Ajker Patrika

মোস্তাফিজ উড়াল দিলেন আইপিএলে

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৯ মার্চ ২০২৪, ১৪: ২০
মোস্তাফিজ উড়াল দিলেন আইপিএলে

শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল চট্টগ্রামে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে বোলিংয়ের সময় পায়ের মাংসপেশিতে টান লেগেছিল। সেই চোটে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হলেও শঙ্কা কেটে গেছে। মারাত্মক কিছু ঘটেনি মোস্তাফিজুর রহমানের। লঙ্কানদের বিপক্ষে সিরিজ জয়ের আনন্দ নিয়ে বাংলাদেশি পেসার আজ উড়ালও দিলেন আইপিএল খেলতে, ভারতে। 

খবরটি নিজেই দিয়েছেন মোস্তাফিজ। বিমানের জন্য অপেক্ষারত চেয়ারে বসা অবস্থায় এক ছবি নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করে লিখেছেন, ‘আমার নতুন অ্যাসাইনমেন্টের জন্য উচ্ছ্বসিত। আইপিএল ২০২৪ খেলতে চেন্নাইয়ে যাচ্ছি। আমাকে আপনার প্রার্থনায় রাখুন, যাতে নিজের সেরাটা দিতে পারি।’ 

২২ মার্চ থেকে শুরু হচ্ছে ১৭তম আইপিএল। বাংলাদেশিদের মধ্যে দল পেয়েছেন শুধু মোস্তাফিজ। এবার তাঁকে ২ কোটি রুপিতে দলে নিয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। গত আসরের চ্যাম্পিয়ন তারা। এবার উদ্বোধনী দিনেই মাঠে নামবে চেন্নাই, প্রতিপক্ষ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে প্রথম ম্যাচে ধোনিদের সঙ্গে মোস্তাফিজের নামা হবে কি? কারণ, নিজের সেরা ছন্দে যে নেই ফিজ! 

নিলামে মাতিশা পাতিরানার বিকল্প হিসেবেই মোস্তাফিজকে দলে নিয়েছে চেন্নাই। সর্বশেষ মৌসুমে দলকে চ্যাম্পিয়ন করতে ১৯ উইকেট নিয়েছিলেন ‘বেবি মালিঙ্গা’ নামে পরিচিত এই পেসার। তবে উইকেটের চেয়েও ডেথ ওভারে ধোনির তুরুপের তাস ছিলেন শ্রীলঙ্কান পেসার। সেই তুরুপর তাস চোটে পড়ায় কপাল হয়তো খুলতে যাচ্ছে মোস্তাফিজের। শ্রীলঙ্কান পেসারের দায়িত্বটা এবার ফিজের কাঁধে উঠতে যাচ্ছে। কদিন আগে এমনটিই জানিয়েছেন চেন্নাইয়ের জ্যেষ্ঠ এক কর্মকর্তা। 

আরও পড়ুন—

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত