ক্রীড়া ডেস্ক
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রের ফাইনালে ওঠা নিয়ে মারাত্মক জটিলতায় পড়ে গেছে ভারত। কারণ ভারতের সামনে এই চক্রে বাকি রয়েছে শুধু অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজ। এমন পরিস্থিতিতে রোহিত শর্মাকে নিয়ে চলমান নাটকে খেপেছেন সুনীল গাভাস্কার।
নিউজিল্যান্ডের কাছে পরশু ৩-০ ব্যবধানে ধবলধোলাই হওয়ার পরই জলঘোলা হচ্ছে রোহিতকে নিয়ে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেই ম্যাচ শেষেই তিনি জানিয়েছিলেন, অস্ট্রেলিয়া সফরে তাঁর যাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, রোহিতের স্ত্রী রিতিকা সাজদেহ সন্তানসম্ভবা। দ্বিতীয়বার বাবা হতে যাচ্ছেন দেখেই পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে থাকতে পারবেন না ভারতের টেস্ট অধিনায়ক। যেখানে ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে ২২ নভেম্বর।
রোহিতের ব্যাপারে তাই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্বাচক কমিটিকে কঠোর হতে বলছেন গাভাস্কার। স্পোর্টস তাকের সঙ্গে কথা বলতে গিয়ে গাভাস্কার বলেছেন, ‘আমরা বিভিন্ন প্রতিবেদনে দেখছি যে রোহিত শর্মা প্রথম টেস্টে খেলবে না। দ্বিতীয় টেস্টেও খুব সম্ভবত খেলবে না। যদি এমন কিছুই হয়, আমার পরামর্শ এখনই ভারতের নির্বাচক কমিটির বলা উচিত, তাঁর যদি বিশ্রামের দরকার হয়, বিশ্রামে থাকুক। ব্যক্তিগত সমস্যা থাকলে সেগুলো দেখা উচিত। কিন্তু সে যদি সিরিজের দুই তৃতীয়াংশ না খেলতে পারে, একজন খেলোয়াড় হিসেবেই যেতে হবে। এই সফরে সহ-অধিনায়ককেই নেতৃত্বের দায়িত্ব দেব।’
টেস্টে ভারতের সহ অধিনায়কের দায়িত্ব পালন করছেন জসপ্রীত বুমরা। গাভাস্কারের মতে রোহিত সিরিজের শুরুতে না থাকলে বুমরার ওপর অনেক চাপ হবে। রোহিতকে নিয়ে গাভাস্কার বলেন,‘অধিনায়কের অবশ্যই প্রথম টেস্ট খেলা উচিত। তার চোট থাকলে ব্যাপারটা অন্যরকম হতো। কিন্তু কোনো অধিনায়ক যদি সিরিজের প্রথম টেস্টে না থাকে, তাহলে সেটা সহ অধিনায়কের ওপর অনেক চাপ সৃষ্টি করে। ব্যাপারটা তো সহজ নয়।’
নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাইয়ের কথা গাভাস্কারও উল্লেখ করেছেন। ভারতীয় ব্যাটিং কিংবদন্তি বলেন,‘এই ব্যাপারে অবশ্যই স্পষ্টতা থাকা দরকার (রোহিতের অস্ট্রেলিয়া যাওয়া নিয়ে)। কারণ আমরা ৩-০ ব্যবধানে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ হেরেছি। অধিনায়ককে এখানে থাকতে হবে। ভারতীয় ক্রিকেট সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে। যদি ভারত ৩-০ ব্যবধানে নিউজিল্যান্ডকে হারাত, তাহলে ভিন্ন কিছু হতো।’ ঘরের মাঠে কিউইদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে রোহিত ছিলেন যারপরনাই ব্যর্থ। ৬ ইনিংসে করেছেন ৯১ রান। সর্বোচ্চ ৫২ রান করেছেন বেঙ্গালুরুতে সিরিজের প্রথম টেস্টে।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রের ফাইনালে ওঠা নিয়ে মারাত্মক জটিলতায় পড়ে গেছে ভারত। কারণ ভারতের সামনে এই চক্রে বাকি রয়েছে শুধু অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজ। এমন পরিস্থিতিতে রোহিত শর্মাকে নিয়ে চলমান নাটকে খেপেছেন সুনীল গাভাস্কার।
নিউজিল্যান্ডের কাছে পরশু ৩-০ ব্যবধানে ধবলধোলাই হওয়ার পরই জলঘোলা হচ্ছে রোহিতকে নিয়ে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেই ম্যাচ শেষেই তিনি জানিয়েছিলেন, অস্ট্রেলিয়া সফরে তাঁর যাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, রোহিতের স্ত্রী রিতিকা সাজদেহ সন্তানসম্ভবা। দ্বিতীয়বার বাবা হতে যাচ্ছেন দেখেই পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে থাকতে পারবেন না ভারতের টেস্ট অধিনায়ক। যেখানে ভারত-অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হচ্ছে ২২ নভেম্বর।
রোহিতের ব্যাপারে তাই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্বাচক কমিটিকে কঠোর হতে বলছেন গাভাস্কার। স্পোর্টস তাকের সঙ্গে কথা বলতে গিয়ে গাভাস্কার বলেছেন, ‘আমরা বিভিন্ন প্রতিবেদনে দেখছি যে রোহিত শর্মা প্রথম টেস্টে খেলবে না। দ্বিতীয় টেস্টেও খুব সম্ভবত খেলবে না। যদি এমন কিছুই হয়, আমার পরামর্শ এখনই ভারতের নির্বাচক কমিটির বলা উচিত, তাঁর যদি বিশ্রামের দরকার হয়, বিশ্রামে থাকুক। ব্যক্তিগত সমস্যা থাকলে সেগুলো দেখা উচিত। কিন্তু সে যদি সিরিজের দুই তৃতীয়াংশ না খেলতে পারে, একজন খেলোয়াড় হিসেবেই যেতে হবে। এই সফরে সহ-অধিনায়ককেই নেতৃত্বের দায়িত্ব দেব।’
টেস্টে ভারতের সহ অধিনায়কের দায়িত্ব পালন করছেন জসপ্রীত বুমরা। গাভাস্কারের মতে রোহিত সিরিজের শুরুতে না থাকলে বুমরার ওপর অনেক চাপ হবে। রোহিতকে নিয়ে গাভাস্কার বলেন,‘অধিনায়কের অবশ্যই প্রথম টেস্ট খেলা উচিত। তার চোট থাকলে ব্যাপারটা অন্যরকম হতো। কিন্তু কোনো অধিনায়ক যদি সিরিজের প্রথম টেস্টে না থাকে, তাহলে সেটা সহ অধিনায়কের ওপর অনেক চাপ সৃষ্টি করে। ব্যাপারটা তো সহজ নয়।’
নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাইয়ের কথা গাভাস্কারও উল্লেখ করেছেন। ভারতীয় ব্যাটিং কিংবদন্তি বলেন,‘এই ব্যাপারে অবশ্যই স্পষ্টতা থাকা দরকার (রোহিতের অস্ট্রেলিয়া যাওয়া নিয়ে)। কারণ আমরা ৩-০ ব্যবধানে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ হেরেছি। অধিনায়ককে এখানে থাকতে হবে। ভারতীয় ক্রিকেট সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার এখানে। যদি ভারত ৩-০ ব্যবধানে নিউজিল্যান্ডকে হারাত, তাহলে ভিন্ন কিছু হতো।’ ঘরের মাঠে কিউইদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে রোহিত ছিলেন যারপরনাই ব্যর্থ। ৬ ইনিংসে করেছেন ৯১ রান। সর্বোচ্চ ৫২ রান করেছেন বেঙ্গালুরুতে সিরিজের প্রথম টেস্টে।
সেন্ট কিটসে আজ রাতে শুরু হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। নিগার সুলতানা জ্যোতিদের জন্য এই সিরিজটি গুরুত্বপূর্ণ। কারণ, এ বছর হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার শেষ সুযোগ বাংলাদেশের জন্য এটাই। জ্যোতিরাও ভিন্ন কিছু ভাবছে না।
৩৭ মিনিট আগেমাঠের চেয়ে বাইরের ঘটনায় নেইমার আলোচনায় থাকেন বেশি। বিতর্কিত ঘটনায় প্রায়ই খবরের শিরোনাম হয়ে থাকেন ব্রাজিলের এই ফরোয়ার্ড। এবার তিনি আলোচনায় এসেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার রিভালদোকে নিয়ে কথা বলে। দুই ফুটবলারের তর্কযুদ্ধ এখন ‘টক অব দ্য টাউন’।
১ ঘণ্টা আগেমুলতানে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টে উইকেট পড়ছে মুড়ি-মুড়কির মতো। আজ চলছে তৃতীয় দিনের খেলা। এরই মধ্যে পড়েছে ৩১ উইকেট। ২৫১ রানের লক্ষ্যে নেমে ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছে ১ উইকেট। ক্যারিবীয়দের জিততে এখনো প্রয়োজন ২৩০ রান। এছাড়া বিপিএলের দুটি ম্যাচ রয়েছে। ফুটবলে ইংলিশ প্রিমিয়ার লিগ, বুন্দেসলিগার...
২ ঘণ্টা আগেলিওনেল মেসিদের হারটা ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু মেসি যে ম্যাচে থাকবেন, সেখানে ম্যাজিক না হয়ে কী করে পারে! জাদুটা মেসি দেখাননি। ম্যাচের শেষের দিকে দুর্দান্ত এক গোল করেন ইন্টার মায়ামির টমাস আভিলেস। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ হাসি হেসেছে মায়ামি।
২ ঘণ্টা আগে