Ajker Patrika

চেন্নাইয়ের সমর্থকদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা ধোনির

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২২ এপ্রিল ২০২৩, ১৮: ০৩
চেন্নাইয়ের সমর্থকদের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা ধোনির

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন ২০২০ সালের ১৫ আগস্ট। জাতীয় দলকে বিদায় জানালেও মাহেন্দ্র সিং ধোনি এখনো খেলে যাচ্ছেন আইপিএলে। তবে এবারের টুর্নামেন্ট শেষে বিদায় নেওয়ার ইঙ্গিত কিছুদিন আগেই দিয়েছেন তিনি।

গতকাল সানরাইজার্স হায়দারবাদকে ৭ উইকেটে হারানোর পর বিষয়টি আরও পরিষ্কার করে জানিয়েছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। ক্যারিয়ারের শেষ মৌসুম উপভোগ করতে চান তিনি। সঙ্গে চেন্নাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভারতের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে দুটি বিশ্বকাপজয়ী অধিনায়ক।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ধোনি বলেছেন, ‘অবশ্যই বুড়ো হচ্ছি। এ বিষয় নিয়ে সত্যি দৃষ্টি সরানোর কোনো কিছু নেই। যত কিছু বলি বা করি না কেন, এটা আমার ক্যারিয়ারের শেষ পর্যায়। আর যত দিনই খেলি না কেন, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আইপিএলকে উপভোগ করা।’

নিজেদের মাঠ চিপকের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে দর্শকের উপস্থিতি দেখে ধোনি বলেছেন, ‘দুই বছর পর দর্শকেরা খেলা উপভোগ করতে এসেছেন। পুরো স্টেডিয়াম ভর্তি দর্শক এবং নতুন স্ট্যান্ডে বসে যারা খেলা দেখছেন, তাঁদের জন্য এখানে খেলতে এসে ভালো লাগছে। তাঁরা আমাকে অনেক ভালোবাসা ও স্নেহ দিয়েছেন এবং সব সময় আমাকে সমর্থন দেওয়ার জন্য এখানে আসেন।’

ধোনির নেতৃত্বে চারবার চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই। গত মৌসুমের বাজে ফল শেষে এবারের মৌসুম দুর্দান্ত শুরু করেছে তারা। বর্তমানে ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে ধোনির দল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত