ক্রীড়া ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন ২০২০ সালের ১৫ আগস্ট। জাতীয় দলকে বিদায় জানালেও মাহেন্দ্র সিং ধোনি এখনো খেলে যাচ্ছেন আইপিএলে। তবে এবারের টুর্নামেন্ট শেষে বিদায় নেওয়ার ইঙ্গিত কিছুদিন আগেই দিয়েছেন তিনি।
গতকাল সানরাইজার্স হায়দারবাদকে ৭ উইকেটে হারানোর পর বিষয়টি আরও পরিষ্কার করে জানিয়েছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। ক্যারিয়ারের শেষ মৌসুম উপভোগ করতে চান তিনি। সঙ্গে চেন্নাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভারতের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে দুটি বিশ্বকাপজয়ী অধিনায়ক।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ধোনি বলেছেন, ‘অবশ্যই বুড়ো হচ্ছি। এ বিষয় নিয়ে সত্যি দৃষ্টি সরানোর কোনো কিছু নেই। যত কিছু বলি বা করি না কেন, এটা আমার ক্যারিয়ারের শেষ পর্যায়। আর যত দিনই খেলি না কেন, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আইপিএলকে উপভোগ করা।’
নিজেদের মাঠ চিপকের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে দর্শকের উপস্থিতি দেখে ধোনি বলেছেন, ‘দুই বছর পর দর্শকেরা খেলা উপভোগ করতে এসেছেন। পুরো স্টেডিয়াম ভর্তি দর্শক এবং নতুন স্ট্যান্ডে বসে যারা খেলা দেখছেন, তাঁদের জন্য এখানে খেলতে এসে ভালো লাগছে। তাঁরা আমাকে অনেক ভালোবাসা ও স্নেহ দিয়েছেন এবং সব সময় আমাকে সমর্থন দেওয়ার জন্য এখানে আসেন।’
ধোনির নেতৃত্বে চারবার চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই। গত মৌসুমের বাজে ফল শেষে এবারের মৌসুম দুর্দান্ত শুরু করেছে তারা। বর্তমানে ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে ধোনির দল।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন ২০২০ সালের ১৫ আগস্ট। জাতীয় দলকে বিদায় জানালেও মাহেন্দ্র সিং ধোনি এখনো খেলে যাচ্ছেন আইপিএলে। তবে এবারের টুর্নামেন্ট শেষে বিদায় নেওয়ার ইঙ্গিত কিছুদিন আগেই দিয়েছেন তিনি।
গতকাল সানরাইজার্স হায়দারবাদকে ৭ উইকেটে হারানোর পর বিষয়টি আরও পরিষ্কার করে জানিয়েছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক। ক্যারিয়ারের শেষ মৌসুম উপভোগ করতে চান তিনি। সঙ্গে চেন্নাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভারতের হয়ে সীমিত ওভারের ক্রিকেটে দুটি বিশ্বকাপজয়ী অধিনায়ক।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ধোনি বলেছেন, ‘অবশ্যই বুড়ো হচ্ছি। এ বিষয় নিয়ে সত্যি দৃষ্টি সরানোর কোনো কিছু নেই। যত কিছু বলি বা করি না কেন, এটা আমার ক্যারিয়ারের শেষ পর্যায়। আর যত দিনই খেলি না কেন, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আইপিএলকে উপভোগ করা।’
নিজেদের মাঠ চিপকের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে দর্শকের উপস্থিতি দেখে ধোনি বলেছেন, ‘দুই বছর পর দর্শকেরা খেলা উপভোগ করতে এসেছেন। পুরো স্টেডিয়াম ভর্তি দর্শক এবং নতুন স্ট্যান্ডে বসে যারা খেলা দেখছেন, তাঁদের জন্য এখানে খেলতে এসে ভালো লাগছে। তাঁরা আমাকে অনেক ভালোবাসা ও স্নেহ দিয়েছেন এবং সব সময় আমাকে সমর্থন দেওয়ার জন্য এখানে আসেন।’
ধোনির নেতৃত্বে চারবার চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই। গত মৌসুমের বাজে ফল শেষে এবারের মৌসুম দুর্দান্ত শুরু করেছে তারা। বর্তমানে ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে ধোনির দল।
দুবাইয়ে গত রাতে প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে ভারত। লাহোরে দ্বিতীয় সেমিফাইনালে আজ কে জিতবে তা সময়ই বলবে, তবে লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে ফুরফুরে মেজাজে নিউজিল্যান্ড। অধিনায়ক টম ল্যাথাম তো পারলে বলেই ফেলেন—‘গত মাসেই তো ওদের লাহোরে হারালাম।’
৩০ মিনিট আগেচ্যাম্পিয়নস ট্রফির ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালের আগে বারবার ঘুরেফিরে এসেছিল আহমেদাবাদের কথা। কারণ, সবশেষ ওয়ানডেতে এই দুই দল মুখোমুখি হয়েছে ২০২৩ সালের ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে। ১ লাখেরও বেশি দর্শককে কাঁদিয়ে ভারতের শিরোপার উৎসব পণ্ড করে দিয়েছিল অস্ট্রেলিয়া।
১২ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার পর বেশ ভালোভাবেই নড়েচড়ে বসে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। জাতীয় দল নিয়ে বেশ কিছু কঠোর নিয়ম আরোপ করে তারা। এর প্রতিফলন ঘটছে আইপিএলেও। সম্প্রতি আইপিএলের সব দলকে একটি ই-মেইল বার্তায় বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগেভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে ক্যাম্প করার জন্য আগামীকাল সৌদি আরবে যাবে বাংলাদেশ ফুটবল দল। চারদিন বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করেছে তারা। যা নিয়ে বেশ সন্তুষ্ট কোচ হাভিয়ের কাবরেরা।
১৩ ঘণ্টা আগে