২০২৩ বিশ্বকাপ জিততে চান তামিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২১, ০৯: ০০

আইসিসির কোনো প্রতিযোগিতায় এখনো শিরোপা জেতা হয়নি বাংলাদেশ জাতীয় দলের। এমনকি এখন পর্যন্ত কোনো আসরে সেই সম্ভাবনাও তৈরি করতে পারেননি বাংলাদেশ দল। আগামী মাসের টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ আছে সেই আক্ষেপ ঘুচানোর। এই প্রতিযোগিতায় যদিও খেলা হবে না তামিম ইকবালের। তামিম তাই পাখির চোখ করছেন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপকে। সেখানেই শিরোপা উৎসবে মাততে চান বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক। 

সংযুক্ত আরব আমিরাতে আগামী মাসে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রতিযোগিতার দল ঘোষণার আগেই এই আসর থেকে নিজেকে সরিয়ে নেন তামিম। বাঁ হাতি এই ওপেনারের ব্যস্ততা এখন নেপালে শুরু হতে যাওয়া এভারেস্ট লিগ নিয়ে। গতকাল শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার রাসেল আরনল্ডের ফেসবুক পেজ ‘চিলিং উইথ রাসেল’-এ এক লাইভ আড্ডায় বিভিন্ন বিষয়ে কথাও বলেছেন তামিম। 

সেই আড্ডায় লম্বা সময় ধরে ক্রিকেট খেলেও বড় কিছু জিততে না পেরে হতাশ তামিম বলেছেন, ‘ক্রিকেটে আমার এখনো অনেক কিছু অর্জনের আছে। আমার বয়স এখন ৩২-৩৩। আরও কয়েক বছর আমার হাতে আছে। ওয়ানডে দলের নেতৃত্ব এখন আমার কাঁধে। আমি, সাকিব, মুশফিক এবং মাহমুদউল্লাহ আমরা লম্বা সময় ধরে খেলছি। কিন্তু আইসিসি ইভেন্ট বিবেচনা করলে আমি বড় কিছু জিততে পারিনি। আমরা ম্যাচ জিতেছি, সিরিজ জিতেছি। তবে বড় কিছু জেতা হয়নি। আমার মনে হয়, ২০২৩ বিশ্বকাপ আমাদের বড় সুযোগ।’ 

এ সময় ২০২৩ বিশ্বকাপ নিয়ে নিজের স্বপ্নের কথা জানাতে গিয়ে তামিম আরও বলেন, ‘প্রতিটি বিশ্বকাপেই আমরা যখন গিয়েছি, বিভিন্ন অধিনায়কেরা বলেছেন যে আমরা ভালো করতে চাই বা সেমি-ফাইনাল খেলতে চাই কিংবা হারাতে চাই। আমি ২০২৩ পর্যন্ত নেতৃত্বে থাকলে এই ঘোষণা দিয়ে বিশ্বকাপে যে চাই যে, শিরোপা জিততে এসেছি। শুধু খেলতে বা লড়াই করতে নয়। আমি চাইব শিরোপা জিততে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত