বাংলাদেশ ছাড়াও ক্রিকেটে বিশ্বকাপ আয়োজনে আগ্রহী যুক্তরাষ্ট্র–নামিবিয়াও

ক্রীড়া ডেস্ক, ঢাকা
Thumbnail image

২০২৩ সালের পরের চক্রে টুর্নামেন্ট আয়োজনের প্রক্রিয়া শুরু করছে আইসিসি। এরই মধ্যে এই টুর্নামেন্টগুলোর একক ও যৌথ আয়োজক হওয়ার আগ্রহ প্রকাশ করেছে ১৭টি দেশ। এই ১৭ দেশের মধ্যে বাংলাদেশের মতো আইসিসির পূর্ণ সদস্য দেশ তো আছেই। আছে নামিবিয়া, মালয়েশিয়া, আরব আমিরাত, ওমান ও যুক্তরাষ্ট্রের মতো ক্রিকেটের উঠতি দেশগুলোও।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, নারীদের আইসিসি টুর্নামেন্ট ও অনূর্ধ্ব–১৯ দলের আইসিসির টুর্নামেন্ট আয়োজন করবে কোন কোন দেশ, সেই সিদ্ধান্ত আসবে এই বছরের যেকোনো সময়। ২০২৪ থেকে ২০৩১ পর্যন্ত—এই আট বছরে ছেলেদের বিশ্বকাপ, টি-টোয়েন্টি ও চ্যাম্পিয়নস ট্রফি মিলিয়ে আরও আটটি টুর্নামেন্ট আয়োজনের কথা রয়েছে। এই টুর্নামেন্টগুলোর আয়োজক হতে আইসিসি সদস্য দেশগুলোকে প্রাথমিক প্রস্তাব দিয়েছিল। সেই প্রাথমিক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আয়োজক হতে আগ্রহ প্রকাশ করেছে ১৭টি দেশ।

সদস্য দেশগুলোর এমন সাড়া দেখে আইসিসি খুশি। আইসিসির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস বলেছেন, ‘২০২৩-পরবর্তী আইসিসির টুর্নামেন্ট আয়োজন করতে সদস্য দেশগুলো আগ্রহ দেখে আমরা আনন্দিত। এই প্রক্রিয়ায় আয়োজক সংখ্যা বাড়াতে ও বিশ্বব্যাপী ক্রিকেটকে ছড়িয়ে দিয়ে সমর্থকগোষ্ঠী তৈরির সুযোগ করে দেবে। আমরা এখন এই প্রক্রিয়ার দ্বিতীয় ধাপে যাব। আইসিসির বোর্ড কর্তারা চলতি বছরেই আয়োজক চূড়ান্ত করবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত