ক্রীড়া ডেস্ক
ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ চার দিনে শেষ হওয়া যেন এক নিয়মে পরিণত হয়েছে। হায়দরাবাদ, বিশাখাপত্তনম, রাজকোট—তিন ভেন্যুতে তিন টেস্টেরই ফল এসেছে চার দিনে। যার মধ্যে হায়দরাবাদে ইংল্যান্ড প্রথম ম্যাচে পেয়েছে রুদ্ধশ্বাস এক জয়। পরের দুই ম্যাচে ভারত জিতেছে তিন অঙ্কের ব্যবধানে।
রাজকোটে সিরিজের তৃতীয় টেস্ট গতকাল শেষ হয়েছে চতুর্থ দিনে। যেখানে ইংল্যান্ডকে ৪৩৪ রানে হারিয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ভারত। ইংল্যান্ডের বড় পরাজয়ের ম্যাচে আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলেছেন বেন স্টোকস। যেখানে ৫৫৭ রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের নবম ওভারেই জ্যাক ক্রলির উইকেট চলে যায়। ওভারের দ্বিতীয় বলে ক্রলির বিপক্ষে জসপ্রীত বুমরা এলবিডব্লুর আবেদন করলে আম্পায়ার কুমার ধর্মসেনা অনেক সময় নিয়ে আউট দেন। সঙ্গে সঙ্গে রিভিউ করেন ক্রলি। ডিসিশন রিভিউ সিস্টেমে (ডিআরএস) দেখা যায় বল আঘাত করেছে লেগস্টাম্পের ওপরে। আম্পায়ার্স কলে তখন আউট হয়ে যান ক্রলি।
আউট হয়ে ক্রলি যেমন অসন্তোষ প্রকাশ করেন, এরপর ম্যাচ শেষেও দেখা গেছে এর রেশ। ম্যাচ রেফারি জেফ ক্রোর সঙ্গে কথা বলতে দেখা গেছে ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও অধিনায়ক স্টোকসকে। ম্যাচ শেষে স্টোকস বলেন, ‘জ্যাকের ডিআরএস নিয়ে আমরা স্পষ্ট কিছু জানতে চেয়েছিলাম যখন ছবিগুলো পেলাম। রিপ্লেতে পরিষ্কার দেখা যাচ্ছিল যে স্টাম্প মিস করতে যাচ্ছে। তাই যখন এখানে আম্পায়ার্স কল দেওয়া হলো এবং বল আসলেই যখন স্টাম্পে লাগতে যাচ্ছিল না, আমরা কিছুটা অবাক হয়ে যাই। হক আই থেকে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছি।’
স্টোকস আরও বলেন, ‘এই ম্যাচে আমাদের বিপক্ষে তিনবার আম্পায়ার্স কল গেছে। এটা ডিআরএসের অংশ। কখনো আপনার পক্ষে যাবে তা কখনো বা সেটা বিপক্ষে যাবে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের বিপক্ষেই গেছে সেটা। তবে আমি বলছি না এবং কখনোই বলব না যে একারণেই আমরা ম্যাচ হেরেছি। কারণ ৫০০ অনেক রান এখানে।’
ভারত-ইংল্যান্ড সিরিজের চতুর্থ টেস্ট রাঁচিতে শুরু হবে ২৩ ফেব্রুয়ারি। এরপর ৭ মার্চ ধর্মশালায় হবে সিরিজের পঞ্চম টেস্ট।
ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ চার দিনে শেষ হওয়া যেন এক নিয়মে পরিণত হয়েছে। হায়দরাবাদ, বিশাখাপত্তনম, রাজকোট—তিন ভেন্যুতে তিন টেস্টেরই ফল এসেছে চার দিনে। যার মধ্যে হায়দরাবাদে ইংল্যান্ড প্রথম ম্যাচে পেয়েছে রুদ্ধশ্বাস এক জয়। পরের দুই ম্যাচে ভারত জিতেছে তিন অঙ্কের ব্যবধানে।
রাজকোটে সিরিজের তৃতীয় টেস্ট গতকাল শেষ হয়েছে চতুর্থ দিনে। যেখানে ইংল্যান্ডকে ৪৩৪ রানে হারিয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল ভারত। ইংল্যান্ডের বড় পরাজয়ের ম্যাচে আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলেছেন বেন স্টোকস। যেখানে ৫৫৭ রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের নবম ওভারেই জ্যাক ক্রলির উইকেট চলে যায়। ওভারের দ্বিতীয় বলে ক্রলির বিপক্ষে জসপ্রীত বুমরা এলবিডব্লুর আবেদন করলে আম্পায়ার কুমার ধর্মসেনা অনেক সময় নিয়ে আউট দেন। সঙ্গে সঙ্গে রিভিউ করেন ক্রলি। ডিসিশন রিভিউ সিস্টেমে (ডিআরএস) দেখা যায় বল আঘাত করেছে লেগস্টাম্পের ওপরে। আম্পায়ার্স কলে তখন আউট হয়ে যান ক্রলি।
আউট হয়ে ক্রলি যেমন অসন্তোষ প্রকাশ করেন, এরপর ম্যাচ শেষেও দেখা গেছে এর রেশ। ম্যাচ রেফারি জেফ ক্রোর সঙ্গে কথা বলতে দেখা গেছে ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও অধিনায়ক স্টোকসকে। ম্যাচ শেষে স্টোকস বলেন, ‘জ্যাকের ডিআরএস নিয়ে আমরা স্পষ্ট কিছু জানতে চেয়েছিলাম যখন ছবিগুলো পেলাম। রিপ্লেতে পরিষ্কার দেখা যাচ্ছিল যে স্টাম্প মিস করতে যাচ্ছে। তাই যখন এখানে আম্পায়ার্স কল দেওয়া হলো এবং বল আসলেই যখন স্টাম্পে লাগতে যাচ্ছিল না, আমরা কিছুটা অবাক হয়ে যাই। হক আই থেকে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছি।’
স্টোকস আরও বলেন, ‘এই ম্যাচে আমাদের বিপক্ষে তিনবার আম্পায়ার্স কল গেছে। এটা ডিআরএসের অংশ। কখনো আপনার পক্ষে যাবে তা কখনো বা সেটা বিপক্ষে যাবে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের বিপক্ষেই গেছে সেটা। তবে আমি বলছি না এবং কখনোই বলব না যে একারণেই আমরা ম্যাচ হেরেছি। কারণ ৫০০ অনেক রান এখানে।’
ভারত-ইংল্যান্ড সিরিজের চতুর্থ টেস্ট রাঁচিতে শুরু হবে ২৩ ফেব্রুয়ারি। এরপর ৭ মার্চ ধর্মশালায় হবে সিরিজের পঞ্চম টেস্ট।
চ্যাম্পিয়নস ট্রফিতে বাড়তি সুবিধা পাচ্ছে ভারত—প্যাট কামিন্সের বক্তব্য বলে প্রতিবেদন হয়েছিল। এ খবর প্রকাশিত হওয়ার পর শুরু হয় বিতর্ক। তবে আজ কামিন্স জানিয়েছেন, এ রকম কোনো মন্তব্য করেননি তিনি। তাঁর কথার ভুল ব্যাখ্যা হয়েছে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম কোড ক্রিকেটকে দায়ী করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।
৩৭ মিনিট আগে২১ বছর পর এসএ গেমস আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। আজ নির্বাহী কমিটির সভা শেষে গেমসটির সূচি ঘোষণা করেছে দক্ষিণ এশিয়া অলিম্পিক কাউন্সিল (এসএওসি)। আগামী বছরের ২৩ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত পাকিস্তানের লাহোর, ফয়সালাবাদ ও ইসলামাবাদ শহরে হবে ১৪তম এসএ গেমস।
২ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফিতে দু্ই দলই আসর শুরু করেছে জয় দিয়ে। কিন্তু দ্বিতীয় ম্যাচে এসে বৃষ্টির বাধায় পড়ল তারা। ফলে পরিত্যক্ত হলো অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। খেলা মাঠে গড়ানো তো দূরের কথা বৃষ্টির দাপটের কারণে টস পর্যন্ত হয়নি।
৩ ঘণ্টা আগেহার দিয়েই চ্যাম্পিয়নস ট্রফি শুরু করে ইংল্যান্ড ও আফগানিস্তান। তবে ‘বি’ গ্রুপের দল দুটির সামনে এখনো সুযোগ আছে সেমিফাইনালে যাওয়ার। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সেই আশা বাঁচিয়ে রাখার অভিযানে কাল সাক্ষাৎ হচ্ছে ইংলিশ ও আফগানদের মধ্যে। আজ একই গ্রুপের অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা পয়েন্ট ভাগাভাগি করায়, কিছুটা
৩ ঘণ্টা আগে