নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পাকিস্তান সফরের টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লম্বা সময়ের পর টেস্ট দলে ফিরেছেন তাসকিন আহমেদ। রাজনৈতিক পটপরিবর্তনে দলে সাবেক এমপি সাকিব আল হাসানের থাকা-না থাকা নিয়ে যে আলোচনা, সেটিও আপাতত থেমে যাচ্ছে বিসিবির এই দল ঘোষণায়। অভিজ্ঞ অলরাউন্ডারকে রেখেই দল দিয়েছেন নির্বাচকেরা।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলে তেমন কোনো চমক নেই। মাঝে টেস্ট থেকে বিরতি নেওয়া তাসকিন ফিরেছেন। তাঁর অন্তর্ভুক্তি নিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন, ‘‘আমরা পাঁচ পেসারকে নিয়েছি। তাসকিন খেলবে সিরিজের দ্বিতীয় টেস্ট। গত জুন থেকে সে টেস্টে বোলিং করে না। তবে তাদের আমরা পাকিস্তানে ‘এ’ দলের হয়ে একটা চার দিনের ম্যাচ খেলার সুযোগ করে দিচ্ছি যাতে সে লংগার ভার্সনে ছন্দ ফিরে পায়।’’
পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলে অভিজ্ঞতাকেই বেশি গুরুত্ব দিয়েছেন নির্বাচকেরা। ১৬ জনের দলে সাকিব, মুশফিকুর রহিম, মুমিনুল হকের সম্মিলিতভাবে ম্যাচ খেলেছেন ২১৬টি। অভিজ্ঞ খেলোয়াড়দের এক সঙ্গে অন্তর্ভুক্তি করে সন্তুষ্ট প্রধান নির্বাচক। লিপু বলেছেন, ‘আমরা এই সংস্করণে আমাদের সেরা খেলোয়াড়দের বেছে নিয়েছি। খুব ভারসাম্যপূর্ণ এক দল। মুশফিক, সাকিব, মুমিনুল এক সঙ্গে ২১৬টি ম্যাচ খেলেছে। এই অভিজ্ঞতার বদলি পাওয়া যাবে না। তাইজুল–মিরাজ আছে স্পিন বিভাগ সামলাতে। তারা এক সঙ্গে ৩৫০ উইকেট শিকার করেছে। শান্ত, লিটনের মতো ব্যাটার আছে। দলীয় প্রচেষ্টা থাকলে পাকিস্তানের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক সিরিজই হবে এটি।’
বাংলাদেশ দল পাকিস্তানে যাচ্ছে কালই। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই দুই টেস্টের সিরিজ হবে রাওয়ালপিন্ডি ও করাচিতে। বাংলাদেশ দল প্রথমে যাবে লাহোরে। সেখানে ১৪ থেকে ১৬ আগস্ট প্রস্তুতি নিয়ে ১৭ আগস্ট যাবে ইসলামাবাদে। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট শুরু ২১ আগস্ট।
পাকিস্তান সফরের বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও খালেদ আহমেদ।
পাকিস্তান সফরের টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লম্বা সময়ের পর টেস্ট দলে ফিরেছেন তাসকিন আহমেদ। রাজনৈতিক পটপরিবর্তনে দলে সাবেক এমপি সাকিব আল হাসানের থাকা-না থাকা নিয়ে যে আলোচনা, সেটিও আপাতত থেমে যাচ্ছে বিসিবির এই দল ঘোষণায়। অভিজ্ঞ অলরাউন্ডারকে রেখেই দল দিয়েছেন নির্বাচকেরা।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলে তেমন কোনো চমক নেই। মাঝে টেস্ট থেকে বিরতি নেওয়া তাসকিন ফিরেছেন। তাঁর অন্তর্ভুক্তি নিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন, ‘‘আমরা পাঁচ পেসারকে নিয়েছি। তাসকিন খেলবে সিরিজের দ্বিতীয় টেস্ট। গত জুন থেকে সে টেস্টে বোলিং করে না। তবে তাদের আমরা পাকিস্তানে ‘এ’ দলের হয়ে একটা চার দিনের ম্যাচ খেলার সুযোগ করে দিচ্ছি যাতে সে লংগার ভার্সনে ছন্দ ফিরে পায়।’’
পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলে অভিজ্ঞতাকেই বেশি গুরুত্ব দিয়েছেন নির্বাচকেরা। ১৬ জনের দলে সাকিব, মুশফিকুর রহিম, মুমিনুল হকের সম্মিলিতভাবে ম্যাচ খেলেছেন ২১৬টি। অভিজ্ঞ খেলোয়াড়দের এক সঙ্গে অন্তর্ভুক্তি করে সন্তুষ্ট প্রধান নির্বাচক। লিপু বলেছেন, ‘আমরা এই সংস্করণে আমাদের সেরা খেলোয়াড়দের বেছে নিয়েছি। খুব ভারসাম্যপূর্ণ এক দল। মুশফিক, সাকিব, মুমিনুল এক সঙ্গে ২১৬টি ম্যাচ খেলেছে। এই অভিজ্ঞতার বদলি পাওয়া যাবে না। তাইজুল–মিরাজ আছে স্পিন বিভাগ সামলাতে। তারা এক সঙ্গে ৩৫০ উইকেট শিকার করেছে। শান্ত, লিটনের মতো ব্যাটার আছে। দলীয় প্রচেষ্টা থাকলে পাকিস্তানের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এক সিরিজই হবে এটি।’
বাংলাদেশ দল পাকিস্তানে যাচ্ছে কালই। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই দুই টেস্টের সিরিজ হবে রাওয়ালপিন্ডি ও করাচিতে। বাংলাদেশ দল প্রথমে যাবে লাহোরে। সেখানে ১৪ থেকে ১৬ আগস্ট প্রস্তুতি নিয়ে ১৭ আগস্ট যাবে ইসলামাবাদে। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট শুরু ২১ আগস্ট।
পাকিস্তান সফরের বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও খালেদ আহমেদ।
এবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
১ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
১ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
২ ঘণ্টা আগেদেশের ফুটবলে এমন নজির আগে দেখা যায়নি। কোচের বিরুদ্ধে একসঙ্গে ১৮ ফুটবলার অবস্থান নিয়ে গণ-অবসরে যাওয়ার হুমকি দিলেন। তা-ও তাঁরা যেনতেন ফুটবলার নন! বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সবচেয়ে অভিজ্ঞ ও মেধাবীরা। যেখানে আছেন সর্বশেষ সাফের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। আছেন সেরা গোলকিপার রুপনা চাকমা।
২ ঘণ্টা আগে