Ajker Patrika

টেস্ট দলে ফিরলেন তাসকিন, আছেন সাকিবও 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ আগস্ট ২০২৪, ২০: ২৫
Thumbnail image

পাকিস্তান সফরের টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লম্বা সময়ের পর টেস্ট দলে ফিরেছেন তাসকিন আহমেদ। রাজনৈতিক পটপরিবর্তনে দলে সাবেক এমপি সাকিব আল হাসানের থাকা-না থাকা নিয়ে যে আলোচনা, সেটিও আপাতত থেমে যাচ্ছে বিসিবির এই দল ঘোষণায়। অভিজ্ঞ অলরাউন্ডারকে রেখেই দল দিয়েছেন নির্বাচকেরা। 

পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলে তেমন কোনো চমক নেই। মাঝে টেস্ট থেকে বিরতি নেওয়া তাসকিন ফিরেছেন। তাঁর অন্তর্ভুক্তি নিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন, ‘‘আমরা পাঁচ পেসারকে নিয়েছি। তাসকিন খেলবে সিরিজের দ্বিতীয় টেস্ট। গত জুন থেকে সে টেস্টে বোলিং করে না। তবে তাদের আমরা পাকিস্তানে ‘এ’ দলের হয়ে একটা চার দিনের ম্যাচ খেলার সুযোগ করে দিচ্ছি যাতে সে লংগার ভার্সনে ছন্দ ফিরে পায়।’’

পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলে অভিজ্ঞতাকেই বেশি গুরুত্ব দিয়েছেন নির্বাচকেরা। ১৬ জনের দলে সাকিব, মুশফিকুর রহিম, মুমিনুল হকের সম্মিলিতভাবে ম্যাচ খেলেছেন ২১৬টি। অভিজ্ঞ খেলোয়াড়দের এক সঙ্গে অন্তর্ভুক্তি করে সন্তুষ্ট প্রধান নির্বাচক। লিপু বলেছেন, ‘আমরা এই সংস্করণে আমাদের সেরা খেলোয়াড়দের বেছে নিয়েছি। খুব ভারসাম্যপূর্ণ এক দল। মুশফিক, সাকিব, মুমিনুল এক সঙ্গে ২১৬টি ম্যাচ খেলেছে। এই অভিজ্ঞতার বদলি পাওয়া যাবে না। তাইজুল–মিরাজ আছে স্পিন বিভাগ সামলাতে। তারা এক সঙ্গে ৩৫০ উইকেট শিকার করেছে। শান্ত, লিটনের মতো ব্যাটার আছে। দলীয় প্রচেষ্টা থাকলে পাকিস্তানের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক সিরিজই হবে এটি।’ 

বাংলাদেশ দল পাকিস্তানে যাচ্ছে কালই। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই দুই টেস্টের সিরিজ হবে রাওয়ালপিন্ডি ও করাচিতে। বাংলাদেশ দল প্রথমে যাবে লাহোরে। সেখানে ১৪ থেকে ১৬ আগস্ট প্রস্তুতি নিয়ে ১৭ আগস্ট যাবে ইসলামাবাদে। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট শুরু ২১ আগস্ট। 

পাকিস্তান সফরের বাংলাদেশ দল 
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও খালেদ আহমেদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত