Ajker Patrika

সোহান ঝড়ে ওমান এ দলকে ২০৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৯ অক্টোবর ২০২১, ০০: ০৩
সোহান ঝড়ে ওমান এ দলকে ২০৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের আগে আজ প্রথম প্রস্তুতি ম্যাচে মরুর বুকে ঝড় তুলেছেন নুরুল হাসান সোহান–শামীম পাটোয়ারীরা। পঞ্চম উইকেট জুটিতে তাঁদের বিস্ফোরক ব্যাটিংয়ে ওমান ‘এ’ দলকে ২০৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।

টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন এ ম্যাচের অধিনায়ক লিটন দাস ও মোহাম্মদ নাঈম। তাঁদের উদ্বোধনী জুটিতে আসে ১০২ রান। ৫৩ রান করা লিটন আউট হলে ভাঙে এ জুটি।

লিটনের আউটের পর দ্রুত ফিরে যান সৌম্য সরকার (৮)। ব্যাট হাতে এদিন নিষ্প্রভ মুশফিকুর রহিমও (০)। ফিরে গেছেন প্রথম বলেই। 

সৌম্য-মুশফিকের ব্যর্থতার রাতে আলো ছড়াতে পারেননি আফিফ হোসেনও। ২ বলে ৬ রান করা আফিফ আউট হলে কিছুটা ধাক্কা খায় বাংলাদেশ। বিনা উইকেটে ১০০ পেরোনো দল আর ২২ রান তুলতেই হারায় ৪ উইকেট। 

তবে এক প্রান্ত আগলে রেখে ঠিকই ফিফটি তুলে নেন আরেক ওপেনার নাঈম। সতীর্থদের ব্যাটিংয়ের সুযোগ দিতে ১৭ তম ওভারে বিশ্রামে যান তিনি। 

এর আগে ১৫ তম ওভারে ১২৪ রানে আফিফ আউট হলে বাংলাদেশের সম্ভাব্য স্কোর মনে হচ্ছিল ১৬০-১৭০। তবে শেষ দিকে সব হিসেব-নিকেশ পাল্টে দেন সোহান। তাঁকে দারুণ সঙ্গ দেন শামীম। শেষ পর্যন্ত ৪ উইকেটে ২০৭ রানের বিশাল সংগ্রহ পায় বাংলাদেশ। সোহান ১৫ বলে ৪৯ আর শামীম ১০ বলে ১৯ রানে অপরাজিত থাকেন। 

লক্ষ্য তাড়া করতে নেমে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫ রানে ২ উইকেট হারিয়েছে ওমান। একটি করে উইকেট নিয়েছেন নাসুম আহমেদ ও মেহেদী হাসান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত