ক্রীড়া ডেস্ক
কামরান আকমল ও মোহাম্মদ আমির-আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অনেক আগেই। ব্যস্ততা তেমন না থাকায় অস্ট্রেলিয়ায় ঘরোয়া এক টি-টোয়েন্টি লিগ খেলেন তাঁরা। সেদেশেরই এক স্পনসর কোম্পানির বিরুদ্ধে প্রতারণার মামলা করেন এই দুই পাকিস্তানি ক্রিকেটার। সেই মামলার শুনানি হবে আগামীকাল।
২০২২ এর ডিসেম্বরে মেলবোর্নে হয়েছিল অজি ক্রিকেট লিগ (এসিএল)। এই টুর্নামেন্টে পাকিস্তান একাদশের হয়ে খেলেছেন আমির ও আকমল। তাজউইন স্পোর্টস নামে এক কোম্পানির বিরুদ্ধে ফেডারেল কোর্টে মামলা করেন তাঁরা। পাকিস্তানি এই দুই ক্রিকেটারের অভিযোগ, এসিএল ইভেন্টে তাঁদের ছবি এডিট করেছে তাজউইন স্পোর্টস। তাঁদের হাতে ‘তাজউইন স্পোর্টসের’ ব্যাট দেখানো হয়েছে। সেই ছবিগুলো ব্যবহার করে কোম্পানি তাদের ব্যাট বিক্রি করেছে ও শিরোনাম দিয়েছিল ‘প্রাউড তাজ উইনার্স।’ ‘এক্সক্লুসিভ মাইগ্রেশন’ নামে টুর্নামেন্টের আরেক স্পনসরের নাম পাকিস্তানের জার্সি থেকে মুছে দেওয়া হয়েছে।
কোর্টে পাঠানো দলিলে বলা হয়েছে, কামরান ও আমির অনেকবার ছবিগুলো সরানোর জন্য তাজউইন স্পোর্টসকে অনুরোধ করেছিল। ব্যক্তিগতভাবে, এমনকি আইনজীবীর মাধ্যমেও অনুরোধ করা হয়েছিল। কিন্তু তাদের ব্যাট হাতে পোজ দেওয়া ছবি রেখে দিয়েছে। এরপর তাজউইন স্পোর্টস নিজেদের টুর্নামেন্টের প্রধান স্পনসর দাবি করে এবং তারা ৪০ হাজার ডলারের ক্রিকেট সামগ্রী পাঠিয়েছিল, যা বাংলাদেশি মুদ্রায় ৪৩ লাখ ২৭ হাজার টাকা। কোম্পানিটি আরও বলে, এসিএলের সঙ্গে মৌখিক চুক্তি করে তারা ছবি ব্যবহার করেছে। কামরান-আমিরের দাবিতে বলা হয়েছে, এসিএল টুর্নামেন্টে তাজউইন স্পোর্টস তিন-চারটা ব্যাট পাঠিয়েছিল। তবে ৩০০০ ডলার (বাংলাদেশি ৩ লাখ ২৫ হাজার টাকা) পরিশোধ করা হয়নি।
এসিএল ফাইনালও খেলেছিল পাকিস্তান একাদশ। ফাইনালে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হেরে গিয়েছিল।
কামরান আকমল ও মোহাম্মদ আমির-আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অনেক আগেই। ব্যস্ততা তেমন না থাকায় অস্ট্রেলিয়ায় ঘরোয়া এক টি-টোয়েন্টি লিগ খেলেন তাঁরা। সেদেশেরই এক স্পনসর কোম্পানির বিরুদ্ধে প্রতারণার মামলা করেন এই দুই পাকিস্তানি ক্রিকেটার। সেই মামলার শুনানি হবে আগামীকাল।
২০২২ এর ডিসেম্বরে মেলবোর্নে হয়েছিল অজি ক্রিকেট লিগ (এসিএল)। এই টুর্নামেন্টে পাকিস্তান একাদশের হয়ে খেলেছেন আমির ও আকমল। তাজউইন স্পোর্টস নামে এক কোম্পানির বিরুদ্ধে ফেডারেল কোর্টে মামলা করেন তাঁরা। পাকিস্তানি এই দুই ক্রিকেটারের অভিযোগ, এসিএল ইভেন্টে তাঁদের ছবি এডিট করেছে তাজউইন স্পোর্টস। তাঁদের হাতে ‘তাজউইন স্পোর্টসের’ ব্যাট দেখানো হয়েছে। সেই ছবিগুলো ব্যবহার করে কোম্পানি তাদের ব্যাট বিক্রি করেছে ও শিরোনাম দিয়েছিল ‘প্রাউড তাজ উইনার্স।’ ‘এক্সক্লুসিভ মাইগ্রেশন’ নামে টুর্নামেন্টের আরেক স্পনসরের নাম পাকিস্তানের জার্সি থেকে মুছে দেওয়া হয়েছে।
কোর্টে পাঠানো দলিলে বলা হয়েছে, কামরান ও আমির অনেকবার ছবিগুলো সরানোর জন্য তাজউইন স্পোর্টসকে অনুরোধ করেছিল। ব্যক্তিগতভাবে, এমনকি আইনজীবীর মাধ্যমেও অনুরোধ করা হয়েছিল। কিন্তু তাদের ব্যাট হাতে পোজ দেওয়া ছবি রেখে দিয়েছে। এরপর তাজউইন স্পোর্টস নিজেদের টুর্নামেন্টের প্রধান স্পনসর দাবি করে এবং তারা ৪০ হাজার ডলারের ক্রিকেট সামগ্রী পাঠিয়েছিল, যা বাংলাদেশি মুদ্রায় ৪৩ লাখ ২৭ হাজার টাকা। কোম্পানিটি আরও বলে, এসিএলের সঙ্গে মৌখিক চুক্তি করে তারা ছবি ব্যবহার করেছে। কামরান-আমিরের দাবিতে বলা হয়েছে, এসিএল টুর্নামেন্টে তাজউইন স্পোর্টস তিন-চারটা ব্যাট পাঠিয়েছিল। তবে ৩০০০ ডলার (বাংলাদেশি ৩ লাখ ২৫ হাজার টাকা) পরিশোধ করা হয়নি।
এসিএল ফাইনালও খেলেছিল পাকিস্তান একাদশ। ফাইনালে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হেরে গিয়েছিল।
শেষ বলে সিঙ্গেল নিলেন এনামুল হক বিজয়। তাতেই টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিটা হয়ে গেল দুর্বার রাজশাহী অধিনায়কের। ২০ ওভারের ক্রিকেটে তিন অঙ্ক ছুঁয়েও মুখে হাসি নেই বিজয়ের। তাঁর মলিন মুখ দেখে কে বলবে কী লড়াইটা না করেছেন খুলনা টাইগার্সের বিপক্ষে নিজের দলকে জেতাতে। বিজয়ের সেঞ্চুরি রাজশাহীকে জেতাতে
৪ ঘণ্টা আগেচেক প্রতারণার মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। ঢাকার সিএমএম আদালত আজ রোববার এ আদেশ দেন। সাকিবের ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে। তিনি রাতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসেছিলেন জিয়া ক্রিকেট টুর্নামেন্ট
৪ ঘণ্টা আগেউইম্বলডনের টানা দুই আসরে কার্লোস আলকারাজের কাছে হেরে গ্র্যান্ড স্ল্যাম হাত ছাড়া করেন নোভাক জোকোভিচ। এবার বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে সেই আলকারাজকেই পেলেন জোকো।
৬ ঘণ্টা আগেউড়তে থাকা চিটাগং কিংসকে মনে হচ্ছে দিশেহারা, উদভ্রান্ত পথিকের মতো। টানা চার ম্যাচ জয়ের পর দলটি এখন হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ চিটাগংকে হেসেখেলে তামিম ইকবালের ফরচুন বরিশাল।
৯ ঘণ্টা আগে