Ajker Patrika

তামিম সম্পর্কে যা জানেন, যা জানেন না 

আপডেট : ২০ মার্চ ২০২৪, ১২: ৩৯
তামিম সম্পর্কে যা জানেন, যা জানেন না 

৩৫ পেরিয়ে আজ ৩৬ বছরে পা দিলেন তামিম ইকবাল। তামিমকে দেখলেই ভক্ত-সমর্থকদের মনে পড়ে ২০০৭ বিশ্বকাপে জহির খানকে ডাউন দ্য উইকেটে মারা ছক্কা। লর্ডসে অনার্স বোর্ডে নাম লেখানোর কীর্তিও রয়েছে তামিমের। পাকিস্তানের বিপক্ষে খুলনায় করেছেন দুর্দান্ত এক ডাবল সেঞ্চুরি। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা ওপেনারদের একজন এরই মধ্যে তিনি হয়ে উঠেছেন। তামিমের জন্মদিনে দেখে নেওয়া যাক এমন কিছু তথ্য, যার অনেকটাই হয়তো জানেন, আবার অনেক কিছুই হয়তো জানেন না। 

প্রথম বাংলাদেশি হিসেবে ১৫ হাজার রান: আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রানের রেকর্ড তামিমের। ২০০৭ থেকে শুরু করে ২০২৩ পর্যন্ত ১৬ বছর তিন সংস্করণে ৩৯১ ম্যাচ খেলে করেন ১৫২৪৯ রান। 

লর্ডসে টেস্টে প্রথম বাংলাদেশি সেঞ্চুরিয়ান: লর্ডসে টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি করেন তামিম। ২০১০ সালের মে মাসে ইংল্যান্ডের বিপক্ষে ১০০ বলে ১০৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ১৫ চারের পাশাপাশি মেরেছেন ২ ছক্কা। লর্ডসে অনার্স বোর্ডে নাম লেখানোর ম্যাচে সেঞ্চুরির পর তাঁর উচ্ছ্বাস ছিল বাঁধভাঙা। ক্রিকেটের রাজকীয় সংস্করণে লর্ডসে এখনো পর্যন্ত একমাত্র বাংলাদেশি সেঞ্চুরিয়ান তিনি। 

ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের ম্যাচে তামিম: মাত্র ৪ ওয়ানডের অভিজ্ঞতা নিয়ে ২০০৭ বিশ্বকাপে খেলতে যান তামিম। ছিল না কোনো ফিফটিও। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটির জন্য বেছে নিলেন বিশ্বকাপের মতো মঞ্চ। নিজের বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম ম্যাচেই তামিম তুলে নিয়েছেন ফিফটি। ভারতের বোলিং আক্রমণ ছন্নছাড়া করে তুলে ৫৩ বলে ৭ চার ও ২ ছক্কায় করেন ৫১ রান। 

ভারতের বিপক্ষে বিশ্বকাপে ঝোড়ো ফিফটি করার পথে তামিম ইকবাল। সেই ম্যাচ বাংলাদেশ জেতে ৫ উইকেটে। ছবি: ক্রিকইনফো ওয়ানডেতে বাংলাদেশের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান: ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতেই ইতিহাসের পাতায় নাম লেখান তামিম। ২০০৮ সালের ২২ মার্চ আয়ারল্যান্ডের বিপক্ষে ১৩৬ বলে করেন ১২৯ রান। বাংলাদেশের বাহাতি ব্যাটারের তখন বয়স ছিল ১৯ বছর ২ দিন, যা এখনো পর্যন্ত বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে কম বয়সে ওয়ানডেতে সেঞ্চুরির রেকর্ড। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের একমাত্র সেঞ্চুরিয়ান: বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরির রেকর্ড তামিমের। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে এই কীর্তি গড়েন তিনি। ১৩ মার্চ ধর্মশালায় ওমানের বিপক্ষে ৬৩ বলে ১০৩ রান করেন। এখনো পর্যন্ত এটাই বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টিতে একমাত্র সেঞ্চুরি। 

তামিমের নেতৃত্বেই এবারের বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। ৪৯২ রান করে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন তিনি। ছবি: সৌজন্য ছবি মিরপুরে ওয়ানডেতে সর্বোচ্চ রান: মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম তো বটেই, ওয়ানডেতে নির্দিষ্ট কোনো ভেন্যুতে সর্বোচ্চ রানের রেকর্ডও তিনিই করেছেন। মিরপুরে এখনো পর্যন্ত ৮৭ ম্যাচ খেলে তামিম করেন ২৮৯৭ রান। 

হঠাৎ অবসর নিয়ে আবার দ্রুত ফেরা: ২০২৩ সালের ৬ জুলাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাৎই অবসরের ঘোষণা দেন তামিম। ঠিক তার পরের দিন (৭ জুলাই) অবসর ভেঙে ফেরেন তিনি। 

২০২৪ বিপিএলে প্রত্যাবর্তনের গল্প: নানা ঘটনাপ্রবাহে ২০২৩ বিশ্বকাপে খেলা হয়নি তামিমের। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে এটাই তাঁর সর্বশেষ ম্যাচ। এরপর তিনি ফিরেছেন এ বছরের বিপিএল দিয়ে। তাঁর নেতৃত্বে ফরচুন বরিশাল জিতেছে বিপিএলের শিরোপা। ৪৯২ রান করে বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম হয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ১৩: ০৪
২২৭ রান করেছেন কনওয়ে। ছবি: ক্রিকইনফো
২২৭ রান করেছেন কনওয়ে। ছবি: ক্রিকইনফো

মাউন্ট মঙ্গানুই টেস্টের দ্বিতীয় দিনেও আধিপত্য দেখিয়েছে ব্যাটাররা। সবচেয়ে বেশি আলো কেড়েছেন ডেভন কনওয়ে। ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন এই ওপেনার। তাঁর দ্বি-শতকে রান পাহাড় গড়ছে নিউজিল্যান্ড। জবাবে ওয়েস্ট ইন্ডিজের শুরুটাও হয়েছে উড়ন্ত।

৫৭৫ রানে ৮ উইকেট হারিয়ে প্রথম ইনিংস ঘোষণা করেছে নিউজিল্যান্ড। প্রথম দিনের খেলা শেষে ১ উইকেট হারিয়ে স্বাগতিকেদের সংগ্রহ ছিল ৩৩৪ রান। ১৭৮ রানে অপরাজিত ছিলেন কনওয়ে। তাঁর সঙ্গী ডাফি ব্যাট করতে নামেন ৯ রান নিয়ে। আগের দিনের সঙ্গে আর মাত্র ৮ রান যোগ করে ফিরে যান ডাফি। তাঁর মতো বাজে অভিজ্ঞতা হয়নি কনওয়ের। প্রথম সেশনেই ডাবল সেঞ্চুরির দেখা পান তিনি। জাস্টিন গ্রিভসের করা ১২১ তম ওভারের শেষ বলে এলবিডব্লু হওয়ার আগে ক্যারিয়ারসেরা ২২৭ রান করেন এই ব্যাটার। ৩১ চারে সাজানো তাঁর ৩৬৭ বলের ইনিংস।

১৫ চার ও ১ ছক্কায় দ্বিতীয় সর্বোচ্চ ১৩৭ রান এনে দেন টম লাথাম। রাচিন রবীন্দ্রর অবদান ৭২ রান। এছাড়া কেউন উইলিয়ামসন ৩১ ও এজাজ প্যাটেল করেন ৩০ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জেডন সিলস, অ্যান্ডারসন ফিলিপ ও গ্রিভস দুটি করে উইকেট নেন।

রান তাড়া করতে নেমে বিনা উইকেটে ১১০ রান করে দিনের খেলা শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। ব্র্যান্ডন কিং ৫৫ ও জন ক্যাম্পবেল ৪৫ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন। এখনো ৪৬৫ রানে পিছিয়ে আছে সফরকারী দল। বে ওভালে প্রথম দিনের চেয়ে আজ আরও বেশি রান হয়েছে। এদিন দুই দল মিল করেছে ৩৫১ রান। প্রথম দুই দিনের পরিস্থিতিই বলে দিচ্ছে রান বন্যায় ভেসে যাবে মাউন্ট মঙ্গানুই টেস্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ১২: ০৯
একটি পরিবর্তন এনেছে পাকিস্তান। ছবি: এক্স
একটি পরিবর্তন এনেছে পাকিস্তান। ছবি: এক্স

যুব এশিয়া কাপ খেলছে পাকিস্তান। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ। দল যখন ফাইনালে ওঠার লড়াইয়ে আছে তার ঠিক আগেই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের জন্য দল দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

জিম্বাবুয়ে ও নামিবিয়া যৌথভাবে ২০২৬ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ আয়োজন করবে। টুর্নামেন্ট শুরু হবে আগামী ১৫ জানুয়ারি। বিশ্বকাপ শুরুর প্রায় এক মাস আগেই দল ঘোষণা করল পাকিস্তান ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

বিশ্বকাপেও পাকিস্তানের নেতৃত্ব দেবেন ফারহান ইউসুফ। এশিয়া কাপের দল থেকে একটি পরিবর্তন এনে বিশ্বকাপ খেলবে পাকিস্তান। বাদ পড়েছেন বাঁ হাতি স্পিনার মোহাম্মদ হুজাইফা। দলে নেওয়া হয়েছে পেসার উমর জাইবকে। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে জিম্বাবুয়ের মাটিতে স্বাগতিক দল এবং আফগানিস্তানকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে পাকিস্তান। বিশ্বকাপ দল নিয়েই সে সিরিজ খেলবে তারা।

বিশ্বকাপ ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের ম্যানেজার ও মেন্টরের হিসেবে থাকবেন সাবেক ক্রিকেটার সরফরাজ আহমেদ। বিশ্বকাপের গ্রুপ পর্বে ইংল্যান্ড, স্কটল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে পাকিস্তান। যুবাদের বিশ্বকাপের ফাইনাল হবে আগামী ৬ ফেব্রুয়ারি।

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের জন্য পাকিস্তানের স্কোয়াড: ফারহান ইউসুফ (অধিনায়ক), উসমান খান (সহ-অধিনায়ক), আব্দুল সুবহান, আহমেদ হুসেইন, আলী হাসান বালোচ, আলী রাজা, দানিয়াল আলী খান, হামজা জাহুর (উইকেটরক্ষক), হুজাইফা আহসান, মমিন কামার, মোহাম্মদ সাইয়াম, মোহাম্মদ শায়ান (উইকেটরক্ষক), নিকাব শফিক, সামির মিনহাস ও উমর জাইব।

নন ট্রাভেলিং রিজার্ভ: আব্দুল কাদির, ফারহানউল্লাহ, হাসান খান, ইবতিসাম আজহার ও মোহাম্মদ হুজাইফা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ১২: ০২
গতকাল রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওসমান হাদি। ছবি: বিসিবি
গতকাল রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওসমান হাদি। ছবি: বিসিবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং বাংলাদেশ ফুটবল ফেডারশন (বাফুফে)। আলাদা আলাদা বার্তায় শোক জানিয়েছে দেশের ক্রীড়াঙ্গনের এই দুই সংস্থা।

নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে হাদির একটি ছবি পোস্ট করে ক্যাপশনে বিসিবি লিখেছে, ‘শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।’

বাফুফে লিখেছে, ‘আমরা শোকাহত। সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।’

গত ১২ ডিসেম্ব শুক্রবার জুমার নামাজের পর গুলিবিদ্ধ হন হাদি। চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা হাদিকে গুলি করে পালিয়ে যায়। গুলিটি হাদির মাথায় লাগে।

গুরুতর আহত অবস্থায় হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচার শেষে রাতেই তাঁকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে গত সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

ক্রীড়া ডেস্ক    
‘বি’ গ্রুপের সেরা হয়ে শেষ চারে পা রেখেছে বাংলাদেশ। ছবি: এসিসি
‘বি’ গ্রুপের সেরা হয়ে শেষ চারে পা রেখেছে বাংলাদেশ। ছবি: এসিসি

যুব এশিয়া কাপের গ্রুপ পর্বের লড়াই শেষ। এবার সেমিফাইনালের লড়াই। যেখানে আছে বাংলাদেশও। ফাইনালে ওঠার মিশনে আজিজুল হাকিম তামিমদের প্রতিপক্ষ পাকিস্তান। এছাড়া আজ টিভিতে আছে আরও বেশকিছু ম্যাচ। একনজরে আজকের টিভি সূচি।

ক্রিকেট

যুব এশিয়া কাপ: সেমিফাইনাল

বাংলাদেশ-পাকিস্তান

বেলা ১১ টা, সরাসরি

টি স্পোর্টস

মাউন্ট মঙ্গানুই টেস্ট: দ্বিতীয় দিন

নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ

ভোর ৪ টা, সরাসরি

সনি টেন ৫

অ্যাডিলেড টেস্ট: তৃতীয় দিন

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

ভোর ৫টা ৩০ মি. , সরাসরি

স্টার স্পোর্টস ১ ও ২

বিগ ব্যাশ লিগ

ব্রিসবেন হিট-পার্থ স্কর্চার্স

স্টার স্পোর্টস ২

পঞ্চম টি-টোয়েন্টি

ভারত-দক্ষিণ আফ্রিকা

সন্ধ্যা ৭টা ৩০ মি. , সরাসরি

স্টার স্পোর্টস ১, টি স্পোর্টস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত