন্ট ৩৪.৩৮। সপ্তাহখানেক আগে গলে নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কা ২-০ ব্যবধানে সিরিজ জেতায় তালিকার পাঁচে নেমে পড়েছিল বাংলাদেশ। তিনে উঠে আসে লঙ্কানরা। তবে ভারতের বিপক্ষে সিরিজের দুই টেস্টে হোয়াইওয়াশ হওয়ায় বাংলাদেশ এখন নেমে পড়েছে সাতে। পাঁচ ও ছয় নম্বরে উঠে এসেছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড।
১১ পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় শীর্ষস্থান আরও সুসংহত করল ভারত। ১১ ম্যাচে ৮ জয়, ২ হার ও ১ ড্রয়ে তাদের পয়েন্ট ৯৮।
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট সিরিজ পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চারে উঠে এসেছিল বাংলাদেশ। তবে এক মাসের ব্যবধানে এখন সাতে নেমে গেছেন নাজমুল হোসেন শান্তরা।
বাংলাদেশের এই অবনতি হলো কানপুর টেস্টে বাজেভাবে হেরে। আজ ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও টেস্টে ৭ উইকেটে হেরেছে সফরকারী দল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে সময়ের হিসাবে খেলা হয়েছে দুই দিনের মতো। বৃষ্টির কারণে ৩৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান নিয়ে প্রথম দিন পার করেছিল বাংলাদেশ।
এরপর অবশ্য শান্তদের দুই দিন ড্রেসিং রুমে বসে কেটেছে। বৃষ্টির কারণে দ্বিতীয় ও তৃতীয় দিন হয়নি একটি বলও। চতুর্থ দিন ব্যাটিংয়ে নেমে ২৩৩ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ব্যাটিং ব্যর্থতায় কানপুরে বাজেভাবে হেরেছে সফরকারী দল।
দুই ধাপ নেমে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বর্তমান অবস্থান সাতে। আট টেস্ট খেলে ৩ জয় ও ৫ হারে শান্তদের পয়েন্ট ৩৪.৩৮। সপ্তাহখানেক আগে গলে নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কা ২-০ ব্যবধানে সিরিজ জেতায় তালিকার পাঁচে নেমে পড়েছিল বাংলাদেশ। তিনে উঠে আসে লঙ্কানরা। তবে ভারতের বিপক্ষে সিরিজের দুই টেস্টে হোয়াইওয়াশ হওয়ায় বাংলাদেশ এখন নেমে পড়েছে সাতে। পাঁচ ও ছয় নম্বরে উঠে এসেছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড।
১১ পয়েন্ট নিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় শীর্ষস্থান আরও সুসংহত করল ভারত। ১১ ম্যাচে ৮ জয়, ২ হার ও ১ ড্রয়ে তাদের পয়েন্ট ৯৮।
সংযুক্ত আরব আমিরাত বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে আজ দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। দুই ম্যাচেই তাদের কপালে জুটেছে ৩-১ ব্যবধানের হার। এমনিতেই বন্ধ রয়েছে ক্যাম্প, আবার শুরু হবে ঈদের পর। তাই আফঈদা খন্দকারদের আগামীকাল থেকে প্রায় একমাসের ছুটিতে পাঠিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
৫ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি একদমই ভালো যায়নি বাংলাদেশ দলের। দেশে ফিরে ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়েছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ (ডিপিএল) নিয়ে। ২০২৫ সালের দুই মাস শেষ, তবে এখনো কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, ঘোষণা না হলেও আজ
৮ ঘণ্টা আগেবিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর পূর্বাচলে নির্মনাধীন শেখ হাসিনা স্টেডিয়ামের নাম ও নকশা পরিবর্তনের কথা বলেছিলেন ফারুক আহমেদ। এবার স্টেডিয়ামের নাম বদলে রাখা হলো ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি)। সোমবার বিসিবির বোর্ডসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার
৮ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০২৪-২৫ মৌসুমের শুরুর দিনটা তামিমময়। মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল। আবার তাঁর প্রতিপক্ষ গুলশান ক্রিকেট ক্লাবেরও পৃষ্ঠপোষক। শেষ পর্যন্ত জিতে গেলেন পৃষ্ঠপোষক তামিম।
১০ ঘণ্টা আগে