ক্রীড়া ডেস্ক
গ্রুপ পর্বে ম্যাচের আগের দিনই একাদশ ঘোষণা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামীকাল শুরু হতে যাওয়া সুপার ফোরেও আগের সেই ধারাবাহিকতা বজায় রাখল তারা। এক পরিবর্তন এনে একাদশ ঘোষণা করেছে পাকিস্তান।
প্রথম রাউন্ডের দুই ম্যাচে এক একাদশ নিয়েই খেলেছেন বাবর আজমরা। তবে আগামীকাল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে মোহাম্মদ নাওয়াজকে বাদ দিয়েছে পাকিস্তান। বাঁহাতি অলরাউন্ডারের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ।
লাহোরে সব ম্যাচেই হচ্ছে বড় স্কোর। সেখানে স্পিনারদের চেয়ে পেস বোলিং কিছুটা হলেও ভালো ভূমিকা রাখে। তাই পাকিস্তান টিম ম্যানেজমেন্ট শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফের সঙ্গে যোগ করলেন আরেক পেসারকে। তাঁদের সঙ্গে লেগ স্পিনার শাদাব খান ও স্পিন অলরাউন্ডার আগা সালমান আছেন।
বাংলাদেশ দলের একাদশেও আগামীকাল পরিবর্তন নিশ্চিত। হ্যামস্ট্রিংয়ের চোটে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন দুর্দান্ত ছন্দে থাকা নাজমুল হোসেন শান্ত। দুই ম্যাচে ১৯৩ রানে শীর্ষে ছিলেন তিনি। তাই নিশ্চিতভাবেই একটা পরিবর্তন আসছে বাংলাদেশের একাদশেও। আগামীকাল সেরা একাদশে দেখা যেতে পারে লিটন দাসকে।
বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের একাদশ—
ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), আগা সালমান, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইফতিখার আহমেদ, ফাহিম আশরাফ, শাদাব খান, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ।
গ্রুপ পর্বে ম্যাচের আগের দিনই একাদশ ঘোষণা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামীকাল শুরু হতে যাওয়া সুপার ফোরেও আগের সেই ধারাবাহিকতা বজায় রাখল তারা। এক পরিবর্তন এনে একাদশ ঘোষণা করেছে পাকিস্তান।
প্রথম রাউন্ডের দুই ম্যাচে এক একাদশ নিয়েই খেলেছেন বাবর আজমরা। তবে আগামীকাল লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সুপার ফোরে বাংলাদেশের বিপক্ষে মোহাম্মদ নাওয়াজকে বাদ দিয়েছে পাকিস্তান। বাঁহাতি অলরাউন্ডারের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফ।
লাহোরে সব ম্যাচেই হচ্ছে বড় স্কোর। সেখানে স্পিনারদের চেয়ে পেস বোলিং কিছুটা হলেও ভালো ভূমিকা রাখে। তাই পাকিস্তান টিম ম্যানেজমেন্ট শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফের সঙ্গে যোগ করলেন আরেক পেসারকে। তাঁদের সঙ্গে লেগ স্পিনার শাদাব খান ও স্পিন অলরাউন্ডার আগা সালমান আছেন।
বাংলাদেশ দলের একাদশেও আগামীকাল পরিবর্তন নিশ্চিত। হ্যামস্ট্রিংয়ের চোটে এশিয়া কাপ থেকে ছিটকে গেছেন দুর্দান্ত ছন্দে থাকা নাজমুল হোসেন শান্ত। দুই ম্যাচে ১৯৩ রানে শীর্ষে ছিলেন তিনি। তাই নিশ্চিতভাবেই একটা পরিবর্তন আসছে বাংলাদেশের একাদশেও। আগামীকাল সেরা একাদশে দেখা যেতে পারে লিটন দাসকে।
বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের একাদশ—
ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), আগা সালমান, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), ইফতিখার আহমেদ, ফাহিম আশরাফ, শাদাব খান, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফ।
২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের সঙ্গে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্টের সূচি। কারণ, ২০২৭ আইপিএল চলার সময়ই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে ১৫০ বছর পূর্তির এই টেস্ট ম্যাচ।
১ ঘণ্টা আগেমেঘনা ব্যাংক ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সহিংসতার জেরে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ খেলোয়াড় ও ১ দল কর্মকর্তাকে এক বছর নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা প্রদান করেছে।
৩ ঘণ্টা আগেভারতীয় ক্রিকেট দল উল্লাস করতে ব্যস্ত। কিন্তু বিরাট কোহলির কারণে মুহূর্তেই তা হরিষে বিষাদে পরিণত হয়। কারণ, তিনি সংকেত দিয়েছেন যে ক্যাচটা তিনি মিস করেছেন। এমন লোপ্পা ক্যাচ কোহলির হাতছাড়া করাটা বিশ্বাসই করতে পারেননি জসপ্রীত বুমরা-লোকেশ রাহুলরা।
৩ ঘণ্টা আগেচোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
৪ ঘণ্টা আগে