ক্রীড়া ডেস্ক
রশিদ খানের নেতৃত্বেই এবার আফগানিস্তান প্রথম টি-টোয়েন্টি সিরিজ জেতে পাকিস্তানের বিপক্ষে। নেতৃত্বের সঙ্গে দুর্দান্ত বোলিংও করেছেন রশিদ। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার মিলেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) হালনাগাদ করা সাপ্তাহিক র্যাঙ্কিংয়েও। ওয়ানিন্দু হাসারাঙ্গাকে টপকে টি-টোয়েন্টি বোলারদের শীর্ষে এখন আফগানিস্তানের এই লেগস্পিনার।
পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে কৃপণ বোলিং করেছেন রশিদ। ৫.১৭ ইকোনমিতে নিয়েছেন ৩ উইকেট। প্রতি ম্যাচেই একটি করে উইকেট নিয়েছেন আফগানিস্তানের এই লেগস্পিনার। রশিদ তো বটেই, শীর্ষ দশে আছেন আফগানিস্তানের আরও ২ বোলার। ১২ ধাপ এগিয়ে ৩ নম্বরে উঠে এসেছেন ফজলহক ফারুকি।
৪.৭৫ ইকোনমিতে ৫ উইকেট নিয়েছেন আফগানিস্তানের এই বাঁহাতি পেসার। আর ৮ নম্বরে আছেন মুজিব-উর-রহমান। ৫.৬০ ইকোনমিতে ৪ উইকেট নিয়েছেন আফগান এই স্পিনার।
অলরাউন্ডার ও বোলিং র্যাঙ্কিংয়ে এগিয়েছেন শাদাব খান। টি-টোয়েন্টি অলরাউন্ডারদের তালিকায় ১২ নম্বর থেকে চারে উঠে এসেছেন শাদাব। আর বোলিংয়ে ৬ ধাপ এগিয়ে ১২ নম্বরে এসেছেন পাকিস্তানি এই লেগস্পিনার। আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে অলরাউন্ড পারফরম্যান্স করে হয়েছিলেন ম্যাচসেরা। ৯ ধাপ এগিয়ে ২৩ নম্বরে পাকিস্তানের মোহাম্মদ ওয়াসিম জুনিয়র আর ৫০ নম্বর থেকে বোলারদের র্যাঙ্কিংয়ে ৩৩ নম্বরে ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ।
ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন জনসন চার্লস। ৯২ ধাপ এগিয়ে টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১৭-তে এখন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটার। ৩৯ বলে সেঞ্চুরি করে উইন্ডিজ ব্যাটারদের মধ্যে টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরিয়ান এখন চার্লস।
রশিদ খানের নেতৃত্বেই এবার আফগানিস্তান প্রথম টি-টোয়েন্টি সিরিজ জেতে পাকিস্তানের বিপক্ষে। নেতৃত্বের সঙ্গে দুর্দান্ত বোলিংও করেছেন রশিদ। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার মিলেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) হালনাগাদ করা সাপ্তাহিক র্যাঙ্কিংয়েও। ওয়ানিন্দু হাসারাঙ্গাকে টপকে টি-টোয়েন্টি বোলারদের শীর্ষে এখন আফগানিস্তানের এই লেগস্পিনার।
পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে কৃপণ বোলিং করেছেন রশিদ। ৫.১৭ ইকোনমিতে নিয়েছেন ৩ উইকেট। প্রতি ম্যাচেই একটি করে উইকেট নিয়েছেন আফগানিস্তানের এই লেগস্পিনার। রশিদ তো বটেই, শীর্ষ দশে আছেন আফগানিস্তানের আরও ২ বোলার। ১২ ধাপ এগিয়ে ৩ নম্বরে উঠে এসেছেন ফজলহক ফারুকি।
৪.৭৫ ইকোনমিতে ৫ উইকেট নিয়েছেন আফগানিস্তানের এই বাঁহাতি পেসার। আর ৮ নম্বরে আছেন মুজিব-উর-রহমান। ৫.৬০ ইকোনমিতে ৪ উইকেট নিয়েছেন আফগান এই স্পিনার।
অলরাউন্ডার ও বোলিং র্যাঙ্কিংয়ে এগিয়েছেন শাদাব খান। টি-টোয়েন্টি অলরাউন্ডারদের তালিকায় ১২ নম্বর থেকে চারে উঠে এসেছেন শাদাব। আর বোলিংয়ে ৬ ধাপ এগিয়ে ১২ নম্বরে এসেছেন পাকিস্তানি এই লেগস্পিনার। আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে অলরাউন্ড পারফরম্যান্স করে হয়েছিলেন ম্যাচসেরা। ৯ ধাপ এগিয়ে ২৩ নম্বরে পাকিস্তানের মোহাম্মদ ওয়াসিম জুনিয়র আর ৫০ নম্বর থেকে বোলারদের র্যাঙ্কিংয়ে ৩৩ নম্বরে ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ।
ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন জনসন চার্লস। ৯২ ধাপ এগিয়ে টি-টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১৭-তে এখন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটার। ৩৯ বলে সেঞ্চুরি করে উইন্ডিজ ব্যাটারদের মধ্যে টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরিয়ান এখন চার্লস।
চোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
৪৩ মিনিট আগেইন্টারনেট ভেঙে দেবেন, এমন কাউকে আনতে যাচ্ছেন বলে আলোড়ন তুলেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের অতিথি কে হতে পারেন, সেটা নিয়ে চলছিল অনেক জল্পনা-কল্পনা।
২ ঘণ্টা আগেডিসেম্বরে মধ্যে ফ্লাডলাইট বাদে বাকি কাজ শেষ হয়ে যাবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের। তবে পরিপূর্ণভাবে পেতে আগামী জুন পর্যন্ত লেগে যেতে পারে। সে জন্য সাফ অনূর্ধ্ব-২০ আয়োজনে বিকল্প ভেন্যু হিসেবে কক্সবাজারকে পছন্দ বাফুফের।
৩ ঘণ্টা আগেপার্থে সকালে শুরু হয়েছে অস্ট্রেলিয়া-ভারত প্রথম টেস্ট। রাতে সিরিজের প্রথম টেস্টে খেলতে নামছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের ম্যাচ রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৩ ঘণ্টা আগে